Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -52

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -52

তৃতীয় অধ্যায়ঃ

➥ EducationTube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ কোনটি শোষণের সঙ্গে জড়িত ?

ⓐ ভিল্লি
ⓑ ক্রিপ্টস অব লিবারকুন
ⓒ সাক্কাস এনটারিকাস
ⓓ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স

2➤ আন্ত্রিক রসের pH কত?

ⓐ 7.1-8.2
ⓑ 6.3-9.0
ⓒ 1.5-2.5
ⓓ 5.5-7.7

3➤ দুগ্ধ শর্করায় থাকে না ---

ⓐ গ্লুকোজ
ⓑ ফ্রুকটোজ
ⓒ গেলাকটোজ
ⓓ কোনোটিই নয়

4➤ ফ্যাটের অবদ্রবকরন বলতে বোঝায় ?

ⓐ দ্রবনীয়করণ
ⓑ তার পরিপাক
ⓒ তার আত্তীকরণ
ⓓ কোনোটিই নয়

5➤ ট্রিপসিন কিসের দ্বারা সক্রিয় হয় ?

ⓐ অ্যামাইলেজ
ⓑ এন্টারোকাইনেজ
ⓒ অ্যামিনোপেপটাইডেজ
ⓓ অ্যাসিড

6➤ অ্যামিনো অ্যাসিড শোষিত হয় কোন প্রক্রিয়ায় ?

ⓐ নিষ্ক্রিয় ব্যাপন ক্রিয়া দ্বারা
ⓑ সক্রিয় পরিবহন প্রক্রিয়ায়
ⓒ অভিস্রবণ
ⓓ সহায়ক ব্যাপন প্রক্রিয়ায়

7➤ চিবানোর পর খাদ্যের নরম দলাকে বলে --

ⓐ বোলাস
ⓑ কাইম
ⓒ কাইল
ⓓ কাইলোমাইক্রন

8➤ হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় যখন অক্সিজেনের পার্শ্বচাপ --

ⓐ 10 মিমি পারদ চাপের সমান
ⓑ 20 মিমি পারদ চাপের সমান
ⓒ 30 মিমি পারদ চাপের সমান
ⓓ 100 মিমি পারদ চাপের সমান

9➤ 1 গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণে O2 বহন করতে পারে ?

ⓐ 1.34 মিলি
ⓑ 1.5 মিলি
ⓒ 2.34 মিলি
ⓓ 5 মিলি

10➤ নেফ্রাইটিস রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয় ?

ⓐ যকৃত
ⓑ প্লীহা
ⓒ বৃক্ক
ⓓ ফুসফুস

11➤ মানবরক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনীর মধ্যে প্রবাহমান রক্তকে তঞ্চিত হতে দেয় না ?

ⓐ হেপারিন
ⓑ নিকোটিন
ⓒ মেলানিন
ⓓ গ্লুকাগন

12➤ ফাইব্রিনোজেন যুক্ত রক্তে জলীয় অংশকে কি বলা হয় ?

ⓐ প্লাজমা
ⓑ সিরাম
ⓒ থ্রমবোপ্লাস্টিন
ⓓ কোনোটিই নয়

13➤ আঙ্গুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে কি বলে ?

ⓐ গ্লিসারোল
ⓑ গ্লুকোজ
ⓒ ডিঅক্সিরlইবো নিউক্লিক অ্যাসিড
ⓓ কোনোটিই নয়

14➤ রেসারপিন ড্রাগটি ব্যবহৃত হয় --

ⓐ উচ্চ রক্তচাপ কমাতে
ⓑ ব্যথা বেদনা কমাতে
ⓒ ডায়াবেটিসের চিকিৎসায়
ⓓ কোনোটিই নয়

15➤ বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?

ⓐ আর্কইন্ডিকেটর
ⓑ প্রোটোমিটার
ⓒ অক্সানোমিটার
ⓓ কোনোটিই নয়

16➤ O শ্রেণীর রক্তে ---

ⓐ অ্যাগলুটিনোজেন থাকে না
ⓑ অ্যাগ্লুটিনিন থাকে না
ⓒ অ্যাগ্লুটিনোজেন A থাকে
ⓓ কোনোটিই নয়

17➤ রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় ?

ⓐ তামাক
ⓑ সর্পগন্ধা
ⓒ চা
ⓓ কুচেলা

18➤ ধুনা আসলে কি ?

ⓐ উপক্ষার
ⓑ রজন
ⓒ তরুক্ষীর
ⓓ কোনোটিই নয়

19➤ কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ?

ⓐ A
ⓑ C
ⓒ D
ⓓ E

20➤ রক্তে BMR এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে ?

ⓐ ওলিগোসাইথিমিয়া
ⓑ পলিসাইথিমিয়া
ⓒ অ্যানিমিয়া
ⓓ কোনোটিই নয়

21➤ মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি ?

ⓐ খাদ্য গ্রহণ
ⓑ আত্তীকরণ
ⓒ পরিপাক
ⓓ কোনোটিই নয়

22➤ মেগালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

ⓐ B1
ⓑ B3
ⓒ B9
ⓓ B12

23➤ নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয় ?

ⓐ ম্যাগনেসিয়াম
ⓑ ক্যালসিয়াম
ⓒ ফসফরাস
ⓓ সোডিয়াম

24➤ নিম্নোক্ত কোন ভিটামিনটি পাইরিডক্সিন নামে পরিচিত ?

ⓐ B1
ⓑ B5
ⓒ B12
ⓓ D

25➤ নিম্নোক্ত কোন শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় ?

ⓐ হেপাটিক
ⓑ রেনাল
ⓒ পালমোনারি
ⓓ কোনোটিই নয়

26➤ ফ্লুওরিন এর অভাবে মানবদেহে নিম্নোক্ত কোন লক্ষণটি প্রকাশ পায় ?

ⓐ দাঁতের ক্ষয়
ⓑ অ্যানিমিয়া
ⓒ নিম্ন রক্তচাপ
ⓓ প্যারালাইসিস

27➤ একটি হৃদ চক্র বলতে বোঝায় ---

ⓐ একটি সিস্টোল
ⓑ একটি ডায়াস্টোল
ⓒ একবার অলিন্দ্ ও নিলয় সংকোচন এবং তাদের প্রসারণ
ⓓ কোনোটিই নয়

28➤ কোন অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে ?

ⓐ ফুলকা
ⓑ প্লীহা
ⓒ ফুসফুস
ⓓ যকৃত

29➤ স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকায় কোনটি সম্পূর্ণরূপে পুনঃ শোষিত হয় ?

ⓐ ইউরিয়া
ⓑ ইউরিক অ্যাসিড
ⓒ লবণ
ⓓ গ্লুকোজ

30➤ কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান ?

ⓐ পটাশিয়াম ক্লোরেট
ⓑ ফ্যাট
ⓒ গ্লুকোজ
ⓓ প্রোটিন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.