Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -51

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -51


তৃতীয় অধ্যায়ঃ

➥ EducationTube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ অরনিথিন চক্র কোথায় সংঘটিত হয় ?

ⓐ পেশীতে
ⓑ বৃক্কে
ⓒ যকৃতে
ⓓ ক্ষুদ্রান্তে

2➤ হিমাচুরিয়া রোগ হয় নিচের কোন পদার্থ মূত্রে থাকলে ?

ⓐ পুঁজ
ⓑ রক্ত
ⓒ অ্যাসিটোন
ⓓ ফ্যাট

3➤ যকৃত নিচের কোন রেচন পদার্থ নির্গত করে ?

ⓐ বিলিবুরিন
ⓑ বিলিভারডিন
ⓒ লেসিথিন
ⓓ সবকটি

4➤ স্ফিনোডারমা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে ?

ⓐ A
ⓑ B5
ⓒ B6
ⓓ C

5➤ মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে ?

ⓐ কার্বোহাইড্রেট
ⓑ ফ্যাট
ⓒ প্রোটিন
ⓓ সবকটি

6➤ নিচের কোনটি অ্যান্টিভিটামিন ?

ⓐ মিথাইল কোবালামিন
ⓑ সায়ানো কোবালামিন
ⓒ অ্যাভিডিন
ⓓ আর্গোস্টেরল

7➤ ক্ষুদ্রান্তের কয়টি অংশ ?

ⓐ 2 টি
ⓑ 3 টি
ⓒ 4 টি
ⓓ 5 টি

8➤ গ্লাইকোজেন সাধারণত: সংশ্লেষ হয় ?

ⓐ যকৃত কোষে
ⓑ সব কোষে
ⓒ হৃদপিন্ডের কোষে
ⓓ কোনোটিই নয়

9➤ মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায় ?

ⓐ হাইড্রোজেন
ⓑ অক্সিজেন
ⓒ নাইট্রোজেন
ⓓ কার্বন

10➤ চিংড়ির রেচন অঙ্গ কোনটি ?

ⓐ লালা গ্রন্থি
ⓑ সবুজ গ্রন্থি
ⓒ ইঙ্ক গ্রন্থি
ⓓ কোনোটিই নয়

11➤ মানবদেহে কিসের ঘাটতি হলে ডিহাইড্রেশন হয় ?

ⓐ ভিটামিন
ⓑ জল
ⓒ লবণ
ⓓ হরমোন

12➤ কোন রোগটি লৌহের অভাবে হয় ?

ⓐ রিকেট
ⓑ বেরিবেরি
ⓒ স্কার্ভি
ⓓ অ্যানিমিয়া

13➤ দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় কে ?

ⓐ লোহিত রক্ত কণিকা
ⓑ অনুচক্রিকা
ⓒ শ্বেত রক্তকণিকা
ⓓ হরমোন

14➤ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ---

ⓐ কার্বোহাইড্রেট
ⓑ ভিটামিন
ⓒ লোহিত রক্তকণিকা
ⓓ শ্বেত রক্ত কণিকা

15➤ লৌহের প্রধান উৎস কোনটি ?

ⓐ ডিম
ⓑ শাকসবজি
ⓒ দানাশস্য
ⓓ দুধ

16➤ ক্লোরোফিল হল ---

ⓐ হ্যালোজেন অ্যাসিড
ⓑ উদ্ভিদে উপস্থিত সবুজ কণা
ⓒ জৈবক্লোরা কণা
ⓓ মৌল উপাদান

17➤ ভিটামিন A - র অভাবে কোন রোগ হয় ?

ⓐ চুলপড়া
ⓑ আমাশয়
ⓒ রাতকানা
ⓓ দুর্বলতা

18➤ জলে দ্রাব্য ভিটামিন কোনটি ?

ⓐ A
ⓑ K
ⓒ D
ⓓ E

19➤ লোহিত চুতি ঘটনাটি কোন সারেরবৃত্তীয় পদ্ধতির সঙ্গে সম্পর্কিত ?

ⓐ শ্বসন
ⓑ সালোকসংশ্লেষ
ⓒ বাষ্পমোচন
ⓓ রেচন

20➤ লেন্টিসেল উদ্ভিদের কোন অংশটিতে দেখা যায় ?

ⓐ পাতা
ⓑ মূল
ⓒ কান্ড
ⓓ ফুল

21➤ অর্নিথিন চক্রের অন্তর্গত নয় ---

ⓐ আরজিনেজ
ⓑ পিট্রোসিন
ⓒ সিট্রুলিন
ⓓ সবকটি

22➤ জেরোস্টোমিয়া কি ?

ⓐ লালা নিঃসরণ বৃদ্ধি
ⓑ লালা নিঃসরণ হ্রাস
ⓒ জিহার সঞ্চালন ব্যাহত
ⓓ জিহ্বার বৃদ্ধি

23➤ অক্সেনটিক গ্রন্থি কোথায় অবস্থিত ?

ⓐ ক্ষুদ্রান্তে
ⓑ পাকস্থলীতে
ⓒ অগ্নাশয়
ⓓ যকৃতে

24➤ প্রতি 100ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ ---

ⓐ 80-120 mg
ⓑ 150-250 mg
ⓒ 280-350 mg
ⓓ 380-550 mg

25➤ BMR মাপক যন্ত্র ---

ⓐ বেনেডিক্ট রথ
ⓑ ডগলার্স ব্যাগ
ⓒ দুটোই
ⓓ কোনোটিই নয়

26➤ Renin হল একটি --

ⓐ উৎসেচক
ⓑ হরমোন
ⓒ নিউরোট্রান্সমিটার
ⓓ কোনটি নয়

27➤ রক্তের গড় চাপ কত ?

ⓐ 80 mm Hg
ⓑ 93.3 mm Hg
ⓒ 120 mm Hg
ⓓ 200 mm Hg

28➤ পলিসাইথিমিয়া ভেক্টর কাকে বলে ?

ⓐ RBC স্বাভাবিকের থেকে কম
ⓑ RBC স্বাভাবিকের থেকে বেশি
ⓒ WB স্বাভাবিকের থেকে কম
ⓓ WBC স্বাভাবিকের থেকে বেশি

29➤ কার্ডিয়াক পেসমেকার কাকে বলে ?

ⓐ AV নোড
ⓑ SA নোড
ⓒ পারকিনজি তন্ত
ⓓ হিজের বান্ডিল

30➤ মানবদেহে মোট পেশির সংখ্যা ---

ⓐ 206 টি
ⓑ 208 টি
ⓒ 665 টি
ⓓ 656 টি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.