Add to social media group


পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টারভিউ টিপস | প্রশ্ন ও উত্তর

 পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টারভিউ টিপস গুরুত্বপূর্ণ প্রশ্ন


➥ EducationTube5m
সুপ্রিয় বন্ধুরা,
যারা পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউর সঠিক প্রস্তুতির জন্য এটা ভালো ধরনের আর্টিকেল অনুসন্ধান করেছেন, তাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন অনেকেই আছে যারা লিখিত পরীক্ষায় ভালো ভাবে পাশ করে যায়। কিন্তু ইন্টারভিউতে আটকে যায়, আমরা আশাকরি আমাদের এই পোস্টটি আপনার কাজে দেবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশ অফিসার ও ইন্টারভিউ প্রার্থীদের অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ সম্পর্কিত যে সকল তথ্য সংগ্রহ করতে পেরেছি, সেগুলি আজ আমরা আমাদের এই পোস্টটির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করলাম।

 ➤ ইন্টারভিউ তে যে বিষয়টি সবার প্রথমে আসে সেটা হল পোশাক আসাক, প্রথমেই বলে রাখা ভালো ইন্টারভিউ দিতে যাওয়ার পোশাক যেন মানানসই হয়।

  পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে:. 
➢ সাদা বা হালকা রঙের ফুল হাতা শার্ট পরবেন।

➢ কালো বা গাঢ় রঙের ফরমাল প্যান্ট।

➢ শার্টের হাতে গোটাবেন না এবংসাটির কোন বোতাম খুলে রাখবেন না।

➢ ফরমাল বুট বা জুতো পড়বেন, স্লিপার বা কিটো করবেন না।

➢ তাতে অবশ্য একটা ঘড়ি পড়বেন।

➢ চুল ভদ্র করে কেটে নেবেন এবং দাড়ি ক্লিন সেভ করে নিবেন।

  মহিলা প্রার্থীদের ক্ষেত্রে:. 
➢ হালকা সুতি শাড়ি বা চুরিদার পরবেন সালোয়ার কামিজ ও পরতে পারেন।

হালকা মেকআপ ও হালকা রঙের লিপিস্টিক, অতিরিক্ত মেকআপ করে যাবেন না।

চাইলে ওড়না নিতে পারেন।

চুল খুলে রাখতে পারেন  বা বেধেও নিতে পারেন , চুল যেন এলোমেলো না হয়ে থাকে।

ঘড়ি ও সাধারন কানের দুল পরবেন।

ফরমাল জুতো বা স্যান্ডেল পরবেন।

ইন্টারভিউ এর কক্ষে প্রবেশ করার আগে অবশ্যই স্যারদের অনুমতি নেবেন সেটা আপনি ইংরেজি বা বাংলায় যে কোন ভাষায় বলতে পারেন তবে বাংলা ভাষায় ব্যবহার করাটাই শ্রেয়।

সাধারণত সকল পরীক্ষা ইন্টারভিউ ক্ষেত্রে একটি কমন প্রশ্ন হল আপনি আপনার নিজের সঙ্গে বলুন- এটাই আপনাকে নিজের সম্পর্কে বলার তথ্য ভালোভাবে উপস্থাপনা করার অভ্যাস করতে হবে। যেমন আপনার নিজের নাম গ্রামের নাম জেলার নাম শিক্ষাগত যোগ্যতা বর্তমানে এখন কি করছেন প্রভৃতি।

আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ আপনার গ্রাম, জেলা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া । যেমন - আপনার গ্রাম বা জেলার বিখ্যাত জিনিস উল্লেখযোগ্য স্থান বিখ্যাত ব্যক্তি বা মনীষী সমন্ধে অবগত  থাকা ইত্যাদি।

আপনি যদি কোন একটি নির্দিষ্ট বিষয়ে অনার্স তোকে গ্রেজুয়েশন করে থাকেন, তাহলে সেই বিষয় থেকে কিছু সাধারণ প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনার কাজ হবে সেই বিষয়ের কিছু উল্লেখযোগ্য তথা সাধারণ বিষয়ে বলি সম্পর্কে একটু রিভাইজ  করে নেওয়া বা জেনে নেওয়া।

পশ্চিমবঙ্গের মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বর্তমানে কোন ব্যক্তি অধিষ্ঠিত আছেন সেই সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প বা যোজনা সম্পর্কে সুস্পষ্টভাবে জেনে নেওয়া।

ইন্টারভিউ প্রস্তুতি নিতে বাড়িতে যেগুলো করবেন, সেগুলি হল - আমি কি আপনাকে দি নোটিভ করার চেষ্টা করবে, তাই সেই সমস্ত ব্যক্তি তথা ব্যক্তিদের কথাগুলোকে এড়িয়ে চলা।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে বলা প্র্যাকটিস করা ।
 ইতিবাচক চিন্তা ভাবনা করা।
আমি পারবো, এই মনবল রাখা

  এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:. 
আপনি কেন পুলিশ হতে চান
আপনি কি ঘুষ নেবেন
আপনার দুর্বলতা কি
পুলিশের বিভিন্ন পদ সম্পর্কে তথ্য
পশ্চিমবঙ্গ পুলিশের খুঁটিনাটি তথ্য প্রকৃতি

এই  পর্বে ইন্টারভিউর প্রস্তুতি প্রাথমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম।
 এর পরের পর্বে 
পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউর প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.