Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -53

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -53

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়ঃ

➥ EducationTube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ হৃদপেশি কখনো ক্লান্ত হয় না কোন ধর্মের জন্য ?

ⓐ উত্তেজিতা
ⓑ সংকোচনশীলতা
ⓒ দীর্ঘ নিঃসাড়কাল
ⓓ অসাড়তা

2➤ BMR নিয়ন্ত্রণকারী একটি দৈহিক শর্ত ---

ⓐ শর্করা খাদ্য গ্রহণের পরিমাণ
ⓑ পুষ্টির বিভিন্ন উপাদান
ⓒ হরমোন
ⓓ উৎসেচক

3➤ পিত্তরসের একটি রেচন পদার্থ হল --

ⓐ সোডিয়াম গ্লাইকোকোলেট
ⓑ সোডিয়াম টরোকোলেট
ⓒ কোলেস্টেরল
ⓓ সোডিয়াম বাইকার্বনেট

4➤ রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত ?

ⓐ 14.5 gm/ml
ⓑ 14.5 mg/100 ml
ⓒ 14.5 mg/ml
ⓓ 14.5 gm/100 ml

5➤ রক্তে RBC ও WBC র অনুপাত কত ?

ⓐ 1 : 700
ⓑ 1 : 70
ⓒ 1 : 7
ⓓ 7 : 1

6➤ শ্বেদগ্রন্থির অবস্থান কোথায় ?

ⓐ ত্বকের নিচে
ⓑ ত্বকের ডারমিস স্তরে
ⓒ পেশিতে
ⓓ কোনোটিই নয়

7➤ রেফাইড যুক্ত কোষ কোন প্রকারের ?

ⓐ এরেনকাইমা
ⓑ ইডিওব্লাস্ট
ⓒ ক্লোরেনকাইমা
ⓓ কোনোটিই নয়

8➤ মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তা কে ?

ⓐ ল্যান্ডস্টেইনার
ⓑ হারভে
ⓒ লিনিয়াস
ⓓ লিউয়েন হক

9➤ মানবদেহের অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে ?

ⓐ থ্রমবোসাইটোসিন
ⓑ পারপিউরা
ⓒ লিউকিমিয়া
ⓓ পলিসাইথিমিয়া

10➤ কোন ভিটামিন টোকোফেরল নামে পরিচিত ?

ⓐ E
ⓑ D
ⓒ B
ⓓ A

11➤ কুফার কোষ কোথায় থাকে ?

ⓐ যকৃতের সাইনুসয়েড এর প্রাচীরে
ⓑ অগ্নাশয় গ্রন্থিতে
ⓒ লালা গ্রন্থিতে
ⓓ কোনোটিই নয়

12➤ নিম্নলিখিত কোন উপাদানের জন্য পিত্তরসের রং সবুজ হয় ?

ⓐ বিলিবুরিন
ⓑ বিলিভারডিন
ⓒ সোডিয়াম টরোকোলেট
ⓓ সোডিয়াম গ্লাইকোডিলেট

13➤ ভিটামিন আবিষ্কার করেন ---

ⓐ মেলানবি
ⓑ ফ্রাঙ্ক
ⓒ বাকনার
ⓓ জেনার

14➤ যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে বলে --

ⓐ প্রোভিটামিন
ⓑ সিউডোভিটামিন
ⓒ অ্যান্টিভিটামিন
ⓓ কোনোটিই নয়

15➤ রক্ত তঞ্চলের জন্য দায়ী ভিটামিন হল --

ⓐ E
ⓑ D
ⓒ K
ⓓ C

16➤ বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয় ?

ⓐ B1
ⓑ B6
ⓒ B2
ⓓ B12

17➤ রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায় ?

ⓐ ফ্যাট
ⓑ প্রোটিন
ⓒ ভিটামিন
ⓓ কার্বোহাইড্রেট

18➤ ন্যাক্সভমিকার বীজে কোন উপক্ষার পাওয়া যায় ?

ⓐ থেইন
ⓑ স্ট্রিকনিন
ⓒ মরফিন
ⓓ নিকোটিন

19➤ রেড়ির বীজে সঞ্চিত খাদ্যের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক হল --

ⓐ অ্যামাইলেজ
ⓑ লাইপেজ
ⓒ প্রোটিয়েজ
ⓓ ডায়াস্টেজ

20➤ উদ্ভিদজাত প্রোটিনেজ উৎসেচকটি হল ---

ⓐ প্যাপাইন
ⓑ ট্রিপসিন
ⓒ পেপসিন
ⓓ ইউরিয়েজ

21➤ C4 উদ্ভিদের বিক্রিয়া চক্রের প্রথম স্থায়ী যৌগ হল ---

ⓐ OAA
ⓑ PGAID
ⓒ DHAR
ⓓ PGA

22➤ C4 উদ্ভিদের পাতার কোন অংশে বিক্রিয়া করে ?

ⓐ বান্ডিলস্থিত
ⓑ উপরীত্বক
ⓒ মেসোফিল
ⓓ নিম্নত্বক

23➤ ফ্যাটের তাপন মূল্য কত ?

ⓐ 4.1
ⓑ 9.3
ⓒ 6.4
ⓓ 4.2

24➤ অঙ্কুরিত বীজে পাওয়া যায় ---

ⓐ ভিটামিন B12
ⓑ ভিটামিন C
ⓒ ভিটামিন D
ⓓ ভিটামিন E

25➤ প্রোটিন, লিপিড প্রভৃতি উপাদান যে বিপাকীয় ক্রিয়ায় গ্লুকোজ বা গ্লাইকোজেনে পরিণত হয় তাকে বলে --

ⓐ গ্লুকোনিওজেনেসিস
ⓑ গ্লাইকোলাইসিস
ⓒ গ্লাইকোজেনেসিস
ⓓ গ্লাইকোজেনোলাইসিস

26➤ রক্তে কিটন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলে ---

ⓐ কিটোনুরিয়া
ⓑ কিটোসুরিয়া
ⓒ কিটোজেনেসিস
ⓓ কিটোনেমিয়া

27➤ সুস্থ মানুষের সিস্টোলিক, ডায়াস্টোলিক ও পালস পেসার এর স্বাভাবিক অনুপাত --

ⓐ 1 : 2 : 1
ⓑ 4 : 2 : 1
ⓒ 3 : 2 : 1
ⓓ 2 : 3 : 1

28➤ সালোকসংশ্লেসিও একককে কি বলে ?

ⓐ ক্লোরোফিল
ⓑ কোয়ান্টোজোম
ⓒ ক্লোরোসিস
ⓓ কোনোটিই নয়

29➤ কোন প্রাণীর রক্তে হিমোসায়াণিন থাকে ?

ⓐ মানুষের
ⓑ কুনোব্যাঙের
ⓒ আরশোলার
ⓓ চিংড়ির

30➤ ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে ?

ⓐ কোহল সন্ধান
ⓑ বিউটাইরিক অ্যাসিড সন্ধান
ⓒ অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
ⓓ লেক্টিক অ্যাসিড সন্ধান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.