জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -49
ANM & GNM SPECIAL
তৃতীয় অধ্যায়ঃ
➥ EducationTube5m
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ আমাদের হৃদযন্ত্রে হৃদস্পন্দন প্রবাহ সৃষ্টিকারী পেসমেকার হল ---
ⓑ পারকেনজি তন্তু
ⓒ SA নোড
ⓓ হিজের বান্ডিল
2➤ রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে ---
ⓑ ডিসপোনিয়া
ⓒ অ্যাপনিয়া
ⓓ হাইপারপনিয়া
3➤ কোয়াশিওকোর কিসের অভাবে হয় ?
ⓑ প্রোটিন
ⓒ ফ্যাট
ⓓ কার্বোহাইড্রেট
4➤ সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
ⓑ চিংড়ি
ⓒ চ্যাপ্টা কৃমি
ⓓ আরশোলা
5➤ কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় ?
ⓑ কেঁচো
ⓒ স্পঞ্জ
ⓓ ব্যাঙ
6➤ মানবদেহে পাচকরস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয় ?
ⓑ পিকরিক অ্যাসিড
ⓒ HCI
ⓓ ফরমিক অ্যাসিড
7➤ টারপেনটাইন পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে ?
ⓑ পাইন
ⓒ নিটাম
ⓓ কোনোটিই নয়
8➤ কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয় ?
ⓑ লাইসোজোম
ⓒ রাইবোজোম
ⓓ মাইটোকনড্রিয়া
9➤ কোন জীব সালোকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না ?
ⓑ সুনারিয়া
ⓒ রোডোস্পাইরিলাম
ⓓ উচ্চতর উদ্ভিদ
10➤ নিচের কোনটি থেকে বিলিবুরিন তৈরি হয়?
ⓑ গলগি বস্তু
ⓒ রাইবোজোম
ⓓ লাইসোজোম
11➤ গ্রাসনালী ও পাকস্থলির সংযোগস্থলকে কি বলা হয় ?
ⓑ ডিওডিনাম
ⓒ গলবিল
ⓓ কোনোটিই নয়
12➤ কোন উদ্ভিদের মূলে ভেলামেন দেখা যায় ?
ⓑ মটর
ⓒ সুন্দরী
ⓓ রাসনা
13➤ ইউগ্লিনা ছাড়া অন্য কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?
ⓑ ক্রাইস্যামিবা
ⓒ মিউকর
ⓓ কোনোটিই নয়
14➤ লালারসে প্রধানত কোন উৎসেচকটি ক্ষরিত হয় ?
ⓑ মলটোজ
ⓒ টায়ালিন
ⓓ পেপসিন
15➤ উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনের গুরুত্ব কি ?
ⓑ এটি শক্তি নির্গত করে
ⓒ এটি CO2 নির্গত করে
ⓓ সবগুলোই সত্য
16➤ 1 গ্রাম মোল গ্লুকোজের সম্পূর্ণ জারণের যে তাপ শক্তি উৎপন্ন হয় তা হল ---
ⓑ 686000 Kcal
ⓒ 68600 Kcal
ⓓ 6860 Kcal
17➤ উদ্ভিদের শ্বসনের উপজাত বস্তু হল ---
ⓑ H2O ও শক্তি
ⓒ CO2 ও H2O
ⓓ কোনোটিই নয়
18➤ সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়ে গুলি হল ---
ⓑ TCA চক্র
ⓒ ক্রেবসচক্র
ⓓ কোনোটিই নয়
19➤ শক্তির বিপাকে যেটির অপরিহার্য ভূমিকা আছে সেটি হল --
ⓑ ফসফরাস
ⓒ ক্যালসিয়াম
ⓓ কোনোটিই নয়
20➤ ফ্যাট পদার্থের RQ এর মান ---
ⓑ 1.000
ⓒ 1.430
ⓓ 2.140
21➤ সালোকসংশ্লেষ হল ---
ⓑ উপচিতি পদ্ধতি
ⓒ অপচিতি পদ্ধতি
ⓓ তাপগ্রাহী পদ্ধতি
22➤ একটি কোয়ানটাসোমে ক্লোরোফিল অনুর সংখ্যা ---
ⓑ 200-250
ⓒ 500-600
ⓓ 300-450
23➤ গ্লুকোজ সংশ্লেষণের জন্য হাইড্রোজেন পরমাণুর উৎস ---
ⓑ FADH2
ⓒ H2O
ⓓ ATP
24➤ কুইনাইন হল ---
ⓑ উৎসেচক
ⓒ হরমোন
ⓓ কোনোটিই নয়
25➤ রোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় ?
ⓑ অস্থিমজ্জা
ⓒ যকৃত
ⓓ প্লীহা
26➤ হৃদপিন্ডের পেসমেকার কোনটি ?
ⓑ SA নোড
ⓒ ট্রাইকাস্পিড কপাটিকা
ⓓ কোনোটিই নয়
27➤ পোডোসাইট কোষ কোথায় থাকে ?
ⓑ হেনলির লুপ
ⓒ বাওম্যানস ক্যাপসুল
ⓓ কোনোটিই নয়
28➤ রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগটি হয় ---
ⓑ বাত রোগ
ⓒ ফুসফুসে অসংগতি
ⓓ কোনোটিই নয়
29➤ মধ্যচ্ছদা সাহায্য করে ---
ⓑ শ্বসনে
ⓒ রক্ত সঞ্চালনে
ⓓ সবকটি
30➤ রক্ততঞ্চন প্রতিরোধ করে ---
ⓑ প্লাস্টিন দ্বারা
ⓒ থ্রমবিন দ্বারা
ⓓ কোনোটিই নয়