Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -50

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -50

ANM & GNM SPECIAL


তৃতীয় অধ্যায়ঃ

➥ EducationTube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ---

ⓐ ফুসফুসীয় শিরা
ⓑ ফুসফুসীয় ধমনী
ⓒ রেনাল শিরা
ⓓ কোনোটিই নয়

2➤ রক্ততঞ্চনে প্রয়োজনীয় ধাতব আয়নটি হল ---

ⓐ Na+
ⓑ Ca++
ⓒ K+
ⓓ Fe++

3➤ মানব দেহের ব্লাড গ্রুপ আবিষ্কার করেন ---

ⓐ মেন্ডেল
ⓑ লেনসন
ⓒ মিলার
ⓓ ল্যান্ডস্টেনার

4➤ কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?

ⓐ ফুসফুস
ⓑ বৃক্ক
ⓒ ত্বক
ⓓ অন্ত্র

5➤ মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায় ?

ⓐ দ্বি-পত্রক কপাটিকা
ⓑ ত্রিপত্রক কপাটিকা
ⓒ অর্ধচন্দ্রকার কপাটিকা
ⓓ কোনোটিই নয়

6➤ হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় ?

ⓐ মরফিন
ⓑ রেসারপিন
ⓒ ডাটুরিন
ⓓ কোনোটিই নয়

7➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

ⓐ রাসায়নিক শক্তি সৌরশক্তিতে
ⓑ সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে
ⓒ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
ⓓ সৌরশক্তি তাপশক্তিতে

8➤ নিম্নলিখিত কোনটির অংশ ডিওডেনাম ?

ⓐ মস্তিষ্ক
ⓑ অন্ত্র
ⓒ যকৃত
ⓓ ফুসফুস

9➤ নিম্নলিখিত কোনটির পরিপাকে অ্যামাইনো এসিড উৎপন্ন হয় ?

ⓐ শর্করা
ⓑ প্রোটিন
ⓒ খনিজ লবণ
ⓓ স্নেহ পদার্থ

10➤ স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে ---

ⓐ শ্বাসনালীতে
ⓑ স্বরথলি
ⓒ বায়ুথলিতে
ⓓ কোনোটিই নয়

11➤ ABO পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে, কিন্তু কোন অ্যান্টিবডি না থাকে, তবে ব্যক্তির রক্তের বিভাগ হবে ---

ⓐ AB
ⓑ A
ⓒ B
ⓓ O

12➤ হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হল ----

ⓐ ক্লোরিন
ⓑ লোহা
ⓒ ক্যালসিয়াম
ⓓ ম্যাগনেসিয়াম

13➤ ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল ---

ⓐ ইউরিয়া
ⓑ অ্যামোনিয়া
ⓒ ইউরিক অ্যাসিড
ⓓ অ্যামাইনো অ্যাসিড

14➤ মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হল --

ⓐ অগ্নাশয়
ⓑ যকৃত
ⓒ থাইরয়েড
ⓓ পিটুইটারি

15➤ প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে ?

ⓐ A
ⓑ B12
ⓒ E
ⓓ K

16➤ মানুষের শরীরের কোন গ্রন্থটির পরিচিত নাম Adams Apple?

ⓐ পিটুইটারি গ্রন্থি
ⓑ থাইরয়েড
ⓒ অগ্নাশয়
ⓓ কোনোটিই নয়

17➤ প্রতি মিনিটে মানুষের শ্বাস হার হল -----

ⓐ 6 --- 8 বার
ⓑ 10 --- 14 বার
ⓒ 14 --- 18 বার
ⓓ 70 --- 72 বার

18➤ সবচেয়ে মিষ্টি শর্করা হল ---

ⓐ সুক্রোজ
ⓑ মন্টোজ
ⓒ গেলাকটোজ
ⓓ ফ্রুক্টোজ

19➤ নিম্নলিখিত কোন হরমোন বাষ্পমোচন প্রতিরোধী ?

ⓐ IAA
ⓑ ABA
ⓒ GA
ⓓ C2H4

20➤ কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায় ?

ⓐ সবুজ
ⓑ হলুদ
ⓒ লাল
ⓓ নীল

21➤ সালোকসংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি ?

ⓐ অ্যামিবা
ⓑ ইউগ্লিনা
ⓒ ভলভক্স
ⓓ কোনোটিই না

22➤ পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে ?

ⓐ গ্রাসনালীতে
ⓑ পাকস্থলীতে
ⓒ ক্ষুদ্রান্তে
ⓓ বৃহদন্ত্রে

23➤ শ্বসন কি ধরনের বিপাক ?

ⓐ উপচিতি
ⓑ অপচিতি
ⓒ অ্যামফিবোলিক
ⓓ কোনোটিই নয়

24➤ প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ?

ⓐ 20.94%
ⓑ 16.4%
ⓒ 14.2%
ⓓ 8.2%

25➤ মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?

ⓐ 5 লক্ষ্
ⓑ 10 লক্ষ
ⓒ 20 লক্ষ
ⓓ 12 লক্ষ

26➤ উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় ?

ⓐ শ্বসন
ⓑ সালোকসংশ্লেষ
ⓒ বাষ্পমোচন
ⓓ রেচন

27➤ কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি ?

ⓐ শর্করা
ⓑ প্রোটিন
ⓒ ফ্যাট
ⓓ অ্যামাইনো এসিড

28➤ কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী লক্ষ্য করা যায় ?

ⓐ পরজীবীয় পুষ্টি
ⓑ মৃতজীবীয় পুষ্টি
ⓒ মিথোজীবীয় পুষ্টি
ⓓ কোনোটিই নয়

29➤ কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই ?

ⓐ কেঁচো
ⓑ মানুষ
ⓒ আরশোলা
ⓓ মাছ

30➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ১ গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে ?

ⓐ 487 Kcal
ⓑ 518 Kcal
ⓒ 686 Kcal
ⓓ 886 Kcal

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.