জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -48
তৃতীয় অধ্যায়ঃ
➥ EducationTube5m
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ P.C.V কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় ?
ⓑ ডগলাস ব্যাগ
ⓒ ডিস্কোমিটার
ⓓ স্টেথোস্কোপ
2➤ অ্যানোঅক্সিজেনিক ব্যাকটেরিয়া ---
ⓑ ই কোলাই
ⓒ থায়োব্যাসিলাস
ⓓ কোনোটিই নয়
3➤ কুমিরের হৃদপিন্ডে ---
ⓑ দুটি অলিন্দ অসম্পূর্ণ
ⓒ দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে
ⓓ দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
4➤ ক্লোরোফিলের প্রধান উপাদান গুলি হল ---
ⓑ C, H, O, N, Mn
ⓒ C, H, O, N, Mg
ⓓ C, H, O, N, Fe
5➤ পরিবেশের O2 ও CO2 এর ভারসাম্য বজায় থাকে নিম্নলিখিত কোন শারীর বৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ---
ⓑ শ্বসন দ্বারা
ⓒ সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
ⓓ শ্বসন ও রেচন দ্বারা
6➤ বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ?
ⓑ শাল
ⓒ রবার
ⓓ লবঙ্গ
7➤ মানব দেহের মূত্রের pH হল -----
ⓑ 6.00
ⓒ 8.00
ⓓ 2.00
8➤ রক্তের প্রকৃতি ---
ⓑ ক্ষারীয়
ⓒ নিষ্ক্রিয়
ⓓ যে কোন প্রকৃতির
9➤ মানবরক্তের অক্সিজেন বাহক হল ---
ⓑ হিমোসায়ানিন
ⓒ হিমোগ্লোবিন
ⓓ Fe
10➤ কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ---
ⓑ D
ⓒ P
ⓓ C
11➤ বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় ?
ⓑ নীল ও বেগুনি
ⓒ হলুদ ও নীল
ⓓ হলুদ ও লাল
12➤ কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় ?
ⓑ D
ⓒ E
ⓓ C
13➤ দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ?
ⓑ Ca এবং ভিটামিন C
ⓒ ভিটামিন A এবং Ca
ⓓ ভিটামিন A এবং Fe
14➤ শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয় ?
ⓑ 30 অনু
ⓒ 8 অনু
ⓓ 38 অনু
15➤ পিত্তরসে কোন উৎসেচকটি থাকে ?
ⓑ ট্রিপসিন
ⓒ লাইপেজ
ⓓ কোন উৎসেচকই থাকে না
16➤ কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবচেয়ে কম ?
ⓑ নীল তিমি
ⓒ গন্ডার
ⓓ ইন্দুর
17➤ হৃদ উৎপাদে প্রতি ' stroke volume ' এর পরিমাণ ---
ⓑ 50 মিলি
ⓒ 70 মিলি
ⓓ 80 মিলি
18➤ নেক্সনে জলের পুন:শোষণে প্রয়োজনীয় হরমোন হল ---
ⓑ MSH
ⓒ STH
ⓓ LTH
19➤ ডাই ইউরোটিক পদার্থ হল ---
ⓑ ডিম ও মাংস
ⓒ চিংড়ি মাছ ও কাঁকড়া
ⓓ বাদাম ও ঘি
20➤ ' সেরুমেন ' হল কর্ণকুহরে ত্বকের নিঃসৃত ---
ⓑ জলীয় পদার্থ
ⓒ সিবাম
ⓓ ফ্যাটি এসিড
21➤ একটি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড হল ---
ⓑ ট্রিপটোফ্যান
ⓒ মেথিওনিন
ⓓ হিস্টিডিন
22➤ গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যা ঘটে তা হল ---
ⓑ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ
ⓒ প্রোটিন থেকে গ্লাইকোজেন
ⓓ সবগুলোই সত্য
23➤ ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায় ?
ⓑ পাকস্থলী
ⓒ ক্ষুদ্রান্ত
ⓓ বৃহদন্ত্র
24➤ লোহিত রক্তকণিকার প্রোজেনিটর হল ---
ⓑ মায়েলোব্লাস্ট
ⓒ মায়েলোসাইট
ⓓ হিমোসাইটোব্লাস্ট
25➤ নিঃশ্বাস বায়ুতে CO2 এর শতকরা ঘনমান কত ?
ⓑ 0.04 Vol%
ⓒ 5.5 Vol%
ⓓ 14.2 Vol%
26➤ হৃদপেশীতে কোন বিশেষ উপাদান বেশি থাকার জন্য অবসন্ন হয় না ?
ⓑ লেক্টিক অ্যাসিড
ⓒ মায়োগ্লোবিন
ⓓ গ্লাইকোজেন
27➤ RBC/WBC গণনা করার যন্ত্রের নাম কি ?
ⓑ স্ফিগমোম্যানোমিটার
ⓒ ক্যালোরিমিটার
ⓓ কোনোটিই নয়
28➤ আমাদের খাদ্যনালির কার্বোহাইড্রেট খাদ্য পরিপাক স্থল হল ---
ⓑ মুখ্য গহর ও বৃহদান্ত্র
ⓒ পাকস্থলী ও ক্ষুদ্রান্ত
ⓓ মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত
29➤ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুগল ---
ⓑ লাইসিন ও লিউসিন
ⓒ ফিনাইল অ্যালানিন ও কোলেস্টেরল
ⓓ কোনোটিই নয়
30➤ সুস্থ পরিণত পুরুষের বায়ুধারকত্ব ---
ⓑ 2000 ml
ⓒ 1200 ml
ⓓ 4500 ml