জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -47
ANM & GNM SPECIAL
তৃতীয় অধ্যায়ঃ
➥ EducationTube5m
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ বেশি উচ্চতায় শ্বসন হার ----
ⓑ স্থির থাকে
ⓒ বেড়ে যায়
ⓓ থেমে যায়
2➤ দ্বিতীয় হৃদধ্বনি হয় ---
ⓑ নিলয় উদগত মহা ধমনীর কপাটিকা গুলি বন্ধের জন্য
ⓒ কপাটিকার ত্রুটির জন্য
ⓓ পেরিকারডিয়ামের জন্য
3➤ কোনটি অসামঞ্জস্য ?
ⓑ ভ্যাগোটিম---- হৃদস্পন্দন বৃদ্ধি
ⓒ হৃদপিন্ডের আবরণ ---- পেরিকার্ডিয়াম
ⓓ পালমোনারি ধমনী ---- অক্সিজেন সমৃদ্ধ রক্ত
4➤ মানুষের বৃক্কের হাইলাম কোনটি ?
ⓑ গোবিনির অংশ
ⓒ অবতল সীমান্ত
ⓓ আবরণ
5➤ গ্লোমেরুলাসের কার্যকারী পরিস্রlবণ চাপ ---
ⓑ 70 মিমি পারদ স্তম্ভের সমান
ⓒ 30 মিমি পারদ স্তম্ভের সমান
ⓓ 20 মিমি পারদ স্তম্ভের সমান
6➤ কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয় ?
ⓑ গ্লাইসিন
ⓒ লাইসিন
ⓓ প্রলিন
7➤ থ্রমবোসিন হল ---
ⓑ রক্তনালী ছিঁড়ে যায়
ⓒ রক্তনালীর মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়
ⓓ রক্তনালীর মধ্যে রক্তের তঞ্চন ঘটে
8➤ হৃদস্পন্দন উৎপন্ন হয় ----
ⓑ অলিন্দ থেকে
ⓒ SA নোড থেকে
ⓓ নিলয় থেকে
9➤ মূত্রের একটি অস্বাভাবিক উপাদান ----
ⓑ গ্লুকোজ
ⓒ ক্রিয়েটিন
ⓓ NaCl
10➤ গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের পরিমাণ ---
ⓑ 75 mm Hg
ⓒ 25 mm Hg
ⓓ 20 mm Hg
11➤ শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় ?
ⓑ মূত্রথলিতে
ⓒ ফুসফুসে
ⓓ যকৃতে
12➤ স্তন্যপায়ী প্রাণীদেহে নিম্নলিখিত কোনটিতে অধিক পরিমাণ অক্সিজেন যুক্ত রক্ত পাওয়া যায় ---
ⓑ গ্রীবা শিরা
ⓒ বাম নিলয়
ⓓ ফুসফুসীয় ধমনী
13➤ রক্তে ভাসমান অতি ক্ষুদ্র গোলাকার চাকতিগুলি যারা কলায় অক্সিজেন বহন করে এবং কার্বন-ডাই-অক্সাইড বহন করে নিয়ে যায় তাদের বলা হয় ---
ⓑ RBC
ⓒ মনোফিল
ⓓ থ্রমবোসাইট
14➤ কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রুনের বৃদ্ধিতে সাহায্য করে ?
ⓑ E
ⓒ K
ⓓ C
15➤ ক্ষুদ্রান্তে কোলোজিনেজ উৎসেচক কোলোজেনকে কিসে পরিণত করে ?
ⓑ লোয়ার পেপটাইড
ⓒ অ্যামাইনো অ্যাসিড
ⓓ পেপটোন
16➤ পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে হিমাটোক্রিট মানের গড় প্রায় ---
ⓑ 36---74%
ⓒ 20---30%
ⓓ 57---67%
17➤ পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন প্রায় ---
ⓑ 300 gm
ⓒ 500 gm
ⓓ 150 gm
18➤ দেহের তাপমাত্রা যদি প্রতি 1° বৃদ্ধি জন্য BMR কত শতাংশ বৃদ্ধি পায় ?
ⓑ 27---37%
ⓒ 2---8%
ⓓ 50---60%
19➤ রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম হল ---
ⓑ RBC
ⓒ অনুচক্রিকা
ⓓ মনোসাইট
20➤ স্তন্যপায়ী প্রাণীর পেশির নিঃসাড় কাল হল ---
ⓑ 0.005
ⓒ 0.007
ⓓ 1.0 সে.
21➤ গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে ---
ⓑ B
ⓒ C
ⓓ E
22➤ গরুর দুধে প্রোটিন থাকে ---
ⓑ 5.5 gm
ⓒ 9.2 gm
ⓓ 15.2 gm
23➤ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয়কারী উৎসেচক হল ---
ⓑ এন্টারপোটাইডেজ
ⓒ পেপসিনোজেন
ⓓ অ্যামাইনো পেপটাইডেজ
24➤ ইলিয়াম কোথায় দেখা যায় ?
ⓑ ক্ষুদ্রান্ত
ⓒ পেলভিক গার্ডল
ⓓ কোনোটিই নয়
25➤ কোলেস্টরল থেকে কি তৈরি হয় ?
ⓑ পলিস্যাকারাইড
ⓒ স্টেরয়েড
ⓓ সরল ফ্যাট
26➤ মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হল ---
ⓑ স্টেপিস
ⓒ মেলিয়াস
ⓓ হিউমেরাস
27➤ কিডনির নন-- এক্সকিটরি কাজ হল ---
ⓑ এরিথ্রোপোয়েটিন
ⓒ বিলিবুরিন
ⓓ A ও B উভয়
28➤ টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় ---
ⓑ পাক রসে
ⓒ পিত্তরসে
ⓓ অগ্নাশয় রসে
29➤ নিচের মধ্যে কোনটি পিত্তলবণ ?
ⓑ মিউসিন
ⓒ কলেস্টেরল
ⓓ সোডিয়াম টোরোকোলেট
30➤ নিচের কোনটি রক্তরসে পাওয়া যায় ?
ⓑ সিরাম-অ্যালবুমিন
ⓒ মায়ো-অ্যালবুবিন
ⓓ এগ-অ্যালবুমিন