Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -43

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -43

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়ঃ

➥ EducationTube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ উদ্ভিদের খাদ্য সংবহন করে ---

ⓐ ট্রাকিড
ⓑ ট্রাকিয়া
ⓒ সিভনল
ⓓ জাইলেম তন্তু

2➤ কোনটি জাইলেম কলার অন্তর্গত নয় ?

ⓐ ট্রাকিড
ⓑ ট্রাকিয়l
ⓒ জাইলেম তন্তু
ⓓ সঙ্গী কোষ

3➤ স্যাপ হল ---

ⓐ জলে দ্রবীভূত খনিজ পদার্থ
ⓑ জল
ⓒ রক্ত
ⓓ লসিকা

4➤ পার্চমেন্ট পেপার ----

ⓐ ভেদ্য পর্দা
ⓑ অভেদ্য পর্দা
ⓒ অর্ধভেদ্য পর্দা
ⓓ বিভেদমূলক ভেদ্য পর্দা

5➤ অভিস্রবণ প্রক্রিয়া ---

ⓐ দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণে
ⓑ দুটি সম ঘনত্বের দ্রবণে
ⓒ গ্যাসে গ্যাসে
ⓓ তরলে গ্যাসে সম্পন্ন হয়

6➤ নিম্নের কোন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় না ?

ⓐ ব্যাপন
ⓑ অভিস্রবণ
ⓒ বাষ্পমোচন
ⓓ শোষণ

7➤ কোন প্রক্রিয়ায় জল মূলরমে প্রবেশ করে ?

ⓐ বহি:অভিস্রবণ প্রক্রিয়ায়
ⓑ অন্ত:অভিস্রবণ প্রক্রিয়ায়
ⓒ ব্যাপন প্রক্রিয়ায়
ⓓ বাষ্পমোচন প্রক্রিয়ায়

8➤ পদার্থের অনুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব এ ছড়িয়ে পড়ে নিম্নের কোন প্রক্রিয়ায় ?

ⓐ অভিস্রবণ
ⓑ ব্যাপন
ⓒ শোষণ
ⓓ বাষ্পমোচন

9➤ অক্সিজেন কোন প্রক্রিয়ায় উদ্ভিদের বিভিন্ন সজীব কোষে পৌঁছায় ?

ⓐ বাষ্পমোচন
ⓑ ব্যাপন
ⓒ অভিস্রবণ
ⓓ কোনোটিই নয়

10➤ সালোকসংশ্লেষে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস শোষণে সাহায্য করে ---

ⓐ শ্বসন প্রক্রিয়া
ⓑ ব্যাপন প্রক্রিয়া
ⓒ অভিস্রবণ প্রক্রিয়া
ⓓ বাষ্পমোচন প্রক্রিয়া

11➤ উদ্ভিদে অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হওয়ার প্রক্রিয়াকে ---

ⓐ প্রস্বেদন
ⓑ মূলজ চাপ
ⓒ রসস্ফিতি চাপ
ⓓ বাষ্পীভবন বলে

12➤ রসের উৎস্রোত প্রক্রিয়াটি ---

ⓐ নিম্নমুখী
ⓑ উর্ধ্বমুখী
ⓒ উভয়মুখী
ⓓ পার্শ্বমুখী

13➤ পারণ কোষ দেখা যায় --

ⓐ মুলের এপিব্লেমায়
ⓑ মূলরোমে
ⓒ জাইলেমবাহিকায়
ⓓ মূলের অন্তস্তকে

14➤ জাইলেম বাহিকায় জলের অণুগুলি পরস্পর --

ⓐ সমসংযোগ টানে
ⓑ অসমসংযোগ টানে
ⓒ বাষ্পমোচন টানে
ⓓ মূলজচাপে যুক্ত

15➤ উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম হল ---

ⓐ জল
ⓑ লসিকা
ⓒ রক্ত
ⓓ কোনোটিই নয়

16➤ চালুনিচ্ছদা দেখা যায় ---

ⓐ সিভনলে
ⓑ সঙ্গী কোষে
ⓒ ফ্লোয়েম প্যারেনকাইমাতে
ⓓ জাইলেম প্যারেনকাইমাতে

17➤ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সজীব কোষ ?

ⓐ ট্রাকিড
ⓑ সঙ্গী কোষ
ⓒ জাইলেম প্যারেনকাইমা
ⓓ জাইলেম তন্তু

18➤ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৃত কোষ ?

ⓐ সীভনল
ⓑ সঙ্গী কোষ
ⓒ ফ্লোয়েম প্যারেনকাইমা
ⓓ ফ্লোয়েম তন্তু

19➤ কোন প্রক্রিয়াটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া ?

ⓐ সংবহন
ⓑ বাষ্পমোচন
ⓒ ব্যাপন
ⓓ অভিস্রবণ

20➤ বাষ্পমোচন হার বৃদ্ধি পায় বায়ুমন্ডলের ---

ⓐ আদ্রতা বৃদ্ধি পেলে
ⓑ আদ্রতা হ্রাস পেলে
ⓒ আদ্রতার কোন পরিবর্তন না হলে
ⓓ কোনোটিই নয়

21➤ বাষ্পমোচন প্রতিরোধকারী বস্তুটি হল ---

ⓐ জল
ⓑ আলো
ⓒ মোম
ⓓ খনিজ পদার্থ

22➤ কে মানব দেহের রক্ত সংবহনের অস্তিত্ব প্রথম লক্ষ্য করেন ?

ⓐ স্টার্লিং
ⓑ হারভে
ⓒ স্যারিংটন
ⓓ ডারউইন

23➤ স্বাভাবিক রক্তে রক্ত রস ও রক্তকণিকার অনুপাত কত ?

ⓐ 40:60
ⓑ 60:40
ⓒ 45:55
ⓓ 55:45

24➤ তঞ্চিত রক্ত থেকে যে হালকা হলুদ রঙের তরল নির্গত হয় তাকে বলে --

ⓐ রক্ত রস
ⓑ লসিকা
ⓒ সিরাম
ⓓ কলা রস

25➤ মানুষের রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত ?

ⓐ 1 : 700
ⓑ 70 : 1
ⓒ 700 : 1
ⓓ 1: 70

26➤ মানুষের প্রতি ঘন মিলি লিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ কত ?

ⓐ 5 লক্ষ
ⓑ 50000
ⓒ 500 লক্ষ
ⓓ 50 লক্ষ

27➤ নিচের কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা থাকে না ?

ⓐ কেঁচো
ⓑ মানুষ
ⓒ কুনোব্যাঙ
ⓓ মাছ

28➤ হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায় ?

ⓐ আরশোলা
ⓑ চিংড়ি
ⓒ কেঁচো
ⓓ কুনোব্যাঙ

29➤ রক্তের বর্ণ লাল হয় কোন রঞ্জকের উপস্থিতিতে ?

ⓐ হিমো এরিথ্রিন
ⓑ লেগ হিমোগ্লোবিন
ⓒ হিমোগ্লোবিন
ⓓ হিমোসায়ানিন

30➤ কোন রঞ্জকের উপস্থিতিতে রক্তের বর্ণ নীলাভ হয় ?

ⓐ হিমোসায়ানিন
ⓑ হিমো এরিথ্রিন
ⓒ হিমোগ্লোবিন
ⓓ কোনোটিই নয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.