Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -44

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -44

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়ঃ

➥ EducationTube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ নিম্নলিখিত কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিন অনুগঠনে প্রয়োজন ?

ⓐ পটাশিয়াম
ⓑ ম্যাগনেসিয়াম
ⓒ ক্যালসিয়াম
ⓓ লৌহ

2➤ কোন প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন পাওয়া যায় ?

ⓐ চিংড়ি
ⓑ কেঁচো
ⓒ কুনোব্যাঙ
ⓓ আরশোলা

3➤ নিম্নলিখিত শ্বেত রক্তকণিকা গুলির মধ্যে কোনটি সবচেয়ে আকারে বড় ?

ⓐ নিউট্রোফিল
ⓑ লিম্ফোসাইট
ⓒ মনোসাইট
ⓓ কোনোটিই নয়

4➤ কোন রক্তকণিকারটি হেপারিন ক্ষরণ করে?

ⓐ ইওসিনোফিল
ⓑ বেসোফিল
ⓒ নিউট্রোফিল
ⓓ মনোসাইট

5➤ হিমোলাইসিস কোন রক্তকণিকা বিদীর্ণ হলে ঘটে ?

ⓐ ইওসিনোফিল
ⓑ অনুচক্রিকা
ⓒ লোহিত রক্ত কণিকা
ⓓ বেসোফিল

6➤ নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চনে সহায়ক ?

ⓐ পটাশিয়াম
ⓑ ক্যালসিয়াম
ⓒ ম্যাগনেসিয়াম
ⓓ সোডিয়াম

7➤ রক্তের জলীয় অংশকে কি বলে ?

ⓐ কলা রস
ⓑ সিরাম
ⓒ রক্ত রস
ⓓ লসিকা

8➤ রক্ত গ্রুপ AB ও Rh (-) যুক্ত কোন ব্যক্তিকে নিচের কোন গ্রুপের রক্ত দেওয়া যাবে না ?

ⓐ O Rh(-)
ⓑ B Rh(-)
ⓒ AB Rh(+)
ⓓ A Rh(-)

9➤ হিমোগ্লোবিন কার্বন-ডাই-অক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তা হল --

ⓐ অক্সিহিমোগ্লোবিন
ⓑ কর্বমিনোহিমোগ্লোবিন
ⓒ কার্বাক্সি হিমোগ্লোবিন
ⓓ কোনোটিই নয়

10➤ লসিকা থাকে ---

ⓐ ধমনীতে
ⓑ শিরাতে
ⓒ লসিকাবাহে
ⓓ রক্ত জlলকে

11➤ হিমোসিল দেখা যায় --

ⓐ আরশোলাতে
ⓑ মানুষে
ⓒ কেঁচোতে
ⓓ কুনোব্যাঙ এ

12➤ কোন অমেরুদন্ডী প্রাণীতে বদ্ধ রক্ত সংবহন প্রথম দেখা যায় ?

ⓐ আরশোলা
ⓑ চিংড়ি
ⓒ অ্যামিবা
ⓓ কেঁচো

13➤ হৃদপিন্ডের আবরণীকে কি বলে ?

ⓐ মেনিনজেস
ⓑ প্লুরা
ⓒ ক্যাপসুল
ⓓ প্যারিকার্ডিয়াম

14➤ কোন শিরাতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় ?

ⓐ ফুসফুসীয় শিরা
ⓑ নিম্ন মহাশিরা
ⓒ ঊর্ধ্ব মহাশিরা
ⓓ রেনাল শিরা

15➤ নিম্নলিখিত কোনটি সংবহন এর গুরুত্ব ---

ⓐ পরিপোষক পরিবহন
ⓑ শ্বাসবায়ু পরিবহন
ⓒ বিপাকীয় ও সংশ্লেষিত বস্তুর পরিবহন
ⓓ সবগুলি সঠিক

16➤ শিরারক্তে স্পন্দন নেই কারণ ---

ⓐ রক্তচাপ কম
ⓑ রক্তচাপ বেশি
ⓒ গহরের ব্যাস ছোট
ⓓ কপাটিকা অনুপস্থিত

17➤ পতঙ্গদের রক্তপূর্ন গহবর কে বলে ?

ⓐ সিলোম
ⓑ হিমোসিল
ⓒ ভেন্ট্রিকল
ⓓ কোনোটিই নয়

18➤ আরশোলার হৃদপিন্ডে প্রকোষ্ঠের সংখ্যা হল ---

ⓐ 4 টি
ⓑ 7 টি
ⓒ 13 টি
ⓓ 14 টি

19➤ সাইনোভিয়াল তরল দেখা যায় ---

ⓐ হৃদপিণ্ডে
ⓑ মস্তিষ্কে
ⓒ বৃক্কে
ⓓ অস্থিসন্ধির ফাঁকা স্থানে

20➤ শ্বেত রক্তকণিকার গড় আয়ু হল ---

ⓐ 3 দিন
ⓑ 120 দিন
ⓒ 12-13 দিন
ⓓ 7-12 দিন

21➤ CO2 পরিবহনকারী রক্তকণিকাটি হল ---

ⓐ লোহিত রক্ত কণিকা
ⓑ ইওসিনোফিল
ⓒ লিম্ফোসাইট
ⓓ অনুচক্রিকা

22➤ মানুষের দ্বি- অবতল, ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন রক্তকণিকাটি হল ---

ⓐ লোহিত রক্ত কণিকা
ⓑ শ্বেত রক্তকণিকা
ⓒ অনুচক্রিকা
ⓓ কোনোটিই নয়

23➤ রক্তের শ্রেণীবিভাগের আবিষ্কারক হলেন ---

ⓐ উইলিয়াম হার্ভে
ⓑ কার্ল ল্যান্ডস্টেইনার
ⓒ হাক্সলে
ⓓ ওয়াটসন

24➤ জীবের বিপাকজাত নননাইট্রোজেনাস ক্ষতিকর পদার্থটি হল --

ⓐ কিটোনবডি
ⓑ ইউরিক অ্যাসিড
ⓒ অ্যামোনিয়া
ⓓ ইউরিয়া

25➤ মানবদেহের রিজার্ভ পেস মেকার হল --

ⓐ SA নোড
ⓑ AV নোড
ⓒ হিজের বান্ডিল
ⓓ পাকরিনজি তন্তু

26➤ মানবদেহে অপচিতি মূলক বিপাকজাত ক্ষতিকর পদার্থ উৎপন্নকারী প্রক্রিয়াকে বলে ?

ⓐ ক্ষরণ
ⓑ পাচন
ⓒ শ্বসন
ⓓ রেচন

27➤ প্রোটিন বিপাকে জীবদেহে যে নাইট্রোজেন ঘটিত বিপাকজাত পদার্থ তৈরি হয় তার অন্যতম হল ---

ⓐ CO2
ⓑ কিটোনবডি
ⓒ অ্যামোনিয়া
ⓓ কোনোটিই নয়

28➤ মানুষের মুখ্য রেচন অঙ্গ হল ---

ⓐ ফুসফুস
ⓑ বৃক্ক
ⓒ যকৃত
ⓓ লালা গ্রন্থি

29➤ মানুষের গৌণ রেচন অঙ্গের অন্যতম হল ---

ⓐ ফুসফুস
ⓑ ত্বক
ⓒ যকৃত
ⓓ সবগুলি

30➤ জীবদের একটি উদায়ী রেচন পদার্থ হল --

ⓐ ইউরিয়া
ⓑ ইউরিক অ্যাসিড
ⓒ CO2
ⓓ কোনোটিই নয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.