Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -42

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -42

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়ঃ 

➥Education Tube5m

সুপ্রিয় বন্ধুরা, 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ কুফার কোষ দেখা যায় কোথায় ?

ⓐ লালা গ্রন্থিতে
ⓑ পাকস্থলীর স্থৈলিক স্তরে
ⓒ ক্ষুদ্রান্তের স্থৈলিক স্তরে
ⓓ যকৃতের সাইনুসয়েডের প্রাচীরে

2➤ নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপন্ন হয় ?

ⓐ গ্লাইকোজেনেসিস
ⓑ গ্লাইকোজেননোলাইসিস
ⓒ গ্লাইকো্লাইসিস
ⓓ নিউগ্লোকোজেনেসিস

3➤ অপরিহার্য অ্যামাইনো এসিডের সংখ্যা হল --

ⓐ 8 টি
ⓑ 10 টি
ⓒ 12 টি
ⓓ 20 টি

4➤ মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হল --

ⓐ অগ্নাশয়
ⓑ যকৃত
ⓒ পিটুইটারি
ⓓ কোনোটিই নয়

5➤ পাচিত খাদ্য প্রধানত কোন অংশে শোষিত হয় ?

ⓐ মুখগহরে
ⓑ পাকস্থলীতে
ⓒ ক্ষুদ্রান্তে
ⓓ বৃহদন্ত্রে

6➤ ল্যাকটিয়েলস দেখা যায় ---

ⓐ পাকস্থলীর গাত্রে
ⓑ গ্রাসনালীর গাত্রে
ⓒ ক্ষুদ্রান্তের গাত্রে
ⓓ বৃহদন্তের গাত্রে

7➤ একটি উৎসেচক বিহীন পরিপাক গ্রন্থি হল ---

ⓐ লালাগ্রন্থি
ⓑ যকৃত
ⓒ অগ্নাশয়
ⓓ পাকগ্রন্থি

8➤ অন্ত: ও বহি: কোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায় কোন প্রাণীতে ?

ⓐ মানুষ
ⓑ হাইড্রা
ⓒ কেঁচো
ⓓ অ্যামিবা

9➤ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় --

ⓐ মুখবিবরে
ⓑ পাকস্থলীতে
ⓒ ডিওডেনামে
ⓓ ইলিয়ামে

10➤ কোলনের কয়টি অংশ ?

ⓐ চারটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ চার জোড়া

11➤ একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের গড় BMR কত ?

ⓐ 400 KCL
ⓑ 40 KCL
ⓒ 10 KCL
ⓓ 20 KCL

12➤ ঘুমোনোর সময় BMR এর কিরূপ পরিবর্তন হয়

ⓐ কমে
ⓑ অপরিবর্তিত থাকে
ⓒ বাড়ে
ⓓ কোনোটিই নয়

13➤ সুষম খাদ্যে শর্করা, ফ্যাট ও প্রোটিনের অনুপাত প্রায় ---

ⓐ 1:4:1
ⓑ 4:1:1
ⓒ 1:1:4
ⓓ 4:1:4

14➤ পিত্ত হল ---

ⓐ লালাগ্রন্থি নিঃসৃত রস
ⓑ পাকস্থলী নিঃসৃত রস
ⓒ যকৃত নিঃসৃত রস
ⓓ ডিওডেনাম নিঃসৃত রস

15➤ একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের উদাহরণ হল ---

ⓐ শ্বেত চন্দন
ⓑ স্বর্ণলতা
ⓒ কুমড়ো গাছ
ⓓ কোনোটিই নয়

16➤ একটি সপুষ্পক মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হল ---

ⓐ ইস্ট
ⓑ অ্যাগারিকাস
ⓒ মনোট্রপা
ⓓ পেনিসিলিয়াম

17➤ লাইকেনের মাইকোবায়েন্ট বলা হয় ---

ⓐ শৈবালকে
ⓑ ছত্রাককে
ⓒ সূর্যশিশির
ⓓ পাইনকে

18➤ কলস পত্রী উদ্ভিদ পতঙ্গ ভক্ষণ এর কারণ হল --

ⓐ লিপিডের চাহিদা পূরণ
ⓑ কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ
ⓒ N2 এর চাহিদা পূরণ
ⓓ N2 যুক্ত প্রোটিনের চাহিদা পূরণ

19➤ নিম্নলিখিত কোন প্রাণীটি সালোকসংশ্লেষে সক্ষম ?

ⓐ অ্যামিবা
ⓑ ভলভক্স
ⓒ ক্রাইসামিবা
ⓓ লাইকেন

20➤ কপ্রোফ্যাগাস পুষ্টি দেখা যায় ---

ⓐ কেঁচো
ⓑ গিনিপিগ
ⓒ উকুন
ⓓ শামুক

21➤ নিম্নলিখিত কোনটি সঙ্গুইনি ভোর প্রাণী ?

ⓐ কৃমি
ⓑ জোক
ⓒ স্ত্রীমশা
ⓓ B ও C সঠিক

22➤ পাকস্থলীর যে অংশটি ডুওডেনামের সাথে যুক্ত তা হল --

ⓐ কার্ডিয়াক প্রান্ত
ⓑ পাইলোরাস প্রান্ত
ⓒ ফান্ডাস
ⓓ গ্রাসনালী

23➤ মানুষের ক্ষুদ্রান্তের অংশ হল ---

ⓐ একটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ চারটি

24➤ মানব কোলনের অংশ হল ---

ⓐ একটি
ⓑ তিনটি
ⓒ পাঁচটি
ⓓ চারটি

25➤ মানুষের বৃহদন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়াটি যে ভিটামিনটি সংশ্লেষ করে তা হল ?

ⓐ K
ⓑ C
ⓒ B2
ⓓ A ও C সঠিক

26➤ মানুষের লালা গ্রন্থির সংখ্যা হল ---

ⓐ একজোড়া
ⓑ দুই জোড়া
ⓒ ছয়টি
ⓓ চারটি

27➤ মানুষের অন্তরে নির্দিষ্ট দূরত্ব অন্তরে যে বিশেষ সংকোচন ও শ্লথন দেখা যায় তাকে বলে --

ⓐ পেরিস্টলসিস
ⓑ রেট্রুপেরিস্টলসিস
ⓒ সেগনেন্টেশন
ⓓ আদ্র বিশ্লেষণ

28➤ প্রাণী পুষ্টিতে শোষিত সরল খাদ্য আত্তীকরণ ঘটে --

ⓐ যকৃত
ⓑ পাকস্থলী
ⓒ সারাদেহের কলাকোষ
ⓓ A ও C সঠিক

29➤ শর্করা বিপাকে সমস্যা হলে নিম্নলিখিত যে রোগটি হয় তা হল --

ⓐ মধুমেহ
ⓑ বহুমূত্র
ⓒ গলগন্ড
ⓓ উচ্চ রক্তচাপ

30➤ উদ্ভিদের জল সংবহনে সাহায্য করে --

ⓐ ফ্লোয়েম
ⓑ জাইলেম
ⓒ ধমনী
ⓓ শিরা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.