Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -41

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -41

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়ঃ

➥Education Tube5m 

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ নিচের কোনটি ভিটামিন নয় ---

ⓐ নিয়াসিন
ⓑ প্যারা অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড
ⓒ অ্যাসিটাইল কোলিন
ⓓ বায়োটিন

2➤ একগ্রাম স্নেহপদার্থের জারনে কি পরিমান তাপ শক্তি পাওয়া যায় ?

ⓐ 4.3 Kcal
ⓑ 4.1 Kcal
ⓒ 9.3 Kcal
ⓓ 3.9 Kcal

3➤ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি দ্বি শর্করা ?

ⓐ গ্লুকোজ
ⓑ গ্যালাকটোজ
ⓒ শ্বেতসার
ⓓ ল্যাকটোজ

4➤ একটি প্রাণীজ শ্বেতসার হল --

ⓐ অ্যালবুমিন
ⓑ মলটোজ
ⓒ গ্লিসারল
ⓓ গ্লাইকোজেন

5➤ অ্যালবুমিন কি জাতীয় প্রোটিন ?

ⓐ সরল প্রোটিন
ⓑ যুগ্ম প্রোটিন
ⓒ লব্ধ প্রোটিন
ⓓ কোনোটিই নয়

6➤ প্রোটিনের সরল শোষণযোগ্য রূপ হল ---

ⓐ ফ্যাটি অ্যাসিড
ⓑ গ্লুকোজ
ⓒ লিনোলেইক অ্যাসিড
ⓓ অ্যামাইনো অ্যাসিড

7➤ নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান ?

ⓐ কার্বোহাইড্রেট
ⓑ প্রোটিন
ⓒ ফ্যাট
ⓓ জল

8➤ কোনটি ট্রেস এলিমেন্ট ?

ⓐ Ca
ⓑ Fe
ⓒ Mg
ⓓ Mn

9➤ প্রোটিন বাঁচোয়া খাদ্য হল ---

ⓐ প্রোটিন
ⓑ ফ্যাট
ⓒ কার্বোহাইড্রেট
ⓓ খনিজ পদার্থ

10➤ কোনটি অতিমাত্রিক মৌল উপাদান ?

ⓐ মলিবডেনাম
ⓑ বোরন
ⓒ জিংক
ⓓ নাইট্রোজেন

11➤ আয়োডিনের অভাবে কি রোগ হয় ?

ⓐ রক্তাল্পতা
ⓑ বেরিবেরি
ⓒ ক্লোরোসিস
ⓓ গলগন্ড

12➤ প্রোটিনের মধ্যে ---- বন্ধনী দেখা যায় --

ⓐ গ্লাইকোসাইড
ⓑ এস্টার
ⓒ পেপটাইড
ⓓ হাইড্রোজেন

13➤ হিমোগ্লোবিন নিচের কোনটির উদাহরণ ?

ⓐ সরল প্রোটিন
ⓑ মেটালো প্রোটিন
ⓒ ফসফোপ্রোটিন
ⓓ লব্ধ প্রোটিনের

14➤ জলে দ্রাব্য ভিটামিন হল ---

ⓐ A
ⓑ C
ⓒ D
ⓓ E

15➤ সমরূপ বহু শর্করা ---

ⓐ গ্লুকোজ
ⓑ গ্ল্যাকটোজ
ⓒ ফ্রুকটোজ
ⓓ শ্বেতসার

16➤ নিকোটিনিক অ্যাসিড হল একটি ---

ⓐ তামাক পাতা থেকে পাওয়া বস্তু
ⓑ এক প্রকার অ্যামাইনো অ্যাসিড
ⓒ এক ধরনের হরমোন
ⓓ একপ্রকার ভিটামিন

17➤ অ্যাভিটামিনোসিস কিসের অভাবে হয় ?

ⓐ প্রোটিনের অভাবে
ⓑ উৎসেচকের অভাবে
ⓒ ভিটামিনের অভাবে
ⓓ শর্করার অভাবে

18➤ বেরিবেরি কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ প্রকাশ করে ?

ⓐ ভিটামিন B1
ⓑ ভিটামিন B2
ⓒ ভিটামিন B5
ⓓ ভিটামিন B6

19➤ আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায় ?

ⓐ A
ⓑ D
ⓒ C
ⓓ K

20➤ সালফার ব্যাকটেরিয়া হল ---

ⓐ সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া
ⓑ রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া
ⓒ মৃতজীবী ব্যাকটেরিয়া
ⓓ মিথজীবী ব্যাকটেরিয়া

21➤ চোষকমূল দেখা যায় --

ⓐ কলসপত্রীতে
ⓑ চন্দনে
ⓒ স্বর্ণলতায়
ⓓ পেনিসিলিয়ামে

22➤ সাগরকুসুমে নিম্নলিখিত কোন প্রকার পুষ্টি পদ্ধতি দেখা যায় ?

ⓐ ব্যতিহারী
ⓑ মৃতজীবীয়
ⓒ সহভোক্তা
ⓓ পরজীবীয়

23➤ নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে একমাত্র --

ⓐ ভিটামিন
ⓑ হরমোন
ⓒ উৎসেচক
ⓓ HCI

24➤ টায়ালিন থাকে ---

ⓐ পাচকরসে
ⓑ অগ্নাশয় রসে
ⓒ আন্ত্রিক রসে
ⓓ লালা রসে

25➤ উৎসেচকের প্রোটিন অংশকে কী বলে ?

ⓐ হলো এনজাইম
ⓑ কো- এনজাইম
ⓒ কো- ফ্যাক্টর
ⓓ অ্যাপো এনজাইম

26➤ একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক হল --

ⓐ অ্যামাইলেজ
ⓑ লাইপোজ
ⓒ পেপসিন
ⓓ ট্রিপসিন

27➤ লাইপোলাইটিক উৎসেচক হল --

ⓐ লাইপেজ
ⓑ সুক্রেজ
ⓒ গ্ল্যাকটেজ
ⓓ মল্টেজ

28➤ ট্রিপসিন নামক উৎসেচক থাকে ---

ⓐ লালা রসে
ⓑ পাচক রসে
ⓒ আন্ত্রিক রসে
ⓓ অগ্নাশয় রসে

29➤ মানুষের লালা গ্রন্থির সংখ্যা কত ?

ⓐ তিনটি
ⓑ দুই জোড়া
ⓒ তিন জোড়া
ⓓ চার জোড়া

30➤ নিচের কোন অংশ দ্বারা HCL নিঃসৃত হয় ?

ⓐ প্যারাইটাল কোষ
ⓑ পেপটিক কোষ
ⓒ আরজেন্টাফিন কোষ
ⓓ গবলেট কোষ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.