জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -35
ANM & GNM SPECIAL
তৃতীয় অধ্যায়ঃ
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ ফটোসিন্থেসিস শব্দটি প্রথম প্রচলন করেন বিজ্ঞানী --
ⓑ ল্যামার্ক
ⓒ বার্নেস
ⓓ অ্যারিস্টট্ল
2➤ পাতার কোন কলায় সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে ?
ⓑ ভাজক কলা
ⓒ স্থায়ী কলা
ⓓ মেসোফিল কলা
3➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সংঘটিত হয় --
ⓑ দিনের বেলায়
ⓒ কেবলমাত্র রাত্রে
ⓓ দিন ও রাত্রের সন্ধিক্ষণে
4➤ পৃথিবীতে শক্তির মূল উৎস হল --
ⓑ সূর্য
ⓒ জল
ⓓ বাতাস
5➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য আদর্শ স্থান হল উদ্ভিদের --
ⓑ কান্ড
ⓒ পাতা
ⓓ ফুল
6➤ সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষঅঙ্গাণুটি হল --
ⓑ লাইসোজোম
ⓒ মাইটোকনড্রিয়া
ⓓ গলগি বস্তু
7➤ সালোকসংশ্লেষীয় একক বলা হয় --
ⓑ রাইবোজোমকে
ⓒ কোয়ান্টোজোমকে
ⓓ স্ফিরোজোমকে
8➤ ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজনীয় মৌলটি হল --
ⓑ ম্যাগনেসিয়াম
ⓒ বোরণ
ⓓ ক্যালসিয়াম
9➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় বর্ণালীর কোন রঙ্গে ?
ⓑ সবুজ ও লাল
ⓒ লাল ও নীল
ⓓ সবুজ ও নীল
10➤ সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীটি হল --
ⓑ প্যারামেসিয়াম
ⓒ এন্টামিবা
ⓓ ক্রাইস্যামিবা
11➤ সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদটি হল --
ⓑ পেনিসিলিয়াম
ⓒ ফার্ন
ⓓ কোনোটিই নয়
12➤ শর্করা অনুর মৌলিক উপাদানগুলি হল --
ⓑ H, O, N
ⓒ C, H, N
ⓓ H, N, O
13➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হল --
ⓑ SO2
ⓒ NO2
ⓓ H2O
14➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস হল --
ⓑ SO2
ⓒ NO2
ⓓ H2O
15➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক হল --
ⓑ NADP
ⓒ পটাশিয়াম ফেরিক অক্সালেট
ⓓ PGA
16➤ সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কোন গ্যাস গ্রহণ করে ?
ⓑ নাইট্রোজেন
ⓒ জলীয় বাষ্প
ⓓ কার্বন ডাই অক্সাইড
17➤ অ্যান্টেনা রঞ্জক বলা হয় --
ⓑ সাইটোক্রোমকে
ⓒ ক্যlরোটিনয়েডস্ কে
ⓓ ক্লোরোফিল - d কে
18➤ সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ কোন গ্যাস পরিবেশে পরিত্যাগ করে ?
ⓑ নাইট্রোজেন
ⓒ জলীয় বাষ্প
ⓓ কার্বন-ডাই-অক্সাইড
19➤ সালোকসংশ্লেষের সময় আলোক শক্তি গ্লুকোজ অনুর মধ্যে আবদ্ধ হয় --
ⓑ তাপশক্তিরূপে
ⓒ স্থিতিশক্তিরূপে
ⓓ বিদ্যুৎশক্তিরূপে
20➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ উৎপাদনে জল প্রয়োজন হয় --
ⓑ 10 অনু
ⓒ 12 অনু
ⓓ 14 অনু
21➤ স্থলজ উদ্ভিদ মূল রোমের সাহায্যে যে জল শোষণ করে তা হল মাটি --
ⓑ কৌশিক জল
ⓒ জলাকর্ষি জল
ⓓ মহাকর্ষীয় জল
22➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় কাঁচামাল দুটি হল --
ⓑ সূর্যালোক ও জল
ⓒ জল ও CO2
ⓓ সূর্যালোক ও CO2
23➤ সালোকসংশ্লেষের আলোক দশায় উচ্চ শক্তি সম্পন্ন ATP প্রস্তুতিকরণকে বলে --
ⓑ অক্সিডেটিভ ফসফোরাইলেশন
ⓒ ফটোলাইসিস
ⓓ ফটোসিন্থেসিস
24➤ উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH- আয়নে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে --
ⓑ ক্রেবস চক্র
ⓒ হাইড্রোলাইসিস
ⓓ ফটোলাইসিস
25➤ এনার্জি কারেন্সি বলা হয় --
ⓑ ATP কে
ⓒ GTP কে
ⓓ AMP কে
26➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি হল --
ⓑ PGAld
ⓒ PGA
ⓓ NADP
27➤ এক অনু গ্লুকোজ উৎপাদনের জন্য CO2 প্রয়োজন --
ⓑ 12 অনু
ⓒ 3 অনু
ⓓ 10 অনু
28➤ সালোকসংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জক হল --
ⓑ ক্লোরোফিল -b
ⓒ ক্লোরোফিল -c
ⓓ ক্লোরোফিল -d
29➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি অনু গ্লুকোজে শক্তি আবদ্ধ হয় --
ⓑ 666 Kcal
ⓒ 686 Kcal
ⓓ 696 Kcal
30➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে --
ⓑ স্টার্চ রূপে
ⓒ গ্লাইকোজেন রুপে
ⓓ PGA রূপে