জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -36
ANM & GNM SPECIAL
তৃতীয় অধ্যায়ঃ
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে বোঝায় --
ⓑ অন্ধকার দশাকে
ⓒ ফটোলাইসিসকে
ⓓ গ্লাইকোলাইসিসকে
2➤ ফটোলাইসিসকে বলে --
ⓑ আলোক বিক্রিয়া
ⓒ হিল বিক্রিয়া
ⓓ কেলভিন চক্র
3➤ RuBP থেকে বিভিন্ন প্রকার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় RuBP গঠন হওয়ার পদ্ধতিকে বলে --
ⓑ ক্রেবস চক্র
ⓒ গ্লাইকোলাইসিস
ⓓ গ্লাইকোজেনেসিস
4➤ সালোকসংশ্লেষের অনুকূল উষ্ণতা হল --
ⓑ 25°C -- 37°C
ⓒ 28°C -- 40°C
ⓓ 30°C -- 45°C
5➤ কেলভিন চক্রকে বলে --
ⓑ C4 চক্র
ⓒ CAM পথ
ⓓ C3 চক্র
6➤ সালোকসংশ্লেষের আলোক দশাটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টিডের --
ⓑ অন্ত:পর্দায়
ⓒ গ্রানা অঞ্চলে
ⓓ কোনোটিই নয়
7➤ সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টিডের --
ⓑ অন্তঃপর্দায়
ⓒ গ্রানা অঞ্চলে
ⓓ স্ট্রোমা অঞ্চলে
8➤ পরিবেশ থেকে co2 হ্রাস পায় --
ⓑ পুষ্টি দ্বারা
ⓒ রেচন দ্বারা
ⓓ সালোকসংশ্লেষ দ্বারা
9➤ পরিবেশে O2 এর পরিমাণ বৃদ্ধি পায় --
ⓑ শ্বসন দ্বারা
ⓒ রেচন দ্বারা
ⓓ পুষ্টি দ্বারা
10➤ উদ্ভিদে ক্লোরোসিস ঘটে --
ⓑ ম্যাগনেসিয়াম এর অভাবে
ⓒ সোডিয়াম এর অভাবে
ⓓ পটাশিয়ামের অভাবে
11➤ সালোকসংশ্লেষের অন্ধকার দশায় co2 এর সংবন্ধন ঘটে --
ⓑ FAD দ্বারা
ⓒ NADP দ্বারা
ⓓ RuBP দ্বারা
12➤ এক অনু গ্লুকোজ তৈরির জন্য PGAId প্রয়োজন --
ⓑ 4 অনু
ⓒ 6 অনু
ⓓ 12 অনু
13➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে --
ⓑ O2 এর
ⓒ NO2 এর
ⓓ H2O এর
14➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হয় দৃশ্যমান আলোকরশ্মির --
ⓑ 450 -- 700 nm তরঙ্গ দৈর্ঘ্যে
ⓒ 420 -- 670 nm তরঙ্গ দৈর্ঘ্যে
ⓓ 460 -- 710 nm তরঙ্গ দৈর্ঘ্যে
15➤ সালোকসংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতার --
ⓑ জাইলেম কলায়
ⓒ মেসোফিল কলায়
ⓓ ফ্লোয়েম কলায়
16➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশাটি সম্পন্ন হয় --
ⓑ রাত্রি বেলায়
ⓒ গোধূলি বেলায়
ⓓ ভোর বেলায়
17➤ বায়ুতে co2 এর স্বাভাবিক পরিমাণ থেকে শতকরা কত ভাগ পর্যন্ত বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষের হার বৃদ্ধি পায় ?
ⓑ 0.1%
ⓒ 0.2%
ⓓ 0.3%
18➤ পরিবেশের O2 ও CO2 এর ভারসাম্য বজায় থাকে --
ⓑ শ্বসন ও পুষ্টি দ্বারা
ⓒ সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
ⓓ সালোকসংশ্লেষ ও পুষ্টি দ্বারা
19➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আয়ন যুক্ত ইলেকট্রন বাহকটি হল --
ⓑ প্লাস্টোসায়ানিন
ⓒ ফ্ল্যাভোপ্রোটিন
ⓓ সাইটোক্রোম
20➤ CO2 বিজারিত হয় সালোকসংশ্লেষের --
ⓑ অন্ধকার দশায়
ⓒ উভয় দশায়
ⓓ কোনো দশাতেই নয়
21➤ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নির্ভুল রাসায়নিক সমীকরণ-প্রণেতাদের একজন হলেন --
ⓑ হেলমন্ট
ⓒ রবিন হিল
ⓓ কোনোটিই নয়
22➤ উদ্ভিদের পাতায় আপতিত সূর্যালোকের শোষণ ঘটে --
ⓑ 75%
ⓒ 83%
ⓓ 15%
23➤ জলে নিমজ্জিত উদ্ভিদ সালোকসংশ্লেষের প্রয়োজনীয় CO2 গ্রহণ করে --
ⓑ পত্ররন্ধ্রের মাধ্যমে
ⓒ কিউটিকলের মাধ্যমে
ⓓ লেন্টিসেলের মাধ্যমে
24➤ এক অনু ATP-এর মধ্যে কত শক্তি সঞ্চিত হয় ?
ⓑ 6.2 Kcal
ⓒ 7.4 Kcal
ⓓ 9.3 Kcal
25➤ Rubisco একটি --
ⓑ হিল বিকারক
ⓒ খনিজ লবণ
ⓓ ভিটামিন
26➤ অপরিহার্য মৌল --
ⓑ তিন প্রকার
ⓒ চার প্রকার
ⓓ সাত প্রকার
27➤ নিম্নলিখিত গুলির মধ্যে ম্যাঙ্গানিজ হল --
ⓑ অতিমাত্রিক মৌল
ⓒ ট্রেস এলিমেন্ট
ⓓ ট্রেসার এলিমেন্ট
28➤ গাছের পাতার ক্লোরোসিসের কারণ হল --
ⓑ P এর অভাব
ⓒ Mg এর অভাব
ⓓ Ca এর অভাব
29➤ নিম্নলিখিত কোন মৌলের অভাবে নেক্রসিস রোগ হয় ?
ⓑ Na
ⓒ P
ⓓ Fe
30➤ ফুলকপির হুইপটেল রোগের কারণ হল --
ⓑ Mo এর অভাব
ⓒ B এর অভাব
ⓓ Cu এর অভাব