জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -34
ANM & GNM SPECIAL
দ্বিতীয় অধ্যায়ঃ
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ নিম্নলিখিত কোনটি আবরণী কলায় দেখা যায় না ?
ⓑ রক্তবাহ
ⓒ অন্ত: কোশীয় সংযোগ
ⓓ ভিত্তি পর্দা
2➤ নিম্নলিখিত কোন আবরণী কলার কোষগুলি অনিয়তাকার, চ্যাপ্টা ?
ⓑ ঘনকাকার
ⓒ স্কোয়ামাস
ⓓ কোনোটিই নয়
3➤ ক্ষরণে অংশগ্রহণকারী আবরণী কলাকে বলা হয় ?
ⓑ ঘনকাকার
ⓒ স্তম্ভাকার
ⓓ কোনোটিই নয়
4➤ যে গ্রন্থির ক্ষরণে গ্রন্থি কোষটি নষ্ট হয়ে যায় তাকে বলে --
ⓑ মেরোক্রাইন
ⓒ হলোক্রাইন
ⓓ মিশ্রগ্রন্থি
5➤ যোগ কলার উৎপত্তি ঘটে --
ⓑ মেসোডার্ম
ⓒ এন্ডোডার্ম
ⓓ কোনোটিই নয়
6➤ গবলেট কোষ নিম্নলিখিত কোন ধরনের গ্রন্থির উদাহরণ ?
ⓑ অ্যাপোক্রাইন
ⓒ মেরোক্রাইন
ⓓ কোনোটিই নয়
7➤ যোগ কলার যে কোষ থেকে ধাত্র ও তন্তু উৎপন্ন হয় তাকে বলে --
ⓑ মাস্ট কোষ
ⓒ প্লাজমা কোষ
ⓓ কোনোটিই নয়
8➤ সেরাটোনিন ও হেপারিন ক্ষরণকারী যোগ করার কোষ হল --
ⓑ মাস্ট কোষ
ⓒ হিস্টিওসাইট কোষ
ⓓ কোনোটিই নয়
9➤ স্নেহ পদার্থ সঞ্চয়কারী যোগকলার কোষকে বলা হয় --
ⓑ বেসোফিল কোষ
ⓒ প্লাজমা কোষ
ⓓ অ্যাডিপোসাইড কোষ
10➤ মানব দেহের একটি ভ্রাম্যমান কোষের উদাহরণ হল --
ⓑ WBC
ⓒ অনুচক্রিকা
ⓓ সবগুলি
11➤ ইলাস্টিন প্রোটিন নির্মিত পিতবর্ণের তন্তুকে বলা হয় --
ⓑ Rtticulated তন্তু
ⓒ ইলাস্টিক তন্তু
ⓓ স্নায়ুতন্তু
12➤ লিগামেন্ট গঠিত হয় যে যোগ কলা দ্বারা তা হল --
ⓑ সাদাতন্তুময়
ⓒ জালকাকার
ⓓ শিথিল যোগ কলা
13➤ হ্যাভারসিয়ান তন্তু দেখা যায় --
ⓑ স্পঞ্জি অস্থিতে
ⓒ কম্প্যাক্ট অস্থিতে
ⓓ কোনোটিই নয়
14➤ মজাগহরে উপস্থিত মুজ্জা মুলত: নিম্নলিখিত কোন যোগকলা দ্বারা গঠিত ?
ⓑ অস্থিকলা
ⓒ হিমোপয়েটিক কলা
ⓓ মিউকাস কলা
15➤ রক্ত সংবহন তন্ত্র যুক্ত অমেরুদন্ডী প্রাণীর উদাহরণ --
ⓑ কেঁচো
ⓒ আরশোলা
ⓓ কোনটি নয়
16➤ চিংড়ির রক্তের বর্ণ নীলাভ হয় কারণ --
ⓑ হিমসায়ানিন থাকে
ⓒ লেগহিমোগ্লোবিন থাকে
ⓓ কোনোটিই নয়
17➤ অস্থি পেশীর সংকোচনশীল প্রোটিনটি হল --
ⓑ গ্লোবিউলিন
ⓒ ক্রিস্টালিন
ⓓ কোনোটিই নয়
18➤ পেশী কোষের সাইটোপ্লাজমকে বলে --
ⓑ নিউরোপ্লাজম
ⓒ টোনোপ্লাজম
ⓓ সারকোপ্লাজম
19➤ হৃদপেশী অবসাদগ্রস্ত হয় না কারণ --
ⓑ ল্যাক্টিক অ্যাসিডকে ব্যবহার করে
ⓒ নি:সাড়কাল সর্বাধিক
ⓓ সবগুলোই সত্য
20➤ নিম্নলিখিত কোন পেশী কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা স্বল্প হলেও চলে ?
ⓑ সরেখ পেশি
ⓒ হৃদপেশী
ⓓ কোনোটিই নয়
21➤ নিম্নলিখিত কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় ?
ⓑ অরেখ পেশী
ⓒ হৃদপেশি
ⓓ কোনোটি নয়
22➤ স্নায়ু কোষের ক্ষুদ্র প্রবর্তক যুক্ত অংশটি হল --
ⓑ ডেনড্রাইট
ⓒ অ্যাকসন
ⓓ প্রান্তবুরুষ
23➤ মায়োলিন আবরণী যুক্ত স্নায়ু কোষকে বলে
ⓑ ননমেডুলারি নিউরন
ⓒ নিউরোগ্লিয়া
ⓓ কোনোটিই নয়
24➤ একটি নির্দিষ্ট কাজের জন্য কতকগুলি কলা সমন্বিত হয়ে যে কার্যকারী অংশটি গঠিত হয় তা হল --
ⓑ কোষ
ⓒ অঙ্গ
ⓓ কোনোটিই নয়
25➤ ঘামের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া বিনাশক পদার্থটি হল --
ⓑ CI
ⓒ লাইসোজাইম
ⓓ কোনোটিই নয়
26➤ হৃদপিন্ডের প্যারেনকাইমা কলা হল --
ⓑ মায়োকার্ডিয়াম
ⓒ রক্ত
ⓓ কোনোটিই নয়
27➤ স্পর্শ, ব্যথা, বেদনা প্রভৃতি গ্রহণকারী কোষকে বলে --
ⓑ এফেক্টর
ⓒ অ্যাডজাস্টার
ⓓ সবগুলি
28➤ ফুসফুসের আবরণীর নাম হল --
ⓑ প্লুরl
ⓒ মেনিনজেস
ⓓ কোনোটিই নয়
29➤ হৃদপিন্ডের আবরণীর নাম হল --
ⓑ পেরিকার্ডিয়াম
ⓒ মেনিনজেস
ⓓ কোনোটিই নয়
30➤ অগ্নাশয় নিঃসৃত হরমোনটি হল --
ⓑ গ্লুকাগণ
ⓒ ইনসুলিন
ⓓ কোনোটিই নয়