Add to social media group


জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -33

 জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -33

ANM & GNM SPECIAL


দ্বিতীয় অধ্যায়ঃ

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 40 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ ক্যারিওলিম্ফ দেখা যায় --

ⓐ সাইটোপ্লাজমে
ⓑ নিউক্লিয়াসে
ⓒ মাইটোকনড্রিয়াতে
ⓓ লাইসোজোমে

2➤ জীব দেহের অর্ধ- স্বনির্ভর অঙ্গাণুটি হল --

ⓐ মাইটোকনড্রিয়া
ⓑ লাইসোজোম
ⓒ রাইবোজোম
ⓓ গলগি বস্তু

3➤ মানুষের লোহিত রক্ত কণিকায় ক্রেবসচক্র অনুষ্ঠিত না হওয়ার কারণ হল --

ⓐ মাইটোকনড্রিয়া থাকে না
ⓑ নিউক্লিয়াস থাকে না
ⓒ রাইবোজোম থাকে না
ⓓ উৎসেচক থাকে না

4➤ চক্রাকার DNA নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুতে পাওয়া যায় ?

ⓐ রাইবোজোম
ⓑ নিউক্লিয়াস
ⓒ মাইটোকনড্রিয়া
ⓓ এন্ডোপ্লাজমিক জালিকা

5➤ আদ্রবিশ্লেষক উৎসেচক যুক্ত পর্দাবৃত্ত কোষ অঙ্গাণুটি হল --

ⓐ রাইবোজোম
ⓑ লাইসোজোম
ⓒ সেন্ট্রোজোম
ⓓ নিউক্লিওজোম

6➤ প্রাণী কোষের নিউক্লিয়াস সংলগ্ন সিন্টারণী গঠনযুক্ত কোষ অঙ্গাণুটি হল --

ⓐ সেন্ট্রোজোম
ⓑ সেন্ট্রিওল
ⓒ গলগি বস্তু
ⓓ নিউক্লিওলাস

7➤ কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় উপস্থিত মৌলটির নাম হল --

ⓐ ক্যালসিয়াম
ⓑ পটাশিয়াম
ⓒ সোডিয়াম
ⓓ ম্যাগনেসিয়াম

8➤ কোয়ান্টোজোম যুক্ত প্লাস্টিডটি হল --

ⓐ ক্লোরোপ্লাস্ট
ⓑ রেডোপ্লাস্ট
ⓒ অ্যামাইলোপ্লাস্ট
ⓓ কোনোটিই নয়

9➤ লাইসোজোম গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে --

ⓐ নিউক্লিয়াস
ⓑ মাইটোকনড্রিয়া
ⓒ রাইবোজোম
ⓓ এন্ডোপ্লাজমিক জালিকা

10➤ 55 S রাইবোজোম পাওয়া যায় --

ⓐ ক্লোরোপ্লাস্ট এ
ⓑ নিউক্লিয়lস এ
ⓒ নিউক্লিয় পর্দায়
ⓓ মাইটোকনড্রিয়াতে

11➤ প্রোক্যারিওটিক কোষের শ্বাস উৎসেচক যুক্ত অংশটি হল --

ⓐ মাইটোকনড্রিয়া
ⓑ গলগি বস্তু
ⓒ মেসোজোম
ⓓ রাইবোজোম

12➤ প্রোটোপ্লাজমের নামকরণ করেন --

ⓐ স্লেইডেন
ⓑ বেন্ডl
ⓒ পlরকিনজি
ⓓ কোনোটিই নয়

13➤ সর্বাপেক্ষা ক্ষুদ্র কোষ অঙ্গাণুটি হল --

ⓐ রাইবোজোম
ⓑ লাইসোজোম
ⓒ পেরক্সিজোম
ⓓ কোনোটিই নয়

14➤ পলিজোম নিম্নলিখিত কোন কাজের সাথে যুক্ত ?

ⓐ প্রোটিন সংশ্লেষণ
ⓑ ফ্যাট সংশ্লেষ
ⓒ DNA সংশ্লেষ
ⓓ কার্বোহাইড্রেট সংশ্লেষ

15➤ তৈলবীজে কোন অঙ্গাণুটি অধিক মাত্রায় থাকে ?

ⓐ গ্লাইঅক্সিজোম
ⓑ পেরিক্সিজোম
ⓒ রাইবোজোম
ⓓ কোনোটিই নয়

16➤ গলগি বস্তুর প্রাচুর্য কোন প্রাণী কোষে দেখা যায় ?

ⓐ গবলেট কোষ
ⓑ গ্রন্থি কোষ
ⓒ যকৃত কোষ
ⓓ ঐচ্ছিক পেশি

17➤ বেম গঠনে সাহায্য করে --

ⓐ রাইবোজোম
ⓑ লাইসোজোম
ⓒ মাইক্রজোম
ⓓ সেন্ট্রোজোম

18➤ গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় --

ⓐ C4 উদ্ভিদে
ⓑ C3 উদ্ভিদে
ⓒ C2 উদ্ভিদে
ⓓ হাইড্রোফাইটে

19➤ নিম্নলিখিত কোনটি একক পর্দা বেষ্ঠিত অনুষ্ঠিত কোষ অঙ্গাণু ?

ⓐ রাইবোজোম
ⓑ লাইসোজোম
ⓒ নিউক্লিয়াস
ⓓ মাইটোকনড্রিয়া

20➤ প্রাণী কোষ মধ্যস্থ লাইসোজোমগুলি ফেটে গেলে কোষটির অবস্থা ঘটবে ?

ⓐ কোষটি মারা যাবে
ⓑ কোষটির পাচনে সুবিধা হবে
ⓒ কোষটি পুনরায় নতুন লাইসোজোম তৈরি করবে
ⓓ সবগুলি সত্য

21➤ নিম্নলিখিত যেটি নিউক্লিয়াসযুক্ত তা হল --

ⓐ ট্রাকিড
ⓑ ট্রাকিয়া
ⓒ সঙ্গী কোষ
ⓓ কোনোটিই নয়

22➤ সাইটোপ্লাজমের স্বচ্ছ ও সমঘনত্বযুক্ত অংশকে বলে --

ⓐ এক্টোপ্লাজম
ⓑ এন্ডোপ্লাজম
ⓒ নিউক্লিওপ্লাজম
ⓓ হায়ালোপ্লাজম

23➤ সেন্ট্রোজোম এর আবিষ্কারক হলেন --

ⓐ ভন বেনডেন
ⓑ পlরকিনজি
ⓒ ব্রাউন
ⓓ কোনোটিই নয়

24➤ প্রোটোফিলামেন্টগুলি নিম্নলিখিত যে প্রোটিন দ্বারা গঠিত তা হল --

ⓐ গ্লোবিউলিন
ⓑ মেটালো প্রোটিন
ⓒ টিবিউলিন
ⓓ মায়োসিন

25➤ মাইক্রো ও ম্যাক্রো নিউক্লিয়াসযুক্ত একটি প্রাণী কোষ হল --

ⓐ অ্যামিবা
ⓑ প্লাজমোডিয়াম
ⓒ প্যারামেlসিয়াম
ⓓ ইউগ্লিনা

26➤ প্রাণীদেহে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হল --

ⓐ গলগি বস্তু
ⓑ সেন্ট্রোজোম
ⓒ মাইটোকনড্রিয়া
ⓓ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

27➤ জীব বিদ্যার যে শাখায় টিসু সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে --

ⓐ সেল বায়োলজি
ⓑ সাইটোলজি
ⓒ হিস্টোলজি
ⓓ প্রোটোবায়োলজি

28➤ পারণ কোষের কাজ হল --

ⓐ পত্ররন্ধ্রের দিকে CO2 পরিবহন করা
ⓑ পত্ররন্ধ্রের দিকে O2 পরিবহন করা
ⓒ পরিচক্রের দিকে জল পরিবহন করা
ⓓ সবগুলি সত্য

29➤ উদ্ভিদকে সর্বাধিক দৃড়তl প্রদানকারী কলা হল --

ⓐ জাইলেম পেরেনকাইমা
ⓑ কোলেনকাইমা
ⓒ ফ্লয়েমপ্যারেনকাইমা
ⓓ স্কেলেরেনকাইমা

30➤ নিম্নলিখিত কোনটি পার্শ্বীয় ভাজক কলা নয় ?

ⓐ নিবেশিত ভাজক কলা
ⓑ ক্যাম্বিয়ান
ⓒ ফেলোজেন
ⓓ কোনোটিই নয়

31➤ ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আসলে হল--

ⓐ গৌণ ভাজক কলা
ⓑ প্রারম্ভিক ভাজক কলা
ⓒ প্রাথমিক ভাজক কলা
ⓓ কোনোটিই নয়

32➤ এরেন কাইমা হল --

ⓐ সালোকসংশ্লেষকারী প্যারেনকাইমা
ⓑ রেচন বস্তুযুক্ত প্যারেনকাইমা
ⓒ বাতাবকাশযুক্ত প্যারেনকাইমা
ⓓ কোনোটিই নয়

33➤ বহুবর্ষজীবী উদ্ভিদে ক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় --

ⓐ স্যাপউড
ⓑ হার্টউড
ⓒ অটামউড
ⓓ স্প্রিংউড

34➤ সিভনলের সঙ্গে যুক্ত সজীব কোষটি হল --

ⓐ জাইলেম প্যারেনকাইমা
ⓑ ফ্লোয়েম প্যারেনকাইমা
ⓒ সিভাকোষ
ⓓ সঙ্গী কোষ

35➤ উন্নত উদ্ভিদে সংবহন কলার উৎপত্তি ঘটে --

ⓐ করটেক্স
ⓑ পেরিব্লেম
ⓒ আদি ক্যাম্বিয়াম
ⓓ আদি তক্ক কোষ

36➤ বর্জ্য পদার্থ যুক্ত প্যারেনকাইমা কলাকে বলে --

ⓐ ইডিওব্লাস্ট
ⓑ ক্লোরেনকাইমা
ⓒ এ্যারেনকাইমা
ⓓ প্রসেনকাইমা

37➤ নিম্নলিখিত কোনটি স্টোনসেল নামে পরিচিত ?

ⓐ জাইলেম তন্তু
ⓑ ফ্লোয়েম তন্তু
ⓒ স্কেলেরাইড
ⓓ কোনোটিই নয়

38➤ নিম্নলিখত কোন ভাজক কলাটি সবকটি তলে বিভাজিত হতে পারে ?

ⓐ মারমেরিসটেম
ⓑ প্লেটমেরিসটেম
ⓒ রিবমেরিসটেম
ⓓ সবগুলি সঠিক

39➤ নিম্নলিখিত কোনটি গৌণ ভাজক কলার উদাহরণ ?

ⓐ ইনট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম
ⓑ ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম
ⓒ ভাসকুলার ক্যাম্বিয়াম
ⓓ কোনোটিই নয়

40➤ সরল আবরণী কলার প্রকারভেদ হল --

ⓐ দুই প্রকার
ⓑ তিন প্রকার
ⓒ চার প্রকার
ⓓ পাঁচ প্রকার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.