জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -32
ANM & GNM SPECIAL
দ্বিতীয় অধ্যায়ঃ
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 50 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ একটি প্রাণিজ শ্বেতসারের উদাহরণ হল --
ⓑ ল্যাকটোজ
ⓒ গ্লাইকোজেন
ⓓ কোনোটিই নয়
2➤ কার্বনের হাইড্রেট জাতীয় যৌগ যা জীবদেহ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ --
ⓑ প্রোটিন
ⓒ ফ্যাট
ⓓ ভিটামিন
3➤ জীবদেহের কোষীয় উপাদানের মধ্যে ম্যাক্রোএলিমেন্ট এর শতকরা পরিমাণ হলো --
ⓑ 95%
ⓒ 9.5%
ⓓ 50%
4➤ নিম্নলিখিতের মধ্যে স্বল্পমাত্রিক মৌলটি হল --
ⓑ ভ্যাগাডিয়াম
ⓒ সিলিকন
ⓓ সবগুলি
5➤ একটি অবিজারনধর্মী শর্করার উদাহরণ হল --
ⓑ ফ্রুকটোজ
ⓒ সুক্রোজ
ⓓ A ও C সঠিক
6➤ ল্যাক্টোজ নামক দ্বি- সর্কারার মধ্যবর্তী মনোস্যাকারাইড গুলি হল --
ⓑ গ্লুকোজ + গ্ল্যাকটোজ
ⓒ গ্লুকোজ + ফ্রুকটোজ
ⓓ ফ্রুক্টোজ +ফ্রুকটোজ
7➤ দুটি গ্লুকোজ অনু পরস্পর যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হল --
ⓑ পেপটাইড বন্ধনী
ⓒ গ্লাইকোসাইডিক বন্ধনী
ⓓ কোনোটিই নয়
8➤ ফ্যাট অ্যাসিডের অনুর এক প্রান্তে COOH থাকলে অপর প্রান্তে থাকে --
ⓑ -- COOH
ⓒ -- NH2
ⓓ -- CH3
9➤ দ্বিযোগী ও ত্রিযোগী বন্ধনী বিহীন ফ্যাটি এসিডকে বলে --
ⓑ অপরিহার্য ফ্যাটি অ্যাসিড
ⓒ অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড
ⓓ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
10➤ একটি মিশ্র ফ্যাটের উদাহরণ হল --
ⓑ ওলেইক অ্যাসিড
ⓒ মাখন
ⓓ গ্লিসারল
11➤ তেল স্বাভাবিক মাত্রায় তরল থাকে কারণ --
ⓑ অসম্পৃক্ত ফ্যাটি এসিড সমৃদ্ধ
ⓒ আয়োডিন সংখ্যা কম
ⓓ উচ্চ গলনাঙ্কযুক্ত
12➤ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হল --
ⓑ লব্ধ লিপিড
ⓒ সরল লিপিড
ⓓ কোনোটিই নয়
13➤ খাদ্য লবণে উপস্থিত যৌগটি যা থাইরক্সিন হরমোন গঠনের সাহায্য করে -
ⓑ সোডিয়াম আয়োডাইড
ⓒ সোডিয়াম ক্লোরাইড
ⓓ সোডিয়াম ফ্লুরাইড
14➤ একটি দুর্বল ক্ষারের উদাহরণ হল --
ⓑ সোডিয়াম হাইড্রোক্সাইড
ⓒ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
ⓓ সবগুলি সঠিক
15➤ নিম্নলিখিতের মধ্যে কোনটি তীব্র অজৈব অ্যাসিড?
ⓑ H2CO3
ⓒ H2SO4
ⓓ A ও C সঠিক
16➤ মানব শরীরে পাওয়া যায় এমন একটি নিউক্লিও প্রোটিন হল --
ⓑ প্রোটামিন
ⓒ নিউক্লিন
ⓓ লিউক্লয়েড
17➤ গঠন অনুসারে পেপটোন যে ধরনের প্রোটিন তা হল -
ⓑ প্রাথমিক লব্ধ প্রোটিন
ⓒ যুগ্ম প্রোটিন
ⓓ গৌণ লব্ধ প্রোটিন
18➤ হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটির প্রকৃতি হল --
ⓑ পলিমেরিক প্রোটিন
ⓒ অসম্পূর্ণ প্রোটিন
ⓓ দ্বিতীয় শ্রেণীর প্রোটিন
19➤ বায়োপলিমার বলা হয় --
ⓑ RNA কে
ⓒ DNA ও RNA কে
ⓓ হিমোগ্লোবিনকে
20➤ RNA -এর মধ্যে উপস্থিত পিরিমিডিনগুলি হল --
ⓑ T ও U
ⓒ C ও T
ⓓ A ও G
21➤ DNA পরিমাপের একক হল --
ⓑ গ্রাম
ⓒ মিলিগ্রাম
ⓓ পিকোগ্রাম
22➤ এস্টার হল --
ⓑ গ্লিসারল ও অজৈব লবনের বিক্রিয়ায় উৎপন্ন লবণ
ⓒ কোলেস্টেরল ও HCL এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ
ⓓ কোনোটিই নয়
23➤ আবশ্যিক ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হল --
ⓑ 9 টি
ⓒ 20 টি
ⓓ 30 টি
24➤ লিনোলেনিক অ্যাসিড হল --
ⓑ অ্যামাইনো অ্যাসিড
ⓒ অপরিহার্য ফ্যাট অ্যাসিড
ⓓ ট্রাইগ্লিসারাইড
25➤ এনার্জি কারেন্সি বলা হয় --
ⓑ প্রোটিন
ⓒ ফ্যাট
ⓓ ATP
26➤ পলিস্যাকারাইড গুলি পরস্পর নিম্নলিখিত কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে ?
ⓑ হাইড্রোজেন
ⓒ পেপটাইড
ⓓ কোনোটিই নয়
27➤ সেন্ট্রালডগমা মতবাদের প্রবক্তা হলেন --
ⓑ ক্রিক
ⓒ ওয়াটসন ও ক্রিক
ⓓ খুরানা
28➤ DNA শৃঙ্খলে একটি পিউরিন ক্ষারক অপর একটি শৃঙ্খলের পিরিমিডিন ক্ষারকের সঙ্গে যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হল --
ⓑ ডাইসালফাইড বন্ধনী
ⓒ হাইড্রোজেন বন্ধনী
ⓓ কোনোটিই নয়
29➤ RNA সংশ্লেষিত হয় --
ⓑ সাইটোপ্লাজমে
ⓒ রাইবোজোমে
ⓓ ক্লোরোপ্লাস্ট এ
30➤ RNA অনুঘটক রূপে কাজ করে নিম্নলিখিতদের মধ্যে কোন ক্ষেত্রে ?
ⓑ রাইজোরিয়াস
ⓒ রাইবোজাইম
ⓓ সবগুলি সঠিক
31➤ দ্বিতন্ত্রী RNA দেখা যায় --
ⓑ TMV
ⓒ কলিফ্লাওয়ার fd
ⓓ রিওভাইরাস
32➤ নিম্নলিখিত গুলির মধ্যে কার গঠন ক্লোভার লিফের ন্যায়
ⓑ m-RNA
ⓒ r-RNA
ⓓ hn-RNA
33➤ ভিটামিন শব্দটি প্রবর্তন করেন ?
ⓑ ফ্রাঙ্কলিন
ⓒ কুন
ⓓ বুকনার
34➤ জলে দ্রাব্য ভিটামিন হল --
ⓑ B
ⓒ E
ⓓ P
35➤ জেরফথ্যালামিয়া রোগ প্রতিরোধকারী ভিটামিন হল --
ⓑ ভিটামিন - B12
ⓒ ভিটামিন - E
ⓓ ভিটামিন - A
36➤ নিকালোপিয়া হল --
ⓑ ফিনোডারমা রোগ
ⓒ টোডোস্কিন রোগ
ⓓ রাতকানা রোগ
37➤ নিম্নলিখিত কোন ভিটামিনের নাম ক্যালসিফেরল --
ⓑ ভিটামিন - D
ⓒ ভিটামিন - E
ⓓ ভিটামিন - P
38➤ টোকোফেরলের অভাবে যে রোগটি হয় তা হল --
ⓑ রক্তক্ষরণ
ⓒ বন্ধ্যাত্ব
ⓓ রাতকানা
39➤ নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে প্রোথ্রম্বিনের মাত্রা কমে যায় --
ⓑ ভিটামিন - P
ⓒ ভিটামিন - K
ⓓ ভিটামিন - D
40➤ চিলোসিস রোগ হল --
ⓑ জিভে ঘা
ⓒ গলায় ঘা
ⓓ ঠোঁট ফাটা
41➤ P-P ফেক্টর কোন ভিটামিন কে বলা হয় -
ⓑ B2
ⓒ B3
ⓓ B5
42➤ Pernicious অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবজনিত রোগ ?
ⓑ B5
ⓒ D
ⓓ B12
43➤ উৎসেচকের কো - ফ্যাক্টর রূপে কাজ করে যে মৌলটি তা হল -
ⓑ K
ⓒ Na
ⓓ P
44➤ পৃথিবীর ক্ষুদ্রতম কোষ হল --
ⓑ ব্যাকটেরিয়া
ⓒ অ্যামিবা
ⓓ ভলভক্স
45➤ দীর্ঘতম প্রাণী কোষ হল --
ⓑ স্নায়ু কোষ
ⓒ অ্যাসিটাবুলেরিয়া
ⓓ উটপাখির ডিম
46➤ কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা হলেন ?
ⓑ রবার্ট ব্রাউন
ⓒ রবিনসন
ⓓ সিঙ্গার ও নিকলসন
47➤ একক পর্দার ধারণা দেন --
ⓑ রবিনসন
ⓒ ড্যাভিসন
ⓓ নিকলসন
48➤ কোষের কোষগহ্বরকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় --
ⓑ এন্ডোপ্লাজম
ⓒ টেlনোপ্লাজম
ⓓ প্রোটোপ্লাজম
49➤ কোষের নিউক্লিয়াসের আবিষ্কার করেন --
ⓑ রবার্টসন
ⓒ রবিনসন
ⓓ রবার্ট ব্রাউন
50➤ সিনসাইটিয়াম হল --
ⓑ একক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ
ⓒ একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ
ⓓ একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ