Add to social media group


জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -31

  জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -31

ANM & GNM SPECIAL

দ্বিতীয় অধ্যায়ঃ

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ হ্যাভারসিয়ান সিস্টেম দেখা যায় --

ⓐ পক্ষীর অস্থিতে
ⓑ সমস্ত প্রাণীকুলে
ⓒ স্তন্যপায়ী প্রাণীদেহে
ⓓ সরীসৃপের দেহে

2➤ কোলাজেন হল --

ⓐ লিপিড
ⓑ শর্করা
ⓒ গ্লোবিউলার প্রোটিন
ⓓ ফাইব্রাস প্রোটিন

3➤ অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হল --

ⓐ ক্যালসিয়াম থেকে
ⓑ ম্যাগনেসিয়াম ফসফেট
ⓒ ক্যালসিয়াম কার্বনেট
ⓓ সোডিয়াম ক্লোরাইড

4➤ বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন প্রকার উদ্ভিদে দেখা যায় ?

ⓐ একবীজপত্রী উদ্ভিদ
ⓑ দ্বিবীজপত্রী উদ্ভিদ
ⓒ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী
ⓓ কোনোটিই নয়

5➤ কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির ?

ⓐ সমপার্শ্বীয়
ⓑ সমপার্শ্বীয় মুক্ত
ⓒ সমপার্শ্বীয় বদ্ধ
ⓓ সমদ্বিপার্শ্বীয় মুক্ত

6➤ কোনটি কোষ পর্দার অংশ নয় ?

ⓐ গ্লাইকোলিপিডস
ⓑ প্রোণিল
ⓒ ফসফোলিপিড
ⓓ কোলেস্টেরল

7➤ ব্যাকটেরীয় ও প্রোকেরিওটিক প্রাণীদেহে রাইবোজোমটি হল --

ⓐ 50S type
ⓑ 80S type
ⓒ 70S type
ⓓ 30S type

8➤ এদের মধ্যে কোনটির একক পর্দা আছে ?

ⓐ নিউক্লিয়াস
ⓑ কোষপ্রাচীর
ⓒ মাইট্রোকনড্রিয়া
ⓓ স্ফোরোজোম

9➤ মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে ?

ⓐ সুক্রোজ
ⓑ গ্যালাকটোজ
ⓒ ডেক্সটোজ
ⓓ মল্টোজ

10➤ কোষপ্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হল --

ⓐ লিগানিন
ⓑ কিউটিন
ⓒ সুবেরীন
ⓓ সবকটি

11➤ বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় --

ⓐ ক্লোরোপ্লাস্টিড
ⓑ ক্রোমোপ্লাস্টিড
ⓒ লিউকোপ্লাসটিড
ⓓ কোনোটিই নয়

12➤ শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে --

ⓐ ফ্যlলোপিয়ান নালী
ⓑ সেমিনিফেরাস নালী
ⓒ জরায়ু
ⓓ যোনি

13➤ মানব দেহের সুষুম্না কান্ডের থেকে নির্গত স্নায়ুর সংখ্যা হল --

ⓐ 31 টি
ⓑ 33 টি
ⓒ 33 জোড়া
ⓓ 31 জোড়া

14➤ গোনাডস্ হল --

ⓐ শুক্রাশয়
ⓑ ডিম্বাশয়
ⓒ শুক্রাশয় ও ডিম্বাশয় একত্রে
ⓓ স্তনগ্রন্থি

15➤ নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় ?

ⓐ ক্রোমোজোম
ⓑ নিউক্লিওলাস
ⓒ সাইটোপ্লাজম
ⓓ নিউক্লিয়ার এনভেলপ

16➤ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় --

ⓐ ইলেকট্রন এবং অন্যান্য প্রাথমিক কণা
ⓑ ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন
ⓒ মানুষের পাকস্থলীর অন্তর্ভাগ
ⓓ মানুষের চোখের অন্তরভাগ

17➤ প্রাণী দেহের দীর্ঘতম কোষটি হল --

ⓐ স্নায়ুকোষ
ⓑ হেপাটোসাইট
ⓒ রক্ত কোষ
ⓓ পেশী কোষ

18➤ উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি হল --

ⓐ সেলুলোজ
ⓑ সুক্রোজ
ⓒ স্টার্চ
ⓓ লিগনিন

19➤ খালি চোখে দেখা যায় এমন একটি ক্ষুদ্রাকৃতি কোষের আয়তন হল --

ⓐ 1 মাইক্রন
ⓑ 10 মাইক্রন
ⓒ 100 মাইক্রন
ⓓ 1000 মাইক্রন

20➤ মানবদেহের ওজনের কত শতাংশ জল ?

ⓐ 66
ⓑ 50
ⓒ 33
ⓓ 10

21➤ রাইবোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে --

ⓐ সালোকসংশ্লেষে
ⓑ প্রোটিন সংশ্লেষে
ⓒ লিপিড সংশ্লেষে
ⓓ শ্বসনে

22➤ পশ্চিম গঠন অনুসারে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা জটিল ?

ⓐ ব্যাকটেরিয়া
ⓑ প্রোটোজোয়া
ⓒ শৈবাল
ⓓ ছত্রাক

23➤ কোষের পূর্ণ রসস্ফিত অবস্থায় নিম্নলিখিত কোন অবস্থাটি শূন্য হবে ?

ⓐ জল বিভব
ⓑ প্রাচীর চাপ
ⓒ অভিস্রবণ চাপ
ⓓ সবগুলি

24➤ সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন --

ⓐ রবার্ট হুক
ⓑ লিউয়েন হুক
ⓒ পারকিনজি
ⓓ রবার্ট ব্রাউন

25➤ যে শাখায় কলার আণুবীক্ষণিক গঠন আলোচনা করা হয় --

ⓐ অরোলজি
ⓑ অস্টিওলজি
ⓒ হিস্টোলজি
ⓓ সেরোমোলজি

26➤ জাইলেম কলার কোষ গুলির কোষ প্রাচীরে আধিক্য দেখা যায় -

ⓐ স্টার্চ
ⓑ প্রোটিন
ⓒ লিপিড
ⓓ কোনোটিই নয়

27➤ জাইলেম কলা মূলত: যে কাজের সঙ্গে যুক্ত --

ⓐ উদ্ভিদের সালোকসংশ্লেষ
ⓑ উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন
ⓒ উদ্ভিদে তৈরি খাদ্যের সঞ্চয়
ⓓ উদ্ভিদে উৎসেচক পরিবহন

28➤ উদ্ভিদের নিম্নলিখিত কলা গুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত ?

ⓐ জাইলেম
ⓑ ফ্লোয়েম
ⓒ প্যারেনকাইমা
ⓓ হাইপোডারমিস

29➤ জীবদেহ সংগঠনের বিপাক নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অনুগুলিকে বলে ?

ⓐ জৈব অনু
ⓑ অজৈব অনু
ⓒ জীব অনু
ⓓ অতিমাত্রিক মৌলিক অনু

30➤ প্রোটিন বাঁচোয়া খাদ্য হিসেবে পরিচিত --

ⓐ শর্করা
ⓑ ল্যাকটিক অ্যাসিড
ⓒ ভিটামিন
ⓓ অ্যামাইনো এসিড

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.