Add to social media group


জীবন ও তার বৈচিত্র|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -27

 জীবন ও তার বৈচিত্র|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -27

ANM & GNM SPECIAL

প্রথম অধ্যায়ঃ 

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 50 টি লাইফ সাইন্স mcq  প্রথম অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ বিষম পৃষ্ঠ, পাতা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত উদ্ভিদের বলে --

ⓐ দ্বিবীজ পত্রী
ⓑ একবীজ পত্রী
ⓒ কলিড
ⓓ সোরাস

2➤ নোটোকর্ড যুক্ত প্রাণীদের বলা হয় --

ⓐ অকর্ডাটা
ⓑ কর্ডাটা
ⓒ অমেরুদন্ডী
ⓓ a ও c সঠিক

3➤ কোয়ানোসাইট কোষ দেখা যায় --

ⓐ অ্যামিবা
ⓑ স্পঞ্জ
ⓒ হাইড্রা
ⓓ জেলিফিশ

4➤ ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যস্তরটি হল --

ⓐ এক্টোডার্ম
ⓑ এন্ডোডার্ম
ⓒ মেসোডার্ম
ⓓ মেসোগ্লিয়া

5➤ নিমাটোসিস্ট কোষ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হল --

ⓐ গোলকৃমি
ⓑ হর্মিফোরা
ⓒ হাইড্রা
ⓓ স্পঞ্জ

6➤ ল্যাসো কোষ নিম্নলিখিত কোন প্রাণীতে দেখা যায় ?

ⓐ হাইড্রা
ⓑ জেলিফিশ
ⓒ বেরো
ⓓ নেপচুন কাপ

7➤ প্রাণীজগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হল --

ⓐ প্রোটোজুয়া
ⓑ নিডারিয়া
ⓒ পরিফেরা
ⓓ টিনোফোরা

8➤ সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে ?

ⓐ নিডারিয়া
ⓑ টিনোফোরা
ⓒ প্রোটোজোয়া
ⓓ প্লাটিহেলমিন্থেস

9➤ ছদ্মগহ্বর যুক্ত শক্ত কিউটিকল আবরনী বেষ্টিত একলিঙ্গ কৃমির উদাহরণ হল --

ⓐ গোলকৃমি
ⓑ যকৃত কৃমি
ⓒ উচেরেরিয়া
ⓓ A ও C সঠিক

10➤ প্যারাপোডিয়া নামক গমন অঙ্গ দেখা যায় --

ⓐ নেরিস্
ⓑ কেঁচো
ⓒ জোক
ⓓ সবগুলি সঠিক

11➤ নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায় --

ⓐ গোলকৃমি
ⓑ চ্যাপ্টা কৃমি
ⓒ কেঁচো
ⓓ কোনোটিই নয়

12➤ প্রাণীজগতে সর্বপ্রথম বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র দেখা যায় --

ⓐ হাইড্রা
ⓑ কেঁচো
ⓒ আরশোলা
ⓓ স্পঞ্জ

13➤ মুক্ত সংবহনতন্ত্র এ রক্ত যে দেহগহ্বরে মুক্ত হয় তার নাম হল --

ⓐ হিমোসিল
ⓑ হিমোলিম্ফ
ⓒ গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর
ⓓ সিলোম

14➤ মাংসল পদ নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ --

ⓐ জল শামুক
ⓑ স্থল শামুক
ⓒ ঝিনুক
ⓓ সবগুলি

15➤ সমুদ্রশশা কোন সর্বভুক প্রাণীর উদাহরণ ?

ⓐ মোলাস্কা
ⓑ অ্যাস্ট্রোপোডা
ⓒ কর্ডাটা
ⓓ ইকাইনোডার্মাটা

16➤ সন্ধিপদ প্রাণীদের পদগুলির মোট খন্ডক সংখ্যা হল --

ⓐ 3 টি
ⓑ 4 টি
ⓒ 5 টি
ⓓ 6 টি

17➤ সিরবক্ষ ও উদরে বিভক্ত এমন একটি সন্ধিপদ প্রাণী হল --

ⓐ মাকড়সা
ⓑ আরশোলা
ⓒ মৌমাছি
ⓓ পিঁপড়ে

18➤ নিম্নলিখিত কোন প্রাণীটির নালিপদের সাহায্যে গমন সম্পন্ন করে ?

ⓐ অ্যাস্টোরিয়া
ⓑ অক্টোপাস
ⓒ বেলানোগ্লসাস
ⓓ হাইড্রা

19➤ বেলানোগ্লসাস হল --

ⓐ হেমিকর্ডাটা
ⓑ ইউরোকর্ডাটা
ⓒ সেফালোকর্ডাটা
ⓓ কোনোটিই নয়

20➤ পৃষ্ঠদেশীয় ফাপা স্নায়ু রজ্জু পাওয়া যায় নিম্নের কোন পর্বের প্রাণীদের ?

ⓐ কর্ডাটা
ⓑ ইকাইনোডার্মাটা
ⓒ আর্থোপোডা
ⓓ মোলাস্কা

21➤ টেস্ট যুক্ত অ্যাসিডিয়া হল --

ⓐ হেমিকর্ডাটা
ⓑ ভার্টিব্রেটা
ⓒ সেফালোকর্ডাটা
ⓓ ইউরোকর্ডাটা

22➤ ইউরোকর্ডাটা উপপর্বের অপর নাম হল --

ⓐ টিউনিকেটা
ⓑ ব্রায়োজোয়া
ⓒ সাইক্লোস্টোমাটা
ⓓ অকর্ডাটা

23➤ ওরালহুড ও মায়াটোম পেশী যুক্ত একটি কর্ডাটা হল --

ⓐ আম্ফিঅক্সাস
ⓑ অ্যাসিডিয়া
ⓒ ডলিনাম
ⓓ সেকোগ্লোসাস

24➤ চোয়াল ও আঁশবিহীন এবং অন্তঃকঙ্কাল তরুণাস্থি যুক্ত এমন একটি প্রাণী হল --

ⓐ হাঙ্গর
ⓑ অ্যাসিডিয়া
ⓒ ল্যামপ্রে
ⓓ শংকর মাছ

25➤ হ্যাগফিশ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী ?

ⓐ কনড্রিকথিস
ⓑ অস্টিকথিস
ⓒ সাইক্লোস্টোমাটা
ⓓ কোনোটিই নয়

26➤ গলবিলীয় ফুলকা ছিদ্র যুক্ত একটি মাছ হল --

ⓐ হ্যাগফিশ
ⓑ লাংফিশ
ⓒ সিলভার ফিশ
ⓓ ইলেকট্রিক মাছ

27➤ প্লাকয়েড আঁশযুক্ত পটকা বিহীন একটি মাছ হল --

ⓐ রুই
ⓑ হ্যাগফিশ
ⓒ হাঙ্গর
ⓓ ল্যামপ্রে

28➤ পটকাযুক্ত সাইক্লয়েড আঁশযুক্ত মাছটি হল --

ⓐ সিঙ্গি
ⓑ রুই
ⓒ মাগুর
ⓓ কই

29➤ নখরবিহীন আঙ্গুল দেখা যায়--

ⓐ স্তন্যপায়ী
ⓑ উভচর
ⓒ পক্ষী
ⓓ সরীসৃপ

30➤ সমগ্র দেহে এপিডারমাল আঁশযুক্ত প্রাণীর উদাহরণ হল --

ⓐ পায়রা
ⓑ রুই মাছ
ⓒ গিরগিটি
ⓓ হাঁস

31➤ অবসারণী ছিদ্র আড়াআড়ি অবস্থান করে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের শ্রেণী হল --

ⓐ উভচর
ⓑ মৎস্য
ⓒ সরীসৃপ
ⓓ পক্ষী

32➤ নিম্নলিখিত কোন প্রাণীর হৃদপিন্ডে ফোরামেন অব্ পেনিজা দেখা যায় --

ⓐ কুমির
ⓑ কেউটে সাপ
ⓒ কুনোব্যাঙ
ⓓ গিরগিটি

33➤ পক্ষী শ্রেণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল --

ⓐ শীতল রস বিশিষ্ট
ⓑ শীত ঘুমে যায়
ⓒ দাঁত বিহীন চোয়াল
ⓓ সবগুলি সঠিক

34➤ ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস ও স্তনছিদ্রযুক্ত প্রাণীটি হল --

ⓐ মানুষ
ⓑ সোনা ব্যাঙ
ⓒ পায়রা
ⓓ কুমির

35➤ স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হল --

ⓐ শীতল রক্তের প্রাণী
ⓑ উষ্ণ রক্তের প্রাণী
ⓒ চোখে পেকটিন আছে
ⓓ A ও C সঠিক

36➤ কোন প্রাণীর পুরুষদের প্রেগনেন্ট মেল বলা হয় ?

ⓐ সমুদ্র শশা
ⓑ সমুদ্র ঘোড়া
ⓒ সমুদ্র লিলি
ⓓ সমুদ্র শশক

37➤ যে সমস্ত প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাদের বলে --

ⓐ পয়কিলোথার্ম
ⓑ এন্ডোথার্ম
ⓒ একটোমার্স
ⓓ হোমিওথার্ম

38➤ অর্নিথোলজিতে আলোচনা করা হয় --

ⓐ স্তন্যপায়ী
ⓑ বাদুড়
ⓒ মৎস্য
ⓓ পক্ষী

39➤ নারিকেলের ভোজ্য অংশটি হল --

ⓐ ফলত্বক
ⓑ শস্য
ⓒ বীজপত্র
ⓓ ভ্রুণ

40➤ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার ?

ⓐ প্রোগোনোফোরা
ⓑ কাইনোরিঞ্চা
ⓒ লরিসিফেরা
ⓓ টিনোফোরা

41➤ একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে --

ⓐ টালপা
ⓑ একিডনা
ⓒ টেরোপাস
ⓓ লেমুর

42➤ গ্রাব হল এর লার্ভা --

ⓐ ইনসেক্ট
ⓑ ক্রাশটেশিয়া
ⓒ বিটল
ⓓ স্পঞ্জ

43➤ একটি নাসারন্ধ্র যুক্ত প্রাণী হল --

ⓐ তিমি
ⓑ কচ্ছপ
ⓒ পাইথন
ⓓ হাঙ্গর

44➤ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মারসুপিয়াল এর উদাহরণ ?

ⓐ তিমি
ⓑ বাদুড়
ⓒ ছুঁচো
ⓓ ক্যাঙ্গারু

45➤ উপাঙ্গবিহীন উভচর প্রাণী নিম্নলিখিত কোন বর্গভূক্ত ?

ⓐ ইউরোডেলা
ⓑ অ্যানুরা
ⓒ জিমনোফিয়োনা
ⓓ কোনোটিই নয়

46➤ পাখি বাদুড় থেকে পৃথক কিসের অনুউপস্থিতিতে ?

ⓐ উষ্ণ রক্ত
ⓑ চার প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড
ⓒ শ্বাসনালী
ⓓ ডায়াফ্রাম

47➤ সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠীটি অনুপস্থিত --

ⓐ স্তন্যপায়ী
ⓑ উভচর
ⓒ সরীসৃপ
ⓓ পক্ষী

48➤ মূল, কাণ্ড ও পাতায় বিভাজিত নয় এমন উদ্ভিদ হল --

ⓐ টেরিডোফাইটা
ⓑ ব্যক্তবীজী
ⓒ গুপ্তবীজী
ⓓ শৈবাল

49➤ নিম্নের কোন প্রজাতিতে বহুরূপতা লক্ষ্য করা যায় --

ⓐ গিরগিটি
ⓑ মাকড়সা
ⓒ গরিলা
ⓓ পিঁপড়ে

50➤ কোনটি আদ্যপ্রাণী নয় --

ⓐ হাইড্রা
ⓑ ইউগ্লিনা
ⓒ অ্যামিবা
ⓓ প্যারামোসিয়াম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.