মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স May 2022
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন আমাদের সাইট এ
সাম্প্রতিক ঘটনা জেনারেল নলেজ বিষয়ে_ পশ্চিম বঙ্গস্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক,
ডব্লু. বি.সি.এস. প্রিলিমিনারি, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন, হায়ার সেকেন্ডারি গ্যাজুয়েট লেভেলের গ্রুপ - ডি, রাজ্য কলকাতা পুলিশ কনস্টেবল, পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা ওপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ question & Answer নিয়ে এসেছি।
1st May, 2022
1.আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় প্রতি বছর ১লা মে
2.ভারতের প্রথম রাজ্য হিসাবে Migration Tracking System app ডেভেলপ করলো মহারাষ্ট্র
3.তুষার চিতার সংরক্ষণের জন্য Whitley Gold Award পেলেন চারুদত্ত মিশ্র চ
4.জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য ভারতের প্রথম জিন ব্যাঙ্ক প্রোগ্রাম অনুমোদন করলো মহারাষ্ট্র প্রোগন 10
5.Crypto Gain in 2021 তালিকায় ভারতের স্থান ২১; প্রথম স্থানে রয়েছে আমেরিকা
6.Air Asia এয়ার লাইন কোম্পানির সাথে Air India-কে মার্জ করতে চলেছে টাটা গ্রুপ
7.আর্মি স্টাফের নতুন ভাইস চিফ হিসাবে নিযুক্ত হচ্ছেন বাগগাভাল্লি সোমশেখর রাজু
৪.৯০ দিন ব্যাপী ‘Azadi to Antyodaya Tak’ শিরোনামে ক্যাম্পেইন লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং
9."Not Just A Nightwatchman My Innings in the BCCI" শিরোনামে বই লিখলেন বিনোদ রাই
10.AAHAR-2022 নামে এশিয়ার সবথেকে বড়ো আন্তর্জাতিক খাদ্য মেল অনুষ্ঠিত হলো নিউ দিল্লির প্রগতি ময়দানে
2nd May, 2022
1.পেরুর সর্বোচ্চ কুটনৈতিক সম্মান দ্বারা সম্মানিত হলেন আর্দেশীর বি.কে. দুবাস
2. "Leaders, Politicians, Citizens " শিরোনামে বই লিখলেন রশিদ কিরবাই
3. Asia Pacific Head Office Rental Index 2021-এ শীর্ষস্থানে হংকং
4.সম্প্রতি অসুস্থ ও আহত গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করা হলো আসামের ডিব্রুগড়ে
5.ভারতের প্রথম জেলা হিসাবে ১০০% পরিবার প্রধানমন্ত্রী জান আরোগ্য যোজনার আওতায় এলো জম্মু-কাশ্মীরের সাংবা জেলা
6.রাজস্থানের 'Miyan Ka Bada' রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো মহেশ নগর হল্ট
7. সাম্প্রতিক asia Badmintan championship এ ভারতের পি.ভি. সিন্ধ ব্রোঞ্জের মেডেল জিতলেন
৪. শ্রীলঙ্কায় মেি কেল সহায়তা পৌঁছানোর জন্য Mission Sagar IX লঞ্চ করেছিল ইন্ডিয়ান নেভি
9.ভারতের প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হচ্ছে লাদাখের লে শহরে
10.এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে মালোকাই চ্যানেল অতিক্রম করলেন পশ্চিমবঙ্গের সায়নী দাস
3rd May, 2022
1.World Press Freedom Day পালন করা ৩রা মে; এবছরের থিম হলো“Journalism under digital siege"
2.ভারতের নতুন বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হলেন বিনয় কুমার কোয়াত্রা
3.সম্প্রতি Jio Saavn কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন সহাস মালহোত্রা
4.আমেরিকার Central Intelligence Agency(CIA)-এর প্রথম চিফ টেকনোলজি অফিসার হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচাঁদানী
5.“Dream Jab” প্রোগ্রামের জন্য বক্সার মেরিকমের সঙ্গে পার্টনারশীপ করলো Dream Sports Foundation (DSF)
6.12th Ministerial Conference of WTO আয়োজিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়
7.সম্প্রতি আমেরিকার Annual Priority Watch List-এ অন্তর্ভুক্ত হলো ভারত
৪.সম্প্রতি ইউরোপিয়ান দেশ লিথুয়ানিয়ায় নতুন মিশন শুরু করলো ভারত
9."ফিওদর" শিরোনামে বই লিখলেন পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
10.ভারত ও দক্ষিণ এশিয়ার প্রথম শহর হিসাবে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান লঞ্চ করলো মুম্বাই
4th May, 2022
1.Central Board of Direct Taxes (CBDT)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সঙ্গীতা সিং
2.পাবলিক পরিষেবা গুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে "মুখ্যমন্ত্রী মিতান যোজনা' লঞ্চ করলো ছত্তিশগড় রাজ্য সরকার
3.উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নরেশ কুমার
4.2022 World Press Freedom Index-এ ভারতের স্থান ১৫০; প্রথম স্থানে আছে নরওয়ে, দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে সুইডেন
5.Cannes Film Market-এ "Country of Honor" হবে ভারত
6.প্রথম ভারতীয় হিসাবে 2022 junior World Weightlifting Championships-এ সোনার মেডেল জিতলো হার্শাদা শরদ
7.২০০ মিটার দৌড়ে বিশ্বে দ্রুততম চতুর্থ ব্যক্তি হলেন আমেরিকান দৌড়বিদ Erriyon Knighton
৪.সম্প্রতি নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন তরুণ কাপুর
9.পশ্চিমবঙ্গকে পরাজিত করে সপ্তমবার সন্তোষ ট্রফি ২০২২ জিতলো কেরালা
10."জীবনের ডান দিক বাম দিক" শিরোনামে বই লিখলেন মনোরঞ্জন ব্যাপারী
5th May, 2022
1.সম্পূর্ণ এপ্রিল ২০২২ মাসে মোট GST সংগ্রহের পরিমাণ ১.৬৮ লক্ষ কোটি টাকা
2.সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও T-২০ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন Nicholas Pooran
3.সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সমাজ সেবী কমলা দেবী চট্টোপাধ্যায়ের নামে পেট্রোল চালিত জাহাজটির নাম "কমলা দেবী" রাখলো ইন্ডিয়ান কোস্ট গার্ড
4.2022 World Snooker Championship জিতলেন ইংল্যান্ডের Ronnie,o, Sullivan
5.সম্প্রতি IndiGo এয়ার লাইন কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ভেংকটরামাণী সুমন্ত্রণ
6.12th Hockey India Sub Junior Men National Championship শুরু হলো গোয়াতে
7.ভারতের প্রথম ইথানল প্লান্ট উদ্বোধন করা হলো বিহারের পূর্ণিয়া জেলায়
৪.ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির মেম্বার হিসাবে নিযুক্ত হলেন রাজীব রঞ্জন
9. National Rifle Association of India (NRAI)-এর দ্বারা ন্যাশনাল চিফ রাইফেল কোচ হিসাবে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের জয়দীপ কর্মকার
10.সম্প্রতি শিখদের ইতিহাসের ৩টি বই ব্যান করলো পাঞ্জাবের শিক্ষা বোর্ড
6th May, 2022
1.কমার্শিয়াল ও সরকারি ব্যবহারকারীদের থেকে নমিনাল ফি নেবে টুইটার
2.মদ্য পানীয়, জাল নোট, তামাকজাত দ্রব্য এবং অবৈধ জিনিসপত্র পরিবহনের বিরুদ্ধে "অপারেশন সতর্ক" লঞ্চ করলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স(RPF)
3.সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়ে ৪.৪০% করলো
4.8-০ গোলে Espanyol-কে পরাজিত করে 35th Spanish league title জিতলো Real Madrid
5.সম্প্রতি নিরাজ চোপড়ার হোম টাউন পানিপথে তাঁরই নামে একটি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার
6.অফিসিয়ালভাবে Amazon-এর CEO পদে নিযুক্ত হলেন অ্যান্ডি জ্যাসি
7. Federal Reserve Bank of New York-এর ডিরেক্টরস বোর্ডে নির্বাচিত হলেন IBM কোম্পানির চেয়ারম্যান ও CEO অরবিন্দ কৃষ্ণ
৪.২০২২ এপ্রিল মাসে সবথেকে বেশি GST সংগ্রহ করেছে অরুণাচলপ্রদেশ; মোট সংগ্রহের পরিমাণ ১৯৬ কোটি টাকা
9.সম্প্রতি ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেনস হার্ট হসপিটাল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
10."সুপ্রভা রায়: দি আনভ্যানকুইশড" শিরোনামে বই লিখলেন টুম্পা মুখোপাধ্যায়
7th May, 2022
1.World Athletics Day পালন করা হয় প্রতি বছর ৭ই মে
2.ভারতে প্রথম উপজাতি স্বাস্থ্য মানমন্দির(Tribal Health Observatory) তৈরি করতে চলেছে উড়িষ্যা সরকা
3.জেল বন্দীদের লোন দিতে ‘Jivhala’ স্কিম লঞ্চ করলো মহারাষ্ট্র রাজ্য সরকর
4.খাদ্য শৃংখল ও জলবায়ুর মধ্যে সম্পর্ক গবেষনার জন্য World Food Prize 2022 পেলেন নাসার সিনিয়র সাইন্টিস্ট Cynthia Rosenzwe
5.ডিসেম্বর, ২০২৪ সালে শুক্র মিশন লঞ্চ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO
6.সম্প্রতি চেন্নাইয়ের IIT Madras Research Park-এ Global Drug Development Center স্থাপন করলো Pfizer কোম্পানি
7.বিশ্বের প্রথম উদ্ভিজ্জ করোনা ভ্যাকসিন Covifenz তৈরি করেছে কানাডিয়ান কোম্পানি Medicago
৪.সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সের Director General (Inspection and Safety) পদে নিযুক্ত হলেন এয়ার মার্শাল সঞ্জীব কাপুর
9.ভারতের প্রথম Flow Chemistry Technology Hub তৈরি করা হলো হায়দ্রাবাদে
10.সম্প্রতি ৯০ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসিং কার ড্রাইভার Tony Brooks, যিনি “Racing Dentist" নামে পরিচিত ছিলেন
8th may, 2022
1. Vehicle Movement Tracking System' মোবাইল অ্যাপ লঞ্চ করলো হরিয়ানা
2.TVS Motor কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুদর্শন ভেনু
3.দশম ও দ্বাদশ শ্রেণির ৩ লক্ষ ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান করতে 'e-Adhigam' স্কিম লঞ্চ করলো হরিয়ানা
4.৮০০০ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাঁচটি পর্বত শৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা হলেন প্রিয়াঙ্কা মোহিতে
5.হরিয়ানার জন্য Khelo India Youth Games 2021-এর ম্যাসকট হলো Dhakad
6.‘Mukhyamantri Muft Sewer Connection Yojana’ লঞ্চ করলো দিল্লি সরকার
7.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতে সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে লাদাখে (১১০৪ জন) )
৪.বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ ‘White Dragon’ চালু করা হলো ভিয়েতনামে
9.গুজরাটে ৩ দিন ব্যাপী Heath Summit-এর উদ্বোধন করলেন ড. মানসুখ মান্ডভিয়া
10.Ministry of Electronics & Information Technology (MeitY)এর সেক্রেটারী পদে নিযুক্ত হলেন অলকেশ কুমার শর্মা
9th May, 2022
1.ভারতের পঞ্চম বৃহত্তম আইটি সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে পরিনত হওয়ার জন্য Mindtree কোম্পানির সাথে মার্জ হতে চলেছে L&T Infotech
2.সম্প্রতি Asian Games 2022 স্থগিত করা হলো চীনে; এটি ২০২৩ সালে পুনরায় অনুষ্ঠিত হবে
3.সম্প্রতি মহারাষ্ট্রে গ্লোবাল বিজনেস সামিট JITO Connect 2022-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
4.12th Hockey India Senior Women's National Championship শুরু হলো মধ্যপ্রদেশের ভোপালে
5.Tata Motors কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন ওম প্রকাশ ভট্ট
6.সম্প্রতি বিশাখাপত্তনমে যৌথভাবে Mobile Container Hospital-এর উদ্বোধন করলো RailTel ও WHO
7.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বিশ্বের মধ্যে সবথেকে বেশি রিয়েল টাইম লেনদেন করেছে ভারত
৪.T-2০ ক্রিকেটে সবথেকে বেশি বার ৫০ রানকারী ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার 7.
9.বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প শুরু করলো ভারত; এর জন্য বরাদ্দ ৩৬৩ কোটি টাকা
10.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রজনন হার কমে হয়েছে বর্তমানে ২%; আগে ছিল ২.২%
10th May, 2022
1.সাম্প্রতিক ঘূর্ণিঝড় "অশনি"-র নামকরণ করেছে শ্রীলঙ্কা; সিংহলী ভাষায় এর অর্থ "ক্রোধ"
2.সম্প্রতি কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য প্রথম বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মমতা ব্যানার্জি
3.উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে ভয় দেখানোর জন্য সাংবাদিক বরিয়া মজুমদারকে ২ বছরের জন্য ব্যান করলো BCCI
4.জীবনশৈলী সংক্রান্ত রোগ গুলির পরীক্ষা ও নিয়ন্ত্রণ করতে ‘Shaili App’ লঞ্চ করছে কেরালা
5.Hindustan Petroleum Corporation Ltd (HPCL)-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন পুষ্প কুমার যোশী
6.Sunway a Open Che Tournament জিতলো ভারতের গ্র্যান্ড মাস্টার ডি. গুকেশ
7.নেপালের কামী রিটা শেরপা ২৬ বার মাউন্ট এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়লেন
৪.সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন বাচিক শিল্পী পার্থ ঘোষ
9.সংস্কৃত ভাষার প্রচারের জন্য উৎকর্ষ মহোৎসব ২০২২-এর আয়োজন করলো সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি
10.সম্প্রতি প্রতিটি গ্রামে বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট সংযোগ দেওয়ার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
11th May, 2022
1.জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় প্রতি বছর ১১ই মে
2.UAE T20 League-এর ফ্র্যাঞ্চাইজি পেল আদানি গ্রুপ
3. Madrid Open 2022-এ মেন সিঙ্গেল টাইটেল জিতলেন স্পেনের টেনিস খেলোয়াড় Carlos Alcaraz
4.বার্ষিক ১০০ বিলিয়ন ডলার আয়কারী প্রথম ভারতীয় কোম্প হলো Reliance Industries
5.সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি গুণ সম্পন্ন ব্রেকফাস্ট প্রদান করতে "Breakfast Scheme" লঞ্চ করলো তামিলনাড়ু
6.Miami Grand Prix 2022 টাইটেল জিতলেন বেলজিয়াম-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen
7.Romain Rolland Book Prize 2022 জিতলো ফরাসি উপন্যাস “Meursault, contre-enquéte”-এর বাংলা অনুবাদ বই "মরস্য বিরুদ্ধসাক্ষ্য"
৪.সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্তুর বাদক শিব কুমার শর্মা
9.সম্প্রতি International Shooting Sports Federation Junior World Cup শুরু হলো জার্মানিতে
10.চরম আর্থিক সংকটের কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন Mahinda Rajapaksa
12th May, 2022
1.আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ১২ই মে; এবছরের থিম হলো-"Nurses: A Voice to Lead - Invest in Nursing and Respect Rights to Secure Global Health"
2.সম্প্রতি অযোধ্যার একটি চৌরাস্তার নাম প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের নামে রাখার ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ
3.সম্প্রতি মনিপুর রাজ্যের Poumai Naga অঞ্চলকে Drug-Free Zone হিসাবে ঘোষণা করা হলো
4.করোনা মহামারী চলাকালীন তাঁর পরিষেবার কারণে Member of the Royal Order of British Empire (MBE) সম্মান পাচ্ছেন Penlon কোম্পানির CEO গুরুস্বামী কৃষ্ণমূর্তি
5.সম্প্রতি কোস্টা রিকার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Rodrigo Chaves
6.সম্প্রতি Pulitzer Prize 2022 দ্বারা মরণোত্তর সম্মান পেলেন ভারতীয় ফটো জার্নালিস্ট দানিশ সিদ্দিকী
7.সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন Yoon Suk Yeol
৪.মেয়েদের উচ্চ শিক্ষার জন্য Ladli Laxmi Scheme 2.0 লঞ্চ করলো মধ্যপ্রদেশ
9.“The Struggle for Police Reforms in India” শিরোনামে বই লিখলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রকাশ সিং
10.সম্প্রতি খবরে থাকা রাখীগঢ়ী নামক হরপ্পা সভ্যতার নিদর্শন জায়গাটি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত
13th May, 2022
1.সম্প্রতি পরম বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত হলেন ভারতের বর্তমান সেনা প্রধান মনোজ পান্ডে
2.ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন রাজীব কুমার
3.মধু সংক্রান্ত পর্যটনের বিকাশ ঘটাতে ভারতে প্রথম "Village of Honey" হতে চলেছে মহারাষ্ট্রের মাংঘর গ্রামটি
4.৫০০০ মিটার রেসে বাহাদুর প্রসাদের ৩০ বছর আগের রেকর্ড ভেঙ্গে দিলেন অভিনাশ সবল
5.ভারতের প্রথম বায়ো গ্যাস চালিত বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশনের উদ্বোধন করা হলো মুম্বাইয়ে
6.২০২২-২৪ সালের জন্য Association of Asian Election Authorities(AAEA)-এ সভাপতিত্ব করবে ভারত
7.সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Ranil Wickremesinghe
8.12th IBA Womens World Boxing Championships শুরু হলো তুর্কির ইস্তানবুলে
9.প্রথম এশিয়ান দেশ হিসাবে NATO Cyber Defence Group-এ যোগদান করলো দক্ষিণ কোরিয়া
10.সম্প্রতি মারা গেলেন বিশ্বের সবথেকে প্রবীণ দাবা গ্র্যান্ড মাস্টার রাশিয়ার Yuri Averbakh
14th May, 2022
1.2022 Templeton Prize পেলেন আমেরিকার নোবেল জয়ী পদার্থবিদ Dr. Frank Wilczek
2.Louis Vuitton কোম্পানির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দীপিকা পাড়ুকোন
3.সম্প্রতি Air India কোম্পানির CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন Campbell Wilson
4.সম্প্রতি Royal Gold Medal 2022 দ্বারা সম্মানিত হলেন ভারতীয় আর্কিটেক্ট বালকৃষ্ণ দোশী
5.সম্প্রতি পশুপালকদের জন্য ‘Chara Bijai Scheme’ লঞ্চ করলো হরিয়ানা রাজ্য সরকার
6. প্রথম Khadi Center of Excellence-এর উদ্বোধন করা হলো নিউ দিল্লিতে 7.সম্প্রতি Maritime Anti Corruption Network (MACN)-এর ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন রাজেশ উন্নি
৪.নতুন এবং পুরানো কাস্টমারদের জন্য ‘Express Car Loan’ লঞ্চ করলো HDFC Bank
9.ভারতে প্রথম রাজ্য হিসাবে ১০ গিগা ওয়াট সোলার পাওয়ার ক্যাপাসিটি তৈরি করতে চলেছে রাজস্থান
10. Central Board of Secondary Education(CBSE)-এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিধি চিব্বার
15th May, 2022
1.আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় ১৫ই মে; এবছরের থিম হলো"Families and Urbanization."
2.সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব 3.সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত ক্রিকেটার Andrew Symonds
4.জাতি সংঘে হিন্দি ভাষার প্রোমোট করতে ৮ লক্ষ ডলার দান করলো ভারত ডলার দ
5.মনিপুরে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করতে গরীব শিক্ষার্থীদের কোচিং দেবে ইন্ডিয়ান আর্মি
6.Confederation of Indian Industry(CII)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সঞ্জীব বাজাজ
7.‘Trade nxt’ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো Union Bank of India
8.Forbes' Highest Paid Athletes 2022 তালিকায় প্রথম স্থানে রয়েছে লিওনেল মেসি; তাঁর ইনকাম ১৩০ মিলিয়ন ডলার
9.Juventus ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে Italian Cup 2022 টাইটেল জিতলো Inter Milan ক্লাব
10.2023 SEA Games হোস্ট করবে কম্বোডিয়া, ২০২৫ সালে থাইল্যান্ড, ২০২৭ সালে মালেশিয়া এবং ২০২৯ সালে হোস্ট করবে সিঙ্গাপুর
16th May, 2022
1.ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্রথমবার থমাস কাপ ২০২২ জিতলো ভারত
2.সম্প্রতি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন মানিক সাহা
3.প্রথম রাজ্য হিসাবে পুনরায় Old Pension Scheme চালু করলো ছত্তিশগড়
4.সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত(UAE)-এর পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Sheikh Mohamed bin Zayed
5."Sky Bridge 721" নামে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ চালু হলো চেক রিপাবলিকে
6.ইরাকে অনুষ্ঠিত Archery Asia Cuba Cup 2022 Stage 2-তে ভারত মোট ১৪টি মেডেল জিতলো; যার মধ্যে ৮টি সোনার, ৪টি রুপোর এবং ২টি ব্রোঞ্জের
7.সম্প্রতি "উৎকর্ষ সমারোহ" প্রোগ্রামের আয়োজন করা হলো গুজরাটে ভারুচে
৪.সম্প্রতি ৮২ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত সংস্কৃত ও হিন্দি পন্ডিত ড. রমাকান্ত শুক্লা
9.সম্প্রতি হায়দ্রাবাদে ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধন করলেন অমিত শাহ
10."Youth Tourism Club" তৈরির ঘোষণা করলো Central Board of Secondary Education (CBSE)
17th May, 2022
1.Aster Guardian Global Nursing Award পেলেন কেনিয়ার নার্স Anna Qabale Duba
2.Forbes Global 2000 Public Company 2022 তালিকায় বিশ্বে Reliance Industries-এর স্থান ৫৩; ভারতের মধ্যে স্থান প্রথম
3.2022 Italian Open-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন সার্বিয়ার Novak Djokovic এবং মহিলা বিভাগে জিতলেন পোল্যান্ডের Iga Swiatek
4.প্রথমবার থমাস কাপ জেতার জন্য ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন টিমকে ১ কোটি টাকা ক্যাশ পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর
5.ব্যবসায়ী ও ডিলারদের দ্বারা GST রেজিস্ট্রেশন তালিকায় শীর্ষ স্থানে আছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র; দ্বিতীয় স্থানে গুজরাট এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু
6.Axis Bank-এর সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো SpiceJet এয়ার লাইন কোম্পানি
7.সেপ্টেম্বর মাসে WTA - 250 Tennis Championship হোস্ট করবে চেন্নাই
৪.সম্প্রতি ‘Girl Empowerment Mission’ লঞ্চ করলো NTPC
9.Skill India International Centre তৈরি করা হবে বারাণসীতে
10.চীনকে পরাজিত করে Uber Cup 2022 জিতলো দক্ষিণ কোরিয়া
18th May, 2022
1.International Museum Day পালন করা হয় ১৮ই মে; এবছরের থিম হলো-"The Power of Museums'
2.মহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে I-League টাইটেল জিতলো গোকুলম কেরালা ফুটবল ক্লাব
3.সম্প্রতি ভারত থেকে ৫ লক্ষ টন গম আমদানি করবে ইজিপ্ট বা মিশর
4.ভারতের ৫২তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হলো রাজস্থানের রামগড় বিষধরী টাইগার রিজার্ভ
5.সম্প্রতি "ই-লার্নিং স্কিম" লঞ্চ করলো হরিয়ানা রাজ্য সরকার
6.Women's T20 Challenge Tournament-এ টাইটেল স্পন্সর হলো My11Circle কোম্পানি
7.কনিষ্ঠতম আরব এবং প্রথম সৌদি আরবীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন রাহা মহারর
৪.সম্প্রতি সোমালিয়ার ন নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন হাসান শেখ মহামুদ
9.সম্প্রতি Bank of England-এর মেম্বার হিসাবে নিযুক্ত হলেন ড. স্বাতী ধিংরা
10.বধিরদের Deaflympics 2022-এ ব্যাডমিন্টন খেলায় সোনার মেডেল জিতলো ভারতের শ্রেয়া সিংলা
19th May, 2022
1.ফ্রান্সের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন Elizabeth Bourne
2.প্রথমবার চাঁদ থেকে আনা মাটিতে চারা গাছ উৎপাদন করলো আমেরিকার গবেষকরা
3.সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সিতিকান্ত পট্টনায়েক এবং রাজীব রঞ্জন
4.US National Academy of Sciences-এ নির্বাচিত হলেন ড কমল বাওয়া
5.Larsen and Toubro Ltd(L&T) কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন এস.এন. সুব্রমনিয়ান
6.সম্প্রতি Royal Enfield মোটর কোম্পানির নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন বি. গোবিন্দরাজন
7.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জার্মানিকে অতিক্রম করে বিশ্বে চতুর্থ বৃহত্তম যানবাহন বাজার হলো ভারত; প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে আমেরিকা এবং তৃতীয় স্থানে জাপান
8.2022 Wangari Maathai Forest Champions Award জিতলেন ক্যামেরুনের পরিবেশকর্মী Cécile Ndjebet
9.প্রথম বিদেশি পর্বতারোহী হিসাবে ১৬ বার মাউন্ট এভারেস্ট জয় করলেন ব্রিটেনের Kenton Cool
10.সম্প্রতি নেপালে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন নবীন শ্রীবাস্তব
20th May, 2022
1.কর্নাটককে পরাজিত করে Hockey India Senior Senior Women's National Championship 2022 টাইটেল জিতলো উড়িষ্যা
2.IndiGo এয়ার লাইন কোম্পানির পরবর্তী CEO পদে নিযুক্ত হতে চলেছেন Pieter Elbers
3.সাম্প্রতিক সার্ভে অনুযায়ী, উত্তরাখণ্ড রাজ্যে(২৯৪টি) সবথেকে বেশি পাখি প্রজাতি লক্ষ্য করা গেছে; দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ(২৮৪টি) এবং তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশ(২৩৪টি)
4.Central Coalfields Limited-এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাম বাবু প্রসাদ
5.সম্প্রতি আনুষ্ঠানিকভাবে NATO জয়েন করার জন্য আবেদন করলো ফিনল্যান্ড এবং সুইডেন
6.রেস্টুরেন্ট রিজার্ভেশন প্ল্যাটফর্ম Dineout-কে কিনে নিল Swiggy কোম্পানি 6.রেস্টুরেন্ট রিজার্ভেশন প্ল্যাটফর্ম।
7.সম্প্রতি Cotton Council গঠনের ঘোষণা করলো কেন্দ্র; এটির চেয়ারম্যান হবেন কটন ম্যান সুরেশ ভাই কোটাক
৪.সম্প্রতি Bharti Airtel কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় ৫ বছরের জন্য নিযুক্ত হলেন গোপাল ভিত্তাল
9.Commander of the Order of the British Empire(CBE) অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন Piramal Group-এর চেয়ারম্যান অজয় পিরামল
10.“A Place Called Home” শিরোনামে নোভেল লিখলেন প্রীতি শেনয়
21st May, 2022
1.প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দিনটিকে স্মরণ করতে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় ২১শে মে
2.ইস্তানবুলে অনুষ্ঠিত Women's World Boxing Championships -এ সোনার মেডেল জিতলেন ভারতের নিখাত জারিন
3. Bombay Stock Exchange (BSE) Limited-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন এস.এস. মুদ্ৰা
4.৬৯০ কোটি টাকার বিনিময়ে Patanjali Food Business-কে কিনে নেবে Ruchi Soya কোম্পানি
5.BRICS Foreign Ministers Meeting 2022 হোস্ট করলো চীন
6.দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন অনিল বাইজাল
7.সম্প্রতি নংজরায়ন হ্রদকে ১৭তম পাখিরালয় হিসাবে ঘোষণা করলো তামিলনাড়ু
8. Top Remittance Recipient of 2021 তালিকায় প্রথম স্থানে ভারত
9.2021 Summer Deaflympics-এ ভারত মোট ১৬টি মেডেল জিতেছে; যার মধ্যে ৮টি সোনা, ১টি রূপো এবং ৭টি ব্রোঞ্জ
10.সম্প্রতি জর্ডানের সাথে ফার্টিলাইজার এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত
22nd May, 2022
1.আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয় ২২শে মে; এবছরের থিম হলো"Building a shared future for all life"
2.‘CSpace’ নামে ভারতে প্রথম রাজ্য মালিকানাধীন OTT Platform আনলো কেরালা
3.জনসাধারণের অভিযোগের প্রতিকার করতে ‘Lok Milni’ স্কিম লঞ্চ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
4.টেস্ট ক্রিকেটে ৫০০০ রান সংগ্রহকারী প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম
5.Tata Projects Ltd.-এর CEO ও MD পদে নিযুক্ত হলেন বিনায়ক পাই
6.ফ্লাইং কার এবং ড্রোনের জন্য বিশ্বে প্রথম এয়ারপোর্ট চালু করলো যুক্তরাজ্য(UK)
7.The Hardest Place' শিরোনামে বইয়ের জন্য উপরে William E. Colby Award 2022 জিতলেন লেখক এবং সাংবাদিক Wesley Morgan
৪.মাউন্ট এভারেস্টের ৮৮৩০ মিটার উচ্চতায় বিশ্বের উচ্চতম ওয়েদার স্টেশন ইনস্টল করলো National Geographic Society
9.স্পেস টেলিস্কোপের সাহায্যে বিশ্বে প্রথম বসবাসযোগ্য গ্রহের অনুসন্ধান করবে চীন
10.National Women Lagislators Conference 2022 অনুষ্ঠিত হবে কেরালার তিরুবন্তপুরমে
23rd May, 2022
1.World Turtle Day পালন করা হয় ২৩শে মে; এবছরের থিম হলো"Shellebrate"
2.সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন Anthony Albanese
3.ঝাড়খন্ডকে ২-০ গোলে পরাজিত করে 12th Hockey India Sub-Junior Women's National Championship 2022 জিতলো হরিয়ানা
4.সম্প্রতি দিল্লির Integrated Municipal Corporation-এর কমিশনার পদে নিযুক্ত হলেন জ্ঞানেশ ভারতী
5.Archery World Cup 2022 ভারতীয় পুরুষ টিম সোনার পদক জিতলো
6.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বায়ু দূষণের কারণে মৃত্যুর সংখ্যা সর্বাধিক ভারতে
7.ভারতে প্রথম দাঁতের জন্য ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করলো PNB MetLife India Insurance কোম্পানী
৪.কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে ভারতে প্রথম সফলভাবে 5G অডিও এবং ভিডিও কল টেস্ট করলো IIT Madras
9.প্রথমবার প্রফেশনাল ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টের আয়োজন করলো বাংলাদেশ
10.Paytm কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন বিজয় শেখর শর্মা
24th May, 2022
1.প্রথম বাঙালি মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন চন্দননগরের পিয়ালী বসাক
2.Infosys কোম্পানির CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন সলিল পরেখ
3.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিবেক কুমার
4. Spanish Grand Prix 2022 টাইটেল জিতলেন বেলজিয়ান-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen
5.ভারতে প্রথম রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে অগ্নি নির্বাপক পরিষেবায় দুটি রোবট অন্তর্ভুক্ত করলো দিল্লি
6. Premier League 2022 টাইটেল জিতলো Manchester City
7.গ্রামীণ অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ভারতের ১ মিলিয়ন আশা কর্মীকে সম্মান প্রদান করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)
8.CII EXCON Committed Leader Award জিতলেন অঞ্জলী পান্ডে
9.২০২২ সালে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করলো ভারতের গ্র্যান্ড মাস্টার আর. প্রজ্ঞানন্ধ
10.উত্তর বঙ্গোপসাগরে ভারতের সাথে Navy Coordinated Petrol-এর চতুর্থ সংস্করণ শুরু করলো বাংলাদেশ
25th May, 2022
1.WEF's Travel & Tourism Development Index 2021-এ ভারতের স্থান ৫৪; প্রথম স্থানে জাপান, দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে স্পেন
2.প্রথম খেলোয়াড় হিসাবে IPL-এ ৭০০টি চার মারলেন শিখর ধাওয়ান
3.দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হলেন বিনয় কুমার সাক্সেনা
4.ভারতে প্রথম রাজ্য হিসাবে স্বাস্থ্য বিভাগে ড্রোনের ব্যবহার করছে উত্তরাখণ্ড
5.2022 IBA Women's Boxing Championships-এ ভারত মোট ৩টি মেডেল জিতলো, যার মধ্যে ১টি সোনা ও ২টি ব্রোঞ্জ
6.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মহিলাদের সর্বাধিক কর্মসংস্থান প্রদানে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ
7.ভারতের কনিষ্ঠতম মেয়ে হিসাবে ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছালো মুম্বাইয়ের ১০ বছর বয়সী রিদম মামানিয়া
৪.৪০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার সাঁতারু Ariarne Titmus
9.বিশ্বে প্রথম দেশ হিসাবে মাংকি পক্স আক্রান্তদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করলো বেলজিয়াম
10.Time's 100 Most Influential People 2022 তালিকায় স্থান পেলেন ভারতের গৌতম আদানি, করুণা নন্দী এবং খুররম পারভেজ
26th May, 2022
1.World Air Power Index 2022-এ ভারতের এয়ার ফোর্সের স্থান তৃতীয়
2.রিনিউএবল এনার্জি প্রোজেক্টের জন্য Bharat Petroleum Corporation Limited-এর সাথে MoU স্বাক্ষর করলো উত্তরাখণ্ড
3.SCO-RATS Summit 2022 অনুষ্ঠিত হলো ভারতের নিউ দিল্লি শহরে
4."বঙ্গসাগর" নামে দ্বিপাক্ষিক নৌসেনা মহড়ার তৃতীয় সংস্করণ শুরু করলো বাংলাদেশ ও ভারত
5.World Health Organization(WHO)-এর ডিরেক্টর জেনারেল পদে পুনরায় নির্বাচিত হলেন Tedros Adhanom Ghebreyesus
6.বিদ্যুৎ ও শহরাঞ্চল বিকাশ সংক্রান্ত অভিযোগের সমাধান করতে ‘Sambhav’ পোর্টাল লঞ্চ করলো উত্তরপ্রদেশ
7.ভারতের গুজরাটে প্রথম রিজিওনাল অফিস খুলবে New Development Bank
8.Amazon Smbhav Entrepreneurship Challenge 2022 জিতলেন রাজস্থানের শ্রী সুভাষ ওলা
9.ভারতে প্রথম Olympic Values Education Program লঞ্চ করা হলো উড়িষ্যায়
10.JSW Group-এর নতুন CEO পদে নিযুক্ত হলেন গৌরব সাচদেবা
27th May, 2022
1.ইন্ডিয়ান আর্মি এভিয়েশন কর্পসে প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে নিযুক্ত হলেন অভিলাষা বারাক
2.নিউ দিল্লিতে ভারতের বৃহত্তম ড্রোন উৎসব উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
3.ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করলেন নারিন্দার বাত্রা
5.৭৫তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে কমিটি চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন রাজেশ ভূষণ urobdeas
4. Listen to Your Heart: The London Adventure' শিরোনামে বই লিখলেন রাস্কিন বন্ড
6.প্রথম মেট্রো সিটি হিসাবে People's Biodiversity Register রিলিজ করলো কলকাতা
7.মানামাতে অনুষ্ঠিত Bahrain Para Badminton International Championships-এ ভারত মোট ২৩টি মেডেল জিতলো; যার মধ্যে ৭টি সোনা, ৩টি রূপো এবং ১৩টি ব্রোঞ্জ
8. Vasvik Industrial Research Award 2020 জিতলেন এ. গোপালাকৃষ্ণন
9.সম্প্রতি NanoBots তৈরি করলো IISc Bangalore-এর গবেষকরা
10.Order of the British Empire (OBE) সম্মান পেলেন Rolls Royce India-র প্রেসিডেন্ট কিশোর জয়রাম
28th May, 2022
1.Twitter কোম্পানির ডিরেক্টরস বোর্ড থেকে পদত্যাগ করলেন জ্যাক ডরসি
2.সম্প্রতি শিক্ষাক্ষেত্রে 'Star of Governance-SKOCH Award' জিতলো পশ্চিমবঙ্গ
3.Tomb of Sand’ শিরোনামে উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ জিতলেন গীতাঞ্জলী শ্রী
4.2022 US PGA Championship জিতলেন আমেরি গল্ফ খেলোয়াড়
5.সম্প্রতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির উদ্বোধন করা হলো উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরে
গর্ড জিতলেন San Group of 6.' Achievers of Bengaluru' Companies-র ম্যানেজিং ডিরেক্টর ড. বিশ্ব কারিয়াপ্পা
7.গ্রিসে অনুষ্ঠিত 12th International Jumping Meeting-এ ভারতীয় লং জাম্পার মুরালি শ্রীশংকর সোনার মেডেল জিতলেন
৪.জার্মানিতে অনুষ্ঠিত ISSF Junior World Cup 2022-এ ভারত মোট ৩৩টি মেডেল জিতেছে, যার মধ্যে ১৩টি সোনা, ১৫টি রূপো এবং ৫টি ব্রোঞ্জ
9.সম্প্রতি Param Porul নামে সুপার কম্পিউটারের উদ্বোধন করা হলো NIT Tiruchirappalli-তে
10.কেরালার তিরুবন্তপূরমে প্রথম National Conference of Women Legislators উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ
29th May, 2022
1.জম্মুতে ভারতের প্রথম "ল্যাভেন্ডার উৎসব" এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
2.IBA's Athletes' Committee চেয়ারম্যান এবং ভোটিং মেম্বার হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় মহিলা বক্সার লভলিনা বর্গহাইন
3. French Riviera Film Festival-এ Excellence in Cinema Award অ্যাওয়ার্ড জিতলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী
4.গুজরাটে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্লান্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
5.লোকপালের অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে বিচারপতি প্রদীপ কুমার মোহান্তিকে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
6.সম্প্রতি তাদের প্রথম ডিজিটাল সেনসাস শুরু করবে বাংলাদেশ
7.প্রথম ক্রিপ্টো কারেন্সি কোম্পানি হিসাবে Fortune 500 List-এ জায়গা করে নিল Coinbase
৪.সম্প্রতি ৮৯ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন সাংবাদিক ও লেখক সত সোনী
9.দ্বিতীয় রাজ্য হিসাবে জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত গ্রামের Community Forest Resource (CFR) অধিকারকে অনুমোদন দিল ছত্তিশগড়
10.40th Pragati Samvad-এ সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
30th May, 2022
1. Rajasthan Royals-কে ৭ উইকেটে পরাজিত করে IPL 2022 চ্যাম্পিয়ন হলো Gujrat Titans
2.বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিসার্চ সেন্টার তৈরি করবে কুয়েত
3.অরুণাচলপ্রদেশের নতুন বানর প্রজাতির নাম রাখা হলো সেলা পাস-এর নামানুসারে
4.ভারতের শীর্ষ ট্রেডিং পার্টনার হিসাবে আমেরিকাকে অতিক্রম করলো চীন 5.সম্প্রতি ৭২ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত পাঞ্জাবি লেখিকা সুলতানা বেগম
6.রেফারিকে মারধর করার জন্য রেসলার সতেন্দর মালিককে সারাজীবন ব্যান করলো Wrestling Federation of India
7.17th Mumbai International Film Festival (MIFF)-এর ফোকাস কান্ট্রি হলো বাংলাদেশ
8. Chessable Masters 2022 শিরোপা জিতলেন চিনের দাবা খেলোয়াড় Ding Liren
9.লন্ডন কাউন্সিলে প্রথম দলিত মহিলা মেয়র হিসাবে নির্বাচিত হলেন মহিন্দার কে. মিধা
10.3rd Global Organic Expo 2022 শুরু হলো নিউ দিল্লিতে
31st May, 2022
1.বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় ৩১শে মে; এবছরের থিম হলো"Protect the environment"
2.বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে World No Tobacco Day Award 2022 জিতলো ঝাড়খণ্ড
3.উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক উদ্বোধন করা হলো জম্মুকাশ্মীরের কাঠুয়ায় I
4.সম্প্রতি বিহারের জামুই জেলায় ভারতের বৃহত্তম স্বর্ণ ভান্ডারের সন্ধান পেল Geological Survey of India no
Women's T20 Challenge 2022 টাইটেল 6.Velocity টিমকে পরাজিত করে জিতলো Supernovas টিম sa
5.RBI's Banknote Survey অনুযায়ী, গ্রাহকদের সবথেকে পছন্দের ব্যাঙ্ক নোট হলো ১০০ টাকার নোট
7.ভারতের প্রথম সেমি-হাই স্পিড ট্রেনের নাম রাখা হয়েছে গতি শক্তি, যেটি ঘণ্টায় ১৬০ কিমি বেগে চলতে সক্ষম হবে on
৪.সমস্ত স্কিম গুলির পরিষেবা প্রদান করতে Jan Samarth নামে কমন প্ল্যাটফর্ম লঞ্চ করছে কেন্দ্র
9.সম্প্রতি গুলি বিদ্ধ হয়ে প্রয়াত হলেন পাঞ্জাবি সঙ্গীত শিল্পী Sidhu Moose Wala, যার আসল নাম শুভদীপ সিং সিধু
10.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, "Work from Home" করার জন্য বিশ্বের সেরা শহর হলো সিঙ্গাপুর
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন আমাদের সাইট
শিক্ষা ও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিযুক্ত হন: