25+ পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর
১. কৃত্রিম হীরক প্রস্তুত করেছিলেন
→ক্যাভেন্ডিস
২. টেবিল সল্টের রাসায়নিক নাম
→সােডিয়াম ক্লোরাইড
৩. পদার্থ বিদ্যায় প্রথম নােবেল পান
→ রােয়েজেতা।
৪. রবার ঘন করতে ব্যবহার করা হয়
→ ভিনিগর
৫. অ্যাসিড রাখার পাত্রের নাম
→জার
৬.সিলিকন সবচেয়ে বেশি পরিমাণে থাকে »
→বালিতে
৭. মােমবাতিতে মােমের ভিতর থাকে »
হাইড্রোকার্বন
৮. পরিষ্কার করতে পারে এমন সমস্ত ক্লিনিং এজেন্টকে বলে
→ ডিটারজেন্ট
৯. সালফার সবচেয়ে বেশি পাওয়া যায়
→ আমেরিকাতে
১০. অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন
→ ল্যাভয়সিয়ে
১১. পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না → মধ্যাকর্ষণের
১২. চা তাড়াতাড়ি ঠান্ডা হয়
→ কালাে রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শােষণ ক্ষমতা বেশি)
১৩. চা দেরীতে ঠান্ডা হয়
→ সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শােষণ ক্ষমতা কম)
১৪ শব্দের গতি সবচেয়ে কম
→ বায়বীয় মাধ্যমে
১৫. তিনটি মূখ্য বর্ণ
→ লাল, সবুজও নীল
১৬.৪০ সে: তাপমাত্রায় জলের ঘনত্ব
→ সর্বোচ্চ
১৭. ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লটোনিয়াম হল তেজস্ক্রিয় পদার্থ
১৮. রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লােহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি
১৯. উন্নত ধরণের বিস্ফোরােক আবিষ্কার করে ধনী হয়েছিলেন
→ আলফ্রেড নােবেল
২০. লােহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে
→ গ্যালভানাইজিং
২১. আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
→ মরিচিকায়
২২. জল বরফে পরিণত হলে আয়তনে
→ বাড়ে
২৩. CFC বা ক্লোরােফ্লোরাে কার্বন ধ্বংস করে
→ওজন স্তর।
২৪. ডুবােজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয়
→পেরিস্কোপ
২৫. ব্যাটারি থেকে পাওয়া যায়
→ ডিসি কারেন্ট
২৬. সর্বোত্তম তড়িৎ পরিবাহক
→ তামা
২৭. ডিনামাইট আবিস্কার করেন
→ আলফ্রেড নােবেল
২৮. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট
২৯. শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে
→ সুপারসনিক বিমান
শিক্ষা ও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিযুক্ত হন: