Add to social media group


জীবন ও তার বৈচিত্র|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -26

 জীবন ও তার বৈচিত্র|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -26

ANM & GNM SPECIAL

প্রথম অধ্যায়ঃ 

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 50 টি লাইফ সাইন্স mcq  প্রথম অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন --

ⓐ ওপারিন
ⓑ হ্যালডেন
ⓒ ফক্স
ⓓ হাক্সলে

2➤ প্রোটোসেল হল --

ⓐ কোয়াসারভেট
ⓑ নগ্নজিন
ⓒ প্রোটিনয়েড
ⓓ কোয়াসারভেট ও নগ্নজিন

3➤ প্রোটোবায়োন্ট হল --

ⓐ কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিড যুক্ত অবায়ুজীবী হেটারোট্রপ
ⓑ বৃদ্ধি ও বিভাজন সক্ষম
ⓒ দ্বিস্তরীয় ও আচরণ যুক্ত
ⓓ সবগুলি সঠিক

4➤ হটস্পট ধারণার প্রবর্তক হলেন --

ⓐ মায়ারস্
ⓑ মেয়ার
ⓒ সিম্পসন
ⓓ রাইট

5➤ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে বলে --

ⓐ ইনসিটু
ⓑ এক্সসিটু
ⓒ উদ্ভিদবিদ্যা
ⓓ জু

6➤ মানুষের ছয়টি আঙ্গুল কিসের উদাহরণ ?

ⓐ বিচ্ছিন্ন প্রকরণ
ⓑ অবিচ্ছিন্ন প্রকরণ
ⓒ অভিযোজন
ⓓ প্রাকৃতিক নির্বাচন

7➤ আলফা বৈচিত্র হল --

ⓐ প্রজাতি বৈচিত্র্য
ⓑ জেনেটিক বৈচিত্র্য
ⓒ কমিউনিটি বৈচিত্র
ⓓ কোনোটিই নয়

8➤ আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হল --

ⓐ পূর্বঘাট ও পশ্চিমঘাট
ⓑ পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়
ⓒ সুন্দরবন ও কচ্ছেররন
ⓓ কেরালা

9➤ বায়োলজি শব্দের প্রবক্তা হলেন --

ⓐ ল্যামার্ক
ⓑ ওপারিন
ⓒ অ্যারিস্টোটল
ⓓ ডারউইন

10➤ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন --

ⓐ ল্যামার্ক
ⓑ হ্যালডেন
ⓒ ডারউইন
ⓓ দ্য প্রিস

11➤ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল --

ⓐ জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন
ⓑ প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন
ⓒ এন্টিবায়োটিকের উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগ
ⓓ কোনোটিই নয়

12➤ বায়োটেকনোলজির জনক হলেন --

ⓐ লুইপাস্তুর
ⓑ স্মিথ
ⓒ নরেনবlর্গ
ⓓ বিডল ও টাটুম

13➤ মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতি বিদ্যার যে শাখায় আলোচিত হয় তা হল --

ⓐ এপিয়ারি
ⓑ এপিকালচার
ⓒ সেরিকালচার
ⓓ সিলভিকালচার

14➤ কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স যখন জীব বিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের যে শাখায় গঠন করে তা হল --

ⓐ বায়োস্ট্যাটিসটিকস
ⓑ বায়োইঞ্জিনিয়ারিং
ⓒ বায়োম্যাথমেটিক্স
ⓓ বায়োনিক্স

15➤ রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখায় সৃষ্টি করেছে তা হল --

ⓐ বায়োফিজিক্স
ⓑ বায়োইনফরমেটিক্স
ⓒ বায়োজিওকেমিস্ট্রি
ⓓ বায়োকেমিস্ট্রি

16➤ উচ্চফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটি হল --

ⓐ রত্না
ⓑ জয়া
ⓒ কল্যাণ সোনা
ⓓ IR - 22

17➤ নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে ?

ⓐ গোল্ডেন রাইস
ⓑ গ্লুকোজ
ⓒ হিমোগ্লোবিন
ⓓ a ও c সঠিক

18➤ ভারতবর্ষে প্রথম জেনেটিক মডিফায়েড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় --

ⓐ Bt তুলো
ⓑ Bt বেগুন
ⓒ ফ্লাভার টমাটো
ⓓ গোল্ডেন রাইস

19➤ IR - 8, রত্না, এগুলি আসলে হল --

ⓐ উচ্চ ফলনশীল গম
ⓑ উচ্চ ফলনশীল সরিষা
ⓒ উচ্চ ফলনশীল ভুট্টা
ⓓ উচ্চ ফলনশীল ধান

20➤ এক্সপ্লান্ট হল --

ⓐ কলাকর্ষণ এ ব্যবহৃত উদ্ভিদাংশ
ⓑ নির্বীজকরণ পদ্ধতি
ⓒ সাবকালচার
ⓓ প্লান্টলেট

21➤ Bt কথার অর্থ হল --

ⓐ ব্যাসিলাস সাবটিলিস
ⓑ ব্যাকটেরিয়াল ট্রানজেনেসিস
ⓒ ব্যাসিলাস টিউবিফিক্যানস
ⓓ ব্যাসিলাস থুরিনজেনেসিস

22➤ মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় তা হল --

ⓐ ইস্ট
ⓑ ক্ল্যামাইডোমোনাস
ⓒ ক্লোরেল্লা
ⓓ স্পিরুলিনা

23➤ পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক টি হল --

ⓐ এরিথ্রোমাইসিন
ⓑ পেনিসিলিন
ⓒ ক্লোরামফেনিকল
ⓓ রিফাম্পিসিন

24➤ Taxonomy শব্দটির প্রবর্তক হলেন --

ⓐ থিওফ্ফ্রেটাস
ⓑ জনরে
ⓒ লিনিয়াস
ⓓ ক্যানডোলে

25➤ লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন --

ⓐ থিওফ্রেটাস
ⓑ অ্যারিস্টোটল
ⓒ মায়ারস্
ⓓ বেনথাম ও হুকার

26➤ হিস্টোরিয়া প্লান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন --

ⓐ থিওফ্রেটাস
ⓑ অ্যারিস্টোটল
ⓒ এল্ডার
ⓓ লিনিয়াস

27➤ সিস্টেমা নাচুরির রচয়িতা হলেন --

ⓐ সিম্পসন
ⓑ বেন্থাম
ⓒ লিনিয়াস
ⓓ হুকার

28➤ স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন --

ⓐ হুকার
ⓑ থিওফ্রেটাস
ⓒ লিনিয়াস
ⓓ মেয়ার

29➤ কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় --

ⓐ নামকরণ
ⓑ শ্রেণীবিন্যাস
ⓒ সনাক্তকরণ
ⓓ বৈশিষ্ট্যlয়ন

30➤ শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা হল --

ⓐ জীবের পারস্পারিক সম্পর্ক নির্ণয়
ⓑ হারানো যোগসূত্রের সন্ধান
ⓒ বিবর্তনের পথের সন্ধান
ⓓ উপরের সবগুলি প্রযোজ্য

31➤ দ্বিপদ নামকরণের জনক হলেন --

ⓐ ল্যামার্ক
ⓑ লিনিয়াস
ⓒ সিম্পসন
ⓓ বেন্থাম

32➤ ট্যাক্সন হল --

ⓐ শ্রেণিবিন্যাসের একক
ⓑ সিস্টেমেটিক্স এর একক
ⓒ ক্যাটেগরির একক
ⓓ কোনোটিই নয়

33➤ লিনিয়ান হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা হল --

ⓐ পাঁচ
ⓑ ছয়
ⓒ সাত
ⓓ নয়

34➤ ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হল --

ⓐ পর্ব
ⓑ গোত্র
ⓒ শ্রেণী
ⓓ প্রজাতি

35➤ প্রজাতি হল --

ⓐ একে প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত
ⓑ প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে
ⓒ ভিন্ন প্রজাতির জীবের প্রকৃতিতে প্রজনন করে না
ⓓ সবগুলি সঠিক

36➤ জীবজগতে পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস করেন --

ⓐ লিনিয়াস
ⓑ হুইটেকার
ⓒ হাক্সলে
ⓓ বেন্থাম

37➤ স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন --

ⓐ জনরে
ⓑ লিনিয়াস
ⓒ হুকার
ⓓ এনজলার

38➤ উদ্ভিদবিদ্যার জনক হলেন --

ⓐ থিওফ্রেটাস
ⓑ অ্যারিস্টোটল
ⓒ মায়ার
ⓓ ল্যামার্ক

39➤ মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত ?

ⓐ প্রোটিস্টা
ⓑ মোনেরা
ⓒ ফাঙ্গি
ⓓ অ্যানিমালিয়া

40➤ উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল --

ⓐ ICZN
ⓑ IUCN
ⓒ ICBN
ⓓ কোনোটিই নয়

41➤ এগারিকাস নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করে ?

ⓐ প্ল্যানটি
ⓑ ফানজি
ⓒ প্রোটিস্টা
ⓓ মোনেরো

42➤ কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মৃতজীবী প্রকৃতির এমন একটি জীব হল --

ⓐ প্লাজমোডিয়াম
ⓑ ইস্ট
ⓒ ই . কোলাই
ⓓ অ্যামিবা

43➤ উদ্ভিদজগতের রত্ন নামে পরিচিত হল --

ⓐ রিকেটসিয়া
ⓑ ব্যাকটেরিয়া
ⓒ সায়ানোব্যাকটেরিয়া
ⓓ ডায়াটম

44➤ কেলপ হল --

ⓐ লোহিত শৈবাল
ⓑ দৈত্যাকার বাদামী শৈবাল
ⓒ নীলাভ সবুজ শৈবাল
ⓓ জিগনেমা

45➤ উদ্ভিদজগতের উভচর বলা হয় --

ⓐ শৈবাল
ⓑ মস
ⓒ ফার্ন
ⓓ ব্যক্তবীজী

46➤ ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল --

ⓐ শৈবাল
ⓑ ব্রায়োফাইট
ⓒ ছত্রাক
ⓓ টেরিডোফাইট

47➤ উদ্ভিদজগতের ভাস্কুলার ক্রিস্টো গ্যামস বলা হয় --

ⓐ টেরিডোফাইটা
ⓑ ব্রায়োফাইটা
ⓒ ছত্রাক
ⓓ ব্যাকটেরিয়া

48➤ সংবহন কলা বিহীন একটি লিভারওয়াট হল --

ⓐ লেমিনেরিয়া
ⓑ পেনিসিলিয়াম
ⓒ মারসিলিয়া
ⓓ রিকসিয়া

49➤ অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল --

ⓐ লাইকোপোডিয়াম
ⓑ মারসিলিয়া
ⓒ নিটাম
ⓓ মার্কনশিয়া

50➤ আবরণী বিজযুক্ত উদ্ভিদের বলে --

ⓐ ফাংগি
ⓑ অ্যানজিওস্পার্ম
ⓒ জিম্নস্পার্ম
ⓓ কোনোটিই নয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.