পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ || জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -23
ANM & GNM SPECIAl
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq পঞ্চম অধয়ের কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ N2 সংবন্ধনের মাত্রা 80Tg, এখানে Tg হল --
ⓑ টেরাগ্রাম
ⓒ টোনোগ্রাম
ⓓ টেট্রাগ্রাম
2➤ বাতাসে ভাসমান যে সব কণার আকার 1um এর কম তাদের বলে --
ⓑ সাসপেন্ডেড পার্টিকুলেট মেটার
ⓒ ধোঁয়াশা
ⓓ কোনোটিই নয়
3➤ ইউট্রোফিকেশন এর মূখ্য কারণ হল --
ⓑ জলজ উদ্ভিদের বৃদ্ধি
ⓒ আণুবীক্ষণিক জীবের বৃদ্ধি
ⓓ উষ্ণতার তারতম্য
4➤ বায়ুদূষণ প্রতিকার ও নিয়ন্ত্রণ আইন কার্যকরী বছরটি হল --
ⓑ 1981
ⓒ 1985
ⓓ 1995
5➤ ব্লুবেবি সিনড্রোম এর কারণ হল --
ⓑ পানীয় জলে আর্সেনিকের অভাব
ⓒ বাতাসে CO2 এর মাত্রা বৃদ্ধি
ⓓ খাদ্যে আয়োডিনের অভাব
6➤ অম্লবৃষ্টির প্রধান কারণ হল --
ⓑ NO2
ⓒ SO2
ⓓ Mno4
7➤ অ্যাসিড বৃষ্টি প্রধানত নিম্নের কিসের মিশ্রণ ?
ⓑ CO2 ও জলীয় বাষ্প
ⓒ CO2 ও N2O
ⓓ SO2 ও NO2
8➤ খাদ্য সংরক্ষণে রেফ্রিজারেটlর সাহায্য করে --
ⓑ জৈব রাসায়নিক বিক্রিয়া গুলির হার হ্রাস করে
ⓒ খাদ্যের উপর বরফের আস্তরনে সাহায্য করে
ⓓ উৎসেচক বিক্রিয়া বন্ধ করে
9➤ নাইট্রোজেন সংবন্ধন মানে হল --
ⓑ বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উপযোগী বস্তুতে পরিবর্তন
ⓒ বাতাস থেকে নাইট্রোজেন প্রস্তুতি
ⓓ নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড পরিবর্তন করে
10➤ পপুলেশনের সংখ্যার স্থায়ী হ্রাস ঘটে এই কারণে --
ⓑ নেটালিটি
ⓒ ইমিগ্রেশন
ⓓ মর্টালিটি
11➤ নিম্নলিখিত কোনটি ফুসফুসের সেত ক্যান্সারের জন্য দায়ী ?
ⓑ লেড
ⓒ মার্কারি
ⓓ কোনোটিই নয়
12➤ লেড জৈব সংশ্লেষে বাধা দেয় --
ⓑ মায়োগ্লোবিন
ⓒ হিমোগ্লোবিন
ⓓ ওসেইন
13➤ ওজোন স্তরের হ্রাস বৃদ্ধি করে --
ⓑ ফুসফুস ক্যান্সার
ⓒ ত্বক ক্যান্সার
ⓓ ব্রেন ক্যান্সার
14➤ মিনামাটা রোগ কোন ধাতুর সংস্পর্শে ঘটে ?
ⓑ লেড ( সিসা )
ⓒ কপার ( তামা )
ⓓ মার্কারি ( পারদ )
15➤ এন্ডেlমিক উদ্ভিদ তারা যারা জন্মায় --
ⓑ ছায়াঘন অঞ্চলে
ⓒ অন্য উদ্ভিদের উপর
ⓓ সীমিত ভৌগলিক অঞ্চলে
16➤ শস্যযুক্ত উদ্ভিদে ডি. ডি. টি স্প্রে করলে দূষণ সৃষ্টি করে --
ⓑ কেবলমাত্র বাতাস ও মাটি
ⓒ কেবলমাত্র বাতাস, মাটি ও জল
ⓓ কেবলমাত্র বাতাস
17➤ নির্দিষ্ট জীবের সমগ্র ভর অথবা একটি নির্দিষ্ট ক্ষেত্রে জীবের ভরকে বলে --
ⓑ বায়োমাস
ⓒ বায়োমার্কার
ⓓ বায়োসেন্সর
18➤ আন্টার্টিকায় ওজন হ্রাস এর কারণ এর উৎপাদন --
ⓑ সালফার ডাই অক্সাইড
ⓒ ফ্রিয়ন
ⓓ ক্লোরিন নাইট্রেট
19➤ নিম্নলিখিত কোনটি এন্ডেমিক উদ্ভিদ ?
ⓑ এলুসাইন কোরাকানা
ⓒ ফোনেইক্স পালুডোসা
ⓓ ফাইদা কেলিসিনা
20➤ গ্রীন হাউস প্রভাব এর কারণ পরিবেশে যৌগের এই অতিরিক্ত মাত্রায় সংযোজন --
ⓑ এমোনিয়া
ⓒ জলীয় বাষ্প
ⓓ ভাসমান কনা
21➤ ভারতের সিডিউলlর বন্যপ্রাণী সংরক্ষণ মতে রাইনোসেরস ইন্ডিকা হল ----
ⓑ সিডিউল II
ⓒ সিডিউল III
ⓓ কোনোটিই নয়
22➤ নিম্নলিখিত চারটি বস্তুর মধ্যে কোনটি গ্রীন হাউস প্রভাব এর জন্য বেশি দায়ী ?
ⓑ হাইড্রোজেন ফুয়োরাইড
ⓒ কার্বন মনোক্সাইড
ⓓ সালফার ডাই অক্সাইড
23➤ পৃথিবীর বৃহত্তম নাইট্রোজেন ভান্ডার হল --
ⓑ বাতাস
ⓒ সমুদ্র
ⓓ পাথর