জীবন ও তার বৈচিত্র|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -24
ANM & GNM SPECIAL
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq প্রথম অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ কোনটি প্রোটোজোয়া নয় ?
ⓑ ইউগ্লিনা
ⓒ অ্যামিবা
ⓓ প্যারামেসিয়াম
2➤ পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত ?
ⓑ আর্থোপোডা
ⓒ সিলেনটেরাটা
ⓓ ক্রাস্টেসিয়া
3➤ পতঙ্গদের আছে --
ⓑ তিনজোড়া পা
ⓒ চারজোড়া পা
ⓓ একজোড়া পা
4➤ সামুদ্রিক অশ্ব একটি --
ⓑ মোলাস্কা বা কম্বোজ
ⓒ কনড্রিকথিস বা ইলাসমোব্রlঙ্কি
ⓓ ম্যামেলিয়া বা স্তন্যপায়ী
5➤ হারবেরিয়াম হল --
ⓑ জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা
ⓒ মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা
ⓓ জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা
6➤ এদের মধ্যে কোনটি তরুণাস্থি যুক্ত মাছ ?
ⓑ ডগ ফিস
ⓒ ক্রে ফিস
ⓓ স্টার ফিস
7➤ 'Herbarium of Forest Research Institute 'কোথায় অবস্থিত ?
ⓑ দেরাদুন
ⓒ লখনৌ
ⓓ মুম্বাই
8➤ কোন প্রাণীকে 'ডেভিল মাছ' বলে ?
ⓑ হাঙ্গর
ⓒ অক্টোপাস
ⓓ ডলফিন
9➤ নেথ্যাস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত ?
ⓑ পরিফেরা
ⓒ সিলেন্টারেটা
ⓓ কর্ডাটা
10➤ গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয় ?
ⓑ ল্যাকটোজ
ⓒ রাইবোফ্লাভিন
ⓓ রাইবুলোজ
11➤ রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায় ?
ⓑ পিঁপড়ে
ⓒ চিংড়ি
ⓓ রুই মাছ
12➤ ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত ---
ⓑ নামকরণ
ⓒ শ্রেণীবিভাগ
ⓓ সবকটি
13➤ অ্যাসকারিস এর দেহ গহ্বর কে বলা হয় --
ⓑ হিমোসিলোম
ⓒ সিউডোসিলোম
ⓓ কোনোটিই নয়
14➤ আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না ?
ⓑ সাইকাস
ⓒ নিটাম
ⓓ গিংগো
15➤ রিকসিয়া হল একটি --
ⓑ ফার্ন
ⓒ শৈবাল
ⓓ মস
16➤ ভারতের বৃহত্তম ' Central National Herbarium' কোথায় অবস্থিত
ⓑ হাওড়া
ⓒ চেন্নাই
ⓓ কটক
17➤ Arthur cronquistএর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের ?
ⓑ কৃত্রিম
ⓒ ফাইলোজেনেটিক
ⓓ প্রাকৃতিক, কৃত্তিম এবং ফাইলোজেনেটিক প্রকৃতির
18➤ ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণ এর সাথে সম্পর্কিত ?
ⓑ ব্যাকটেরিয়া
ⓒ উদ্ভিদ
ⓓ প্রাণী
19➤ একটি শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত হয় --
ⓑ মাইকোরাইজা
ⓒ VAM
ⓓ কোরালয়েড মূল
20➤ নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষু বিন্দু দেখা যায় --
ⓑ ব্যাঙ
ⓒ সাপ
ⓓ পিঁপড়ে
21➤ মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ ?
ⓑ মৃতজীবী
ⓒ মিথোজীবী
ⓓ পতঙ্গভুক
22➤ সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায় ?
ⓑ মিউকর
ⓒ ফার্ন
ⓓ মটর গাছ
23➤ IUCN কোন সালে গঠিত বা স্থাপিত হয় ?
ⓑ 1949 সালে
ⓒ 1948 সালে
ⓓ 1950 সালে
24➤ E. Coli কোন প্রকৃতির ব্যাকটেরিয়া?
ⓑ গ্রাম নেগেটিভ
ⓒ a এবং b
ⓓ কোনোটিই নয়
25➤ নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া ?
ⓑ এসেরেকিয়া কোলাই
ⓒ রোডস্পাইরিলাম
ⓓ ব্যাকটেরিও ফাজ
26➤ মস হল একটি --
ⓑ লিথোফাইট
ⓒ মেসোফাইট
ⓓ ক্রায়োফাইট
27➤ গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য ?
ⓑ ছত্রাক
ⓒ মস
ⓓ ফার্ন
28➤ হিমোসিল কি ?
ⓑ লৌহঘটিত রঞ্জক
ⓒ তাম্রঘটিত রঞ্জক
ⓓ রক্তপূর্ণ দেহগহ্বর
29➤ ক্ষুদ্রতম ভাইরাস কোনটি ?
ⓑ ভেরিওয়াল ভাইরাস
ⓒ রেবিস ভাইরাস
ⓓ রুবেলা ভাইরাস
30➤ কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি ?
ⓑ নার্ভকর্ড
ⓒ স্পাইনাল কর্ড
ⓓ কোনোটিই নয়
31➤ ব্যক্তজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য হল --
ⓑ নগ্নবীজ
ⓒ দানাযুক্ত বীজ
ⓓ ফলের ভিতরে বীজ