Add to social media group


পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ || জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -22

 পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ || জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -22

ANM & GNM SPECIAl

পঞ্চাম অধ্যায়


সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq  পঞ্চম অধয়ের কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:


1➤ জীববৈচিত্রের হটস্পট কথাটি প্রথম প্রচলন করেন --

ⓐ নরম্যান মায়ার্স
ⓑ জি . রোজেন
ⓒ ওভাম
ⓓ হাক্সলে

2➤ বায়োডাইভারসিটি কথাটি প্রচলন করেন --

ⓐ ওভাম
ⓑ মায়ার্স
ⓒ হাক্সলে
ⓓ রোজেন

3➤ দ্য ওয়ার্ল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট চালু হয় --

ⓐ 1972
ⓑ 1982
ⓒ 1992
ⓓ 1998

4➤ অসমের কাজিরাঙায় সংরক্ষিত প্রাণীটি হল --

ⓐ বাঘ
ⓑ বাইসন
ⓒ একশৃঙ্গ গন্ডার
ⓓ দিশৃঙ্গ গন্ডার

5➤ PBR এর মধ্যে যে তথ্যটি পাওয়া যায় তা হল --

ⓐ ভূমি চিত্র
ⓑ জীবন চিত্র
ⓒ জন চিত্র
ⓓ সবগুলি

6➤ JFM ধারণাটির প্রথম সূত্রপাত ঘটেছিল --

ⓐ সুন্দরবনে
ⓑ আরাবাড়ি
ⓒ জলদাপাড়া
ⓓ মূর্তি

7➤ রেড ডাটা বুক প্রকাশ করে --

ⓐ WWF
ⓑ IUCN
ⓒ ICBN
ⓓ IBZN

8➤ সুন্দরবন হল --

ⓐ সংরক্ষিতবন
ⓑ অভায়ারণ্য
ⓒ জাতীয় উদ্যান
ⓓ বায়োস্ফিয়ার রিজার্ভ

9➤ WWF এর প্রতীকে যে প্রাণীর ছবিটি দেখা যায় তা হল --

ⓐ লালপান্ডা
ⓑ রয়েলবেঙ্গল টাইগার
ⓒ ময়ূর
ⓓ একশৃঙ্গ গন্ডার

10➤ আমাদের দেশে টায়গার প্রজেক্ট শুরু করা হয় --

ⓐ 1968 সালে
ⓑ 1972 সালে
ⓒ 1973 সালে
ⓓ 1965 সালে

11➤ নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের একটি জীববৈচিত্রের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে --

ⓐ পূর্বঘাট
ⓑ পশ্চিমঘাট
ⓒ আরাবল্লী পর্বত
ⓓ গাঙ্গেয় সমভূমি

12➤ যে সংস্থাটি বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করে তা হল --

ⓐ WWF
ⓑ BBC
ⓒ IUCN
ⓓ UNESCO

13➤ নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণ এর মধ্যে পড়ে না ?

ⓐ চিড়িয়াখানা
ⓑ জাতীয় উদ্যান
ⓒ বায়োস্ফিয়ার রিজার্ভ
ⓓ অভায়ারণ্য

14➤ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে বলা হয় --

ⓐ এক্সসিটু
ⓑ ইনসিটু
ⓒ উদ্ভিজউদ্যান
ⓓ চিড়িয়াখানা

15➤ ক্রয়প্রিজারভেশনে যে তরলটি ব্যবহার করা হয় তা হল --

ⓐ হিলিয়াম
ⓑ নাইট্রোজেন
ⓒ হাইড্রোজেন
ⓓ CO2

16➤ আলফা বৈচিত্র হল --

ⓐ কমিউনিটি বৈচিত্র
ⓑ প্রজাতি বৈচিত্র্য
ⓒ জেনেটিক বৈচিত্র্য
ⓓ কোনোটিই নয়

17➤ সংরক্ষণের উদ্দেশ্য হল --

ⓐ প্রাকৃতিক সম্পদের সুপরিকল্পিত ব্যবহার
ⓑ প্রাকৃতিক সম্পদের পুনঃস্থাপন ও সুরক্ষা দান
ⓒ প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ ও অপচয় রোধ
ⓓ উপরের সবকটি সঠিক

18➤ শস্য পর্যায় হল ---

ⓐ একই মাটিতে একজাতীয় শস্যের চাষ
ⓑ একই মাটিতে বিভিন্ন শস্যের চাষ
ⓒ একই মাটিতে বারবার কর্ষণ
ⓓ একটি মাটিতে বারেবারে জলপ্লাবন

19➤ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে --

ⓐ ডাল জাতীয় শস্য চাষ করলে
ⓑ ধান চাষ করলে
ⓒ আলু চাষ করলে
ⓓ গম চাষ করলে

20➤ আগাছা নির্মূল করলে --

ⓐ জল সংরক্ষিত হবে
ⓑ ভূমি সংরক্ষিত হবে
ⓒ অরণ্য সংরক্ষিত হবে
ⓓ বন্যপ্রাণী সংরক্ষিত হবে

21➤ সিলভি কালচার শব্দটি যুক্ত কিসের সঙ্গে --

ⓐ বন সংরক্ষণের
ⓑ বন্যপ্রাণী সংরক্ষণের
ⓒ ভূমি সংরক্ষণের
ⓓ জল সংরক্ষণের

22➤ ঝুম চাষ পদ্ধতি দ্বারা রোধ করা যায় --

ⓐ জল অপচয়
ⓑ ভূমিক্ষয়
ⓒ অরণ্য নিধন
ⓓ বন্যপ্রাণী রক্ষা

23➤ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় --

ⓐ ভূমি সংরক্ষণের মাধ্যমে
ⓑ জল সংরক্ষণের মাধ্যমে
ⓒ প্রাণী সংরক্ষণের মাধ্যমে
ⓓ অরণ্য সংরক্ষণের মাধ্যমে

24➤ অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে বাড়ছে --

ⓐ অক্সিজেন
ⓑ নাইট্রোজেন
ⓒ কার্বন মনোক্সাইড
ⓓ কার্বন ডাই অক্সাইড

25➤ জাতীয় উদ্যান প্রকল্পে সংরক্ষিত হয় --

ⓐ বন্যপ্রাণী
ⓑ উদ্ভিদ
ⓒ বন্য প্রাণী ও উদ্ভিদ
ⓓ কেবলমাত্র গৃহপালিত প্রাণী

26➤ একটি লুপ্তপ্রায় প্রাণী হল --

ⓐ হরিণ
ⓑ কুমির
ⓒ বাইসন
ⓓ একশৃঙ্গ গন্ডার

27➤ বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হল --

ⓐ প্রায় 20.4%
ⓑ প্রায় 70.3%
ⓒ প্রায় 4.3%
ⓓ প্রায় 78.9%

28➤ নাইট্রোজেন আবদ্ধকারী একটি স্বাধীনজিবি অনুজীব হল --

ⓐ ইস্ট
ⓑ এগারিকাস
ⓒ অ্যানাবিনা
ⓓ রাইজোবিয়াম

29➤ জীবদেহের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলি অ্যামোনীয়ায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলে --

ⓐ নাইট্রিফিকেশন
ⓑ ডিনাইট্রিফিকেশন
ⓒ অ্যামোনিফিকেশন
ⓓ নাইট্রোজেনেশান

30➤ ব্যাকটেরিয়াকে O2 সরবরাহকারী রঞ্জক প্রোটিনটি হল --

ⓐ হিমোগ্লোবিন
ⓑ হিমোসায়ানিন
ⓒ হিমোলিম্ফ
ⓓ লেগ হিমোগ্লোবিন

31➤ নিম্নের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ --

ⓐ ব্যাসিলাস মাইকয়ডিস
ⓑ নাইট্রোসোমোনাস
ⓒ সিউডোমোনাস
ⓓ রাইজোবিয়াম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.