পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ || জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -21
ANM & GNM SPECIAL
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq পঞ্চম অধয়ের কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ মিনামাটা সিনড্রোমের জন্য দায়ী মৌলটি হল --
ⓑ Cd
ⓒ Na
ⓓ Hg
2➤ CO2 - কে গ্রীন হাউস গ্যাস বলার কারণটি হল --
ⓑ তা তাপ প্রতিফলিত করলেও সূর্যlলোককে শোষণ করে
ⓒ সূর্যালোকে প্রতিফলিত করলেও তাপ শোষণ করে
ⓓ গ্রীন হাউসে ব্যবহার করা হয়
3➤ ফটোকেমিক্যাল স্মগ হলো প্রধানত --
ⓑ হাইড্রোকার্বন, O3 ও SO2 মিশ্রন
ⓒ ধোঁয়া, PAN এবং SO2 মিশ্রন
ⓓ হাইড্রোকার্বন, CO2 ও SO2 মিশ্রন
4➤ COPD হল --
ⓑ ব্ল্যাক লাং রোগের সৃষ্টি
ⓒ শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট
ⓓ কোনাটিই নয়
5➤ সালমনেল্লা টাইফি নিম্নলিখিত যে রোগটি সৃষ্টি করে তা হল --
ⓑ আমাশয়
ⓒ ব্ল্যাক ফুট ডিজিজ
ⓓ টাইফয়েড
6➤ এগ্রিকালচার রান অফ হল --
ⓑ কৃষিক্ষেত্রের বর্জ্য
ⓒ পয়: প্রণালীর বর্জ্য
ⓓ শিল্পাঞ্চলের বর্জ্য
7➤ জলবাহিত রোগ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল --
ⓑ কলেরা
ⓒ টাইফয়েড
ⓓ সবগুলি সঠিক
8➤ অ্যালগাল ব্লুম হল --
ⓑ জলাশয়- এ জুপ্লাংকটনের দ্রুত বৃদ্ধি
ⓒ জলাশয়- এ শৈবালের ঘনত্ব বৃদ্ধি
ⓓ জলজ প্রাণীর মৃত্যু ঘটে
9➤ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউডেফিক প্যাথোজেন হিসাবে পরিচিত ?
ⓑ এনাবিনা
ⓒ ব্যাসিলাস অ্যানথ্রাসিস
ⓓ ব্যাসিলাস সাবটিলিস
10➤ ডিসলেক্সিয়া রোগের মূল কারণ হল --
ⓑ সিসা
ⓒ আর্সেনিক
ⓓ পারদ
11➤ ওজোন স্তর হ্রাস পেলে ভূ-পৃষ্ঠে বেশি মাত্রায় সূর্যের যে রশ্মিটি আসে তা হল -
ⓑ গামারশ্মি
ⓒ অতিবেগুনি রশ্মি
ⓓ বিটারশ্মি
12➤ ধোঁয়াশা সৃষ্টি হওয়ার কারণ হল --
ⓑ ধোয়ার সঙ্গে কুয়াশা মিশে
ⓒ ধোয়ার সঙ্গে ধুলো মিশে
ⓓ কোনোটিই নয়
13➤ অম্লবৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয় নিম্নের কোনটি ?
ⓑ ইট সিমেন্টের তৈরি ঘর
ⓒ কাঠের ঘর বাড়ি
ⓓ কাচের সৌধ
14➤ SO2 এর প্রাকৃতিক উৎস হল --
ⓑ জলাশয়
ⓒ বজ্রবিদ্যুৎ
ⓓ পচা জলাশয়
15➤ বায়ুতে SO2 এর উৎস হল যে বিদ্যুৎকেন্দ্রটি তা হল --
ⓑ তাপবিদ্যুৎ কেন্দ্র
ⓒ জলবিদ্যুৎ কেন্দ্র
ⓓ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
16➤ অম্লবৃষ্টির প্রধান উপাদান হল --
ⓑ নাইট্রিক অ্যাসিড + নাইট্রাস এসিড
ⓒ সালফিউরিক অ্যাসিড + নাইট্রিক অ্যাসিড
ⓓ হাইড্রোক্লোরিক অ্যাসিড + সালফিউরিক অ্যাসিড
17➤ কনা জাতীয় বায়ুদূষক অপসারণ করার সবথেকে ভালো যন্ত্রটি হল --
ⓑ ফিল্টার পেপার
ⓒ হভার
ⓓ কনডেনসার
18➤ গ্রীন হাউসের প্রভাবে যে ঘটনাটি ঘটে তা হল --
ⓑ সমুদ্রের জল বাষ্পীভূত হবে
ⓒ সমুদ্রের জলতল একই থাকবে
ⓓ সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে
19➤ মেলানোসিস রোগ এর উৎপত্তির কারণ হল --
ⓑ পারদ দূষণ
ⓒ CO2 দূষণ
ⓓ আর্সেনিক দূষণ
20➤ CFC- র ব্যবহার লক্ষ্য করা যায় --
ⓑ মাইক্রোওভেনে
ⓒ রেফ্রিজারেটরে
ⓓ মিক্সিতে
21➤ শব্দ দূষণের পরিমাপের একক dB কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয় ?
ⓑ বলবিয়ানি
ⓒ গিলবার্ট ব্রlড
ⓓ লেসলি ব্রাউন
22➤ একাউষ্টিকট্রমা কি ধরনের দূষনে সৃষ্টি হয় ?
ⓑ শব্দ দূষণ
ⓒ জল দূষণ
ⓓ মৃত্তিকা দূষণ
23➤ মায়োকার্ডিয়াল ইনফার্কশন মূলত কত ডেসিবেল শব্দ প্রাবল্যে সৃষ্টি হয় ?
ⓑ 85dB এর উর্দ্ধে
ⓒ 90dB এর উর্দ্ধে
ⓓ 60dB এর উর্দ্ধে
24➤ মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করাকে বলে --
ⓑ পপুলেশন বায়োলজি
ⓒ ডেমোগ্রাফি
ⓓ কোনোটিই নয়
25➤ ক্রমবর্ধমান জনসংখ্যার মুখ্য সমস্যাটি হল --
ⓑ বিশ্ব উষ্ণায়ন
ⓒ প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস
ⓓ সবগুলি সঠিক
26➤ নিম্নলিখিত কোনটিকে প্রাকৃতিক বৃক্ক বলা হয় --
ⓑ অরণ্যভূমি
ⓒ বনাঞ্চল
ⓓ গ্রীনহাউস
27➤ বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় --
ⓑ 4 ফেব্রুয়ারি
ⓒ 7 ফেব্রুয়ারি
ⓓ 7 মার্চ
28➤ প্রাকৃতিক অ্যালার্জেন হল --
ⓑ কলকারখানার ধোঁয়া
ⓒ যানবাহনের ধোঁয়া
ⓓ পরাগরেণু
29➤ দেহস্ত কলাকোষের অনিয়ন্ত্রিত বিভাজনকে বলা হয় --
ⓑ কার্সিনোমা
ⓒ ক্যান্সার
ⓓ কারসিনোজেন
30➤ পৃথিবীতে মোট মেগাডাইভারসিটি দেশের সংখ্যা হল --
ⓑ 15 টি
ⓒ 16 টি
ⓓ 17 টি
31➤ নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় পদার্থ যা ক্যান্সার সৃষ্টি করে --
ⓑ বিড়ির ধোঁয়া
ⓒ ভিনাইল ক্লোরাইড
ⓓ আগাছানাশক