পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ || জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -20
ANM & GNM SPECIAL
পঞ্চম অধ্যায়সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
ⓑ 0. 01 মিলিগ্রাম/ লিটার
ⓒ 0. 0001 মিলিগ্রাম/ লিটার
ⓓ 0. 1 মিলিগ্রাম/ লিটার
2➤ পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল ?
ⓑ বাতাস
ⓒ সমুদ্র
ⓓ পাথর
3➤ গ্রীনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে ?
ⓑ ইনফ্রারেড বিকিরণের
ⓒ সৌর বিকিরণের
ⓓ A এবং B উভয়ের
4➤ 'হটস্পট' এর ধারনা কে প্রবর্তন করেন ?
ⓑ হেকেল
ⓒ হুইটটেকার
ⓓ করম্যান্ডি
5➤ ভারতে কয়টি 'হটস্পট' অঞ্চল আছে ?
ⓑ দুটি
ⓒ ছটি
ⓓ দশটি
6➤ জাতীয় উদ্যানের ধারণা সর্বপ্রথম কে দেন ?
ⓑ সেলিম আলী
ⓒ জর্জ ক্যাটলিন
ⓓ ওডাম
7➤ এসিড বৃষ্টির pH কত ?
ⓑ 5. 6 --- 6. 5
ⓒ 6. 5 --- 7. 5
ⓓ 2. 4 --- 3. 2
8➤ জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয় ?
ⓑ 1990
ⓒ 1998
ⓓ 2002
9➤ পানীয় জলের BOD কত ?
ⓑ 5ppm
ⓒ 1ppm
ⓓ 4ppm
10➤ 'নক নি রোগ' কেন হয় ?
ⓑ ক্যাডমিয়াম দূষণের জন্য
ⓒ আর্সেনিক দূষণের জন্য
ⓓ পারদ দূষণের জন্য
11➤ রাস্তার দু'পাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয় ?
ⓑ গ্রীন মুভমেন্ট
ⓒ গ্রিন মাফলার প্রকল্প
ⓓ গ্রীন বেঞ্চ
12➤ MAB এর পুরো নাম কি ?
ⓑ ম্যান এন্ড বায়োডাইভারসিটি প্রোগ্রাম
ⓒ ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম
ⓓ ম্যান এন্ড বোটানিক্যাল প্রোগ্রাম
13➤ শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয় ?
ⓑ ইস্ট্রোজেন
ⓒ প্রোজেস্টেরন
ⓓ অ্যাড্রিনালিন
14➤ কোন এককে ওজোন হোল মাপা হয় ?
ⓑ দেশি বল
ⓒ ডবসন
ⓓ মিটার
15➤ SPM হল এক প্রকার --
ⓑ জল দূষক
ⓒ শব্দ দূষক
ⓓ কোনোটিই নয়
16➤ বlন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
ⓑ আসাম
ⓒ গুজরাট
ⓓ মধ্যপ্রদেশ
17➤ জাতীয় উদ্যান কোন প্রকৃতির সংরক্ষণ ?
ⓑ In-situ
ⓒ Ex-situ এবং In-situ উভয় প্রকৃতির
ⓓ কোনোটিই নয়
18➤ গ্রীন হাউস এফেক্ট এর জন্য দায়ী গ্যাসটি হল ?
ⓑ CO2
ⓒ O2
ⓓ SO2
19➤ কিয়টো প্রটোকলের মুখ্য উদ্দেশ্য হলো ?
ⓑ জীব বৈচিত্র সংরক্ষণ
ⓒ অজন বিনাশকারী পদার্থের পরিমাণ হ্রাস
ⓓ ক্ষতিকারক বর্জের নিয়ন্ত্রণ
20➤ বিশ্ব উষ্ণায়ন নিম্নলিখিত কোনটি দ্বারা নিয়ন্ত্রিত করা হয় ?
ⓑ অরণ্য নিধনের হার ও শক্তি ব্যবহারের দক্ষতা হ্রাস করে
ⓒ অরণ্য নিধনের হার বৃদ্ধি ও জনগোষ্ঠীর বৃদ্ধির হার হ্রাস করে
ⓓ কোনাটিই নয়
21➤ নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রীন হাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
ⓑ CO2 ও N2O
ⓒ CH4 ও NO2
ⓓ CO2 ও CH4
22➤ CFC নিম্নলিখিত কোন ঘটনার জন্য দায়ী ?
ⓑ অম্লবৃষ্টি
ⓒ ওজোন স্তরের বিশ্লিষ্টকরণ
ⓓ UV রশ্মির আগমন
23➤ ক্যাডমিয়াম দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয় ?
ⓑ মিনামাটা
ⓒ এনিমিয়া
ⓓ নিউমোনিয়া
24➤ ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসটিকে দায়ী করা হয়েছে তা হল --
ⓑ মিথাইল আইসোসায়ানেট
ⓒ ইথাইল আইসোসায়ানেট
ⓓ ইথাইল আইসোসায়ানাইড
25➤ ইউট্রোফিকেশন প্রধানত দেখা যায় --
ⓑ মরুভূমিতে
ⓒ মিষ্টি জলের হ্রদ
ⓓ পাহাড়ি অঞ্চলে
26➤ লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে ?
ⓑ বায়ু দূষণ
ⓒ মৃত্তিকা দূষণ
ⓓ কোনাটিই নয়
27➤ বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় --
ⓑ 1981
ⓒ 1999
ⓓ 1974
28➤ নদীর জলে BOD এর মাত্রা --
ⓑ শৈবাল ব্লুম সৃষ্টি হয়ে অপরিবর্তিত থাকবে
ⓒ নদীর জলে পয়: প্রণালীর বর্জ্যপদার্থ মিশলে বৃদ্ধি পায়
ⓓ জলে O2 এর ঘনীভবন মাত্রা বৃদ্ধি পায়
29➤ DDT দ্রুত খাদ্য শৃংখল এর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে , DDT হল ---
ⓑ মাঝারি দ্রব্
ⓒ জলে দ্রবণীয়
ⓓ অ্যালকোহল দ্রব্
30➤ ইউট্রোফিকেশন যুক্ত লেকের BOD ----
ⓑ কম
ⓒ আবহাওয়ার উপর নির্ভরশীল
ⓓ কম বা বেশি উভয়ই হতে পারে
31➤ ফিসফিস করে কথা বলার সময় শব্দের তীব্রতা হলো --
ⓑ 50- 55 dB
ⓒ 70-85 dB
ⓓ 10-15 dB