Add to social media group


পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ|| জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -19

  পরিবেশ , তার সম্পদ এবং তাদের সংরক্ষণ|| জীবন বিজ্ঞান_ (ANM & GNM) পর্ব -19

ANM & GNM SPECIAL

পঞ্চম অধ্যায়

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?

ⓐ 77. 17 ভাগ
ⓑ 20. 60 ভাগ
ⓒ 0. 03 ভাগ
ⓓ 0. 80 ভাগ

2➤ মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সাহায্য করে ?

ⓐ অ্যালুমিনিয়াম
ⓑ আয়রন
ⓒ ক্যালসিয়াম
ⓓ জিংক

3➤ নাইট্রোজেন চক্রে কোন আণুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?

ⓐ ব্যাকটেরিয়া
ⓑ ভাইরাস
ⓒ প্রোটোজোয়া
ⓓ লাল শৈবাল

4➤ একশৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যের সংরক্ষিত হয় ?

ⓐ জলদাপাড়া
ⓑ সজনেখালি
ⓒ সিঞ্চল
ⓓ সুন্দরবন

5➤ 'PAN' হল একটি --

ⓐ জল দূষক
ⓑ শব্দ দূষক
ⓒ বায়ু দূষক
ⓓ মাটি দুষক

6➤ নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?

ⓐ রাইজোবিয়াম
ⓑ থায়ব্যাসিলাস
ⓒ অ্যাজোটোব্যাকটর
ⓓ ক্লসট্রিডিয়াম

7➤ 'ব্ল্যাক ফুট রোগ' কোন দূষণের জন্য হয় ?

ⓐ লেড
ⓑ ফ্লুরাইড
ⓒ আর্সেনিক
ⓓ ক্যাডমিয়াম

8➤ BHC আসলে কি ?

ⓐ ওষুধ
ⓑ রাসায়নিক সার
ⓒ কীটনাশক
ⓓ বর্জ্য পদার্থ

9➤ পালামও জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ রাজস্থান
ⓒ বিহার
ⓓ পশ্চিমবঙ্গ

10➤ CO2 হল একটি --

ⓐ প্রাথমিক বায়ুদূষক
ⓑ গৌণ বায়ুদূষক
ⓒ প্রথমিক ও গৌণ বায়ুদূষক
ⓓ কোনাটিই নয়

11➤ কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ?

ⓐ অ্যাজেটোব্যাকটর
ⓑ রাইজোবিয়াম
ⓒ নাইট্রোসোমোনাস
ⓓ থায়ব্যাসিলাস

12➤ শিশুদের ডিসলেক্সিয়া রোগের কারণ কি ?

ⓐ সিসা দূষণ
ⓑ পারদ দূষণ
ⓒ ক্যাডমিয়াম দূষণ
ⓓ আর্সেনিক দূষণ

13➤ বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ করা যায় --

ⓐ হারভেরিয়ামে
ⓑ জিন লাইব্রেরীতে
ⓒ জিন ব্যাংকে
ⓓ চিড়িয়াখানায়

14➤ মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি ?

ⓐ করবেট
ⓑ কাজিরাঙ্গা
ⓒ ভরতপুর
ⓓ কানহা

15➤ নিচের কোনটি সমাজবদ্ধ প্রতঙ্গ ?

ⓐ মৌমাছি
ⓑ মাছি
ⓒ মশা
ⓓ মথ

16➤ মাছির লার্ভা দশাকে কি বলে ?

ⓐ গুটিপোকা
ⓑ শুককীট
ⓒ শুয়োপোকা
ⓓ ম্যাগট

17➤ আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত প্রায় কত ?

ⓐ 3 : 2
ⓑ 4 : 1
ⓒ 5 : 2
ⓓ 2 : 1

18➤ কোন বায়ু দূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে ?

ⓐ কার্বন মনোক্সাইড
ⓑ ওজোন গ্যাস
ⓒ এমোনিয়া
ⓓ ক্লোরিন গ্যাস

19➤ ABS বা অ্যালকালাইন বেনজিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায় ?

ⓐ খাবার সোডা
ⓑ ডিটারজেন্ট
ⓒ কীটনাশক
ⓓ অজৈব সার

20➤ 'মিনামাটা ডিজিজ' কোন দূষণের জন্য হয় ?

ⓐ ক্লোরিন
ⓑ পারদ
ⓒ সিসা
ⓓ আর্সেনিক

21➤ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

ⓐ 3 জুন
ⓑ 16 জুন
ⓒ 5 জুন
ⓓ 1 ডিসেম্বর

22➤ 'রেড ডাটা বুক' এ কোন তথ্য পাওয়া যায় ?

ⓐ রঙিন মাছ
ⓑ রঙিন ফুল
ⓒ বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী
ⓓ কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণী

23➤ হটস্পট কি ?

ⓐ উচ্চ জীব বৈচিত্র যুক্ত অঞ্চল
ⓑ নিম্ন জীব বৈচিত্র যুক্ত অঞ্চল
ⓒ এনডেনজারড প্রজাতি যুক্ত অঞ্চল
ⓓ ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল

24➤ গির অরণ্য কোথায় অবস্থিত ?

ⓐ অসম
ⓑ গুজরাট
ⓒ কেরল
ⓓ মধ্যপ্রদেশ

25➤ রাজস্থানের ভরতপুর কিসের জন্য বিখ্যাত ?

ⓐ একশৃঙ্গ গন্ডার
ⓑ পাখিরালয়
ⓒ বাইসন
ⓓ চিতল হরিণ

26➤ IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কি বলে ?

ⓐ গ্রিন ডাটা বুক
ⓑ এনডেনজারড বুক
ⓒ এন্ডেমিক বুক
ⓓ রেড ডাটা বুক

27➤ কোন্ ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয় ?

ⓐ রানী
ⓑ শ্রমিক
ⓒ পুরুষ
ⓓ কোনোটিই নয়

28➤ তামাকু সেবন শরীরের পক্ষে ক্ষতিকারক , কারণ এর মধ্যে থাকে --

ⓐ কার্বন মনোক্সাইড
ⓑ নিকোটিন
ⓒ পলি সাইট্রিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন
ⓓ এদের সবগুলি

29➤ 'গ্লোবাল ওয়ার্মিং' বাড়ার পেছনে কোনটির বৃদ্ধি দায়ী ?

ⓐ অক্সিজেন
ⓑ নাইট্রোজেন ডাই অক্সাইড
ⓒ সালফার ডাই অক্সাইড
ⓓ কার্বন ডাই অক্সাইড

30➤ কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় ?

ⓐ 1960
ⓑ 1972
ⓒ 1982
ⓓ 1990

31➤ ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ?

ⓐ বারোটি
ⓑ ছয়টি
ⓒ নয়টি
ⓓ পাঁচটি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.