Add to social media group


অভিব্যক্তি ও অভিযোজন || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -18

 অভিব্যক্তি ও অভিযোজন || জীবন বিজ্ঞান_ (ANM & GNM) পর্ব -18

ANM & GNM SPECIAL

চতুর্থ অধ্যায়:

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ প্লিস্টসিন ঘোড়া হল --

ⓐ ইকুয়াস
ⓑ প্লিওহিপ্পাস
ⓒ ইওহিপ্পাস
ⓓ মেসোহিপ্পাস

2➤ পর্ব অ্যানিলিডা ও আর্থোপোডার যোগসুত্র হল --

ⓐ প্লাটিপাস
ⓑ পেরিপেটাস
ⓒ লিমুলাস
ⓓ সবগুলি সত্য

3➤ পত্না জীববিদ্যায় তেজস্ক্রিয় কার্বন রেটিং পদ্ধতি উদ্ভাবন করেন --

ⓐ ডারউইন
ⓑ স্পেন্সার
ⓒ ল্যামার্ক
ⓓ লিবি

4➤ লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি এটি কোন ধরনের বিবর্তনের উদাহরণ --

ⓐ মাইক্রো বিবর্তন
ⓑ ম্যাক্রো বিবর্তন
ⓒ রেট্রোগ্রেসিভ বিবর্তন
ⓓ প্রোগ্রেসিভ বিবর্তন

5➤ অভিব্যক্তিতে লিজার্ড বার্ড নামে খ্যাত নিম্নলিখিত কোনটি জীবটি ?

ⓐ আর্কিওপ্টেরিক্স
ⓑ প্লাটিপাস
ⓒ পেরিপেটাস
ⓓ বাদুড়

6➤ উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হল --

ⓐ কালকাসুন্দার চারটি পুংকেশর
ⓑ কালকাসুন্দার পাঁচটি পুংকেশর
ⓒ কালকাসুন্দার ছয়টি পুংকেশর
ⓓ কালকাসুন্দার আটটি পুংকেশর

7➤ মৌমাছির হুল ও কাঁকড়া বিছার হুল অভিব্যক্তিতে কি ধরনের অঙ্গের উদাহরণ ?

ⓐ সমসংস্থ অঙ্গ
ⓑ সমবৃত্ত অঙ্গ
ⓒ লুপ্তপ্রায় অঙ্গ
ⓓ B ও C সঠিক

8➤ বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন --

ⓐ ডারউইন
ⓑ ল্যামার্ক
ⓒ ভনডিয়ার
ⓓ হেকেল

9➤ বিবর্তন সম্পর্কিত স্বয়ং সম্পূর্ন তত্ত্বটি উপস্থাপন করেন --

ⓐ বুফো
ⓑ ল্যামার্ক
ⓒ ডারউইন
ⓓ দ্য ভ্রিস

10➤ ডারউইন নিম্নলিখিত কোন ঘটনাটিকে প্রকৃতির খেলা বলে আখ্যা দিয়েছেন ?

ⓐ মিউটেশন
ⓑ ইভোলিউশন
ⓒ এডাপটেশন
ⓓ হাইব্রিডাইজেশন

11➤ নয়া ডারউইনবাদের প্রবক্তা হলেন --

ⓐ দ্য ভ্রিস, হান্ডেল, গোল্ডস্মিথ
ⓑ ডারউইন, ল্যামার্ক, দ্য ভ্রিস
ⓒ ল্যামার্ক, হ্যান্ডেল, ডারউইন
ⓓ ডবজেনস্কি ল্যামার্ক, গোল্ডস্মিথ

12➤ পারিপার্শ্বিক আচরণের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে চলার প্রক্রিয়াটি হল --

ⓐ অভিব্যক্তি
ⓑ অভিযোজন
ⓒ পরিব্যক্তি
ⓓ বংশগতি

13➤ মরু অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় --

ⓐ হ্যালোফাইট
ⓑ মেসোফাইট
ⓒ জেরোফাইট
ⓓ হেলিওফাইট

14➤ মাছের উদস্থৈতিক অঙ্গটি হল --

ⓐ পটকা
ⓑ ফুলকা
ⓒ পাখনা
ⓓ পার্শ্বরেখা

15➤ ক্যাকটাসের মরু অভিযোজন নিম্নলিখিত কোন ধরনের অভিযোজন এর উদাহরণ --

ⓐ শারীরবৃত্তীয়
ⓑ অঙ্গ সংস্থানগত
ⓒ আচরণগত
ⓓ কোনাটিই নয়

16➤ ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার জন্য --

ⓐ জলত্যাগ বেশি হয়
ⓑ বাষ্পমোচন বেশি হয়
ⓒ মাটিতে জলের পরিমাণ অধিক
ⓓ বাষ্পমোচন এর মাধ্যমে জলত্যাগ কম হয়

17➤ 'শিশুর দেহে লেজের আবির্ভাব' ---- কোন ঘটনার উদাহরণ ?

ⓐ অ্যাটাভিজম
ⓑ অভিসারী বিবর্তন
ⓒ অপসারী বিবর্তন
ⓓ কোনোটিই নয়

18➤ অভিব্যক্তি হল --

ⓐ মন্থর অচল গতিশীল প্রক্রিয়া
ⓑ ক্রমাগত ও একমুখী প্রক্রিয়া
ⓒ ক্রমাগত উন্নত ও জটিল বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির উৎপত্তি
ⓓ সবগুলি সঠিক

19➤ নিউ ম্যাথোড দেখা যায় --

ⓐ সুন্দরী গাছ
ⓑ পায়রা
ⓒ উট
ⓓ ক্যাকটাস

20➤ ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশিত হয়েছিল --

ⓐ 1859 - এর 29 নভেম্বর
ⓑ 1959 - এর 29 নভেম্বর
ⓒ 1759 - এর 29 নভেম্বর
ⓓ 1659 - এর 29 নভেম্বর

21➤ পৃথিবীর উপরিতলের অংশকে বলা হয় --

ⓐ ম্যানটেল
ⓑ কোর
ⓒ ক্রাস্ট
ⓓ হাইড্রোস্ফিয়ার

22➤ পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরনকে বলে --

ⓐ হাইড্রোস্ফিয়ার
ⓑ এটমোস্ফিয়ার
ⓒ পাইরোস্ফিয়ার
ⓓ ব্যারীস্ফিয়ার

23➤ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে নেবুলার তত্ত্বের প্রবক্তা হলেন --

ⓐ লাপ্লেস
ⓑ কান্ট
ⓒ হাক্সলে
ⓓ স্পেন্সার

24➤ 'Evolution' কথাটি প্রথম বলেন --

ⓐ ডারউইন
ⓑ হার্ডি
ⓒ হাক্সলে
ⓓ স্পেনসার

25➤ প্রাণের উৎপত্তি সম্পর্কে সবথেকে পুরনো তত্ত্বটি হল --

ⓐ বিশেষ সৃষ্টি তত্ত্ব
ⓑ স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব
ⓒ কসমোজয়িক তত্ত্ব
ⓓ সায়ানোজেন তত্ত্ব

26➤ প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল --

ⓐ 5000°C - 6000°C
ⓑ 6000°C - 7000°C
ⓒ 7000°C - 8000°C
ⓓ 1000°C - 2000°C

27➤ জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন --

ⓐ ওপারিন
ⓑ হ্যান্ডেল
ⓒ হাক্সলে
ⓓ লুইপাস্তুর

28➤ বিশ্বব্রহ্মাণ্ড ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাটিকে বলা হয় --

ⓐ প্যান্সপারমিয়া
ⓑ কসমোলজি
ⓒ কসমোগনি
ⓓ ইভোলিউশন

29➤ সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন --

ⓐ হ্যান্ডেল
ⓑ ওপারিন
ⓒ আরহেনিয়াস
ⓓ ফ্লুজার

30➤ কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন --

ⓐ ওপারিন ও হ্যান্ডেল
ⓑ ফ্লুজার ও ওপারিন
ⓒ হ্যান্ডেল ও হেলমন্ট
ⓓ আরহেনিয়াস ও হাক্সলে

31➤ নগ্ন জিন হল --

ⓐ DNA
ⓑ RNA
ⓒ প্রোটিন বিহীন RNA
ⓓ কোনাটিই নয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.