Add to social media group


অভিব্যাক্তি ও অভিযোজন || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -16

অভিব্যাক্তি ও অভিযোজন || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -16

ANM & GNM SPECIAL

চতুর্থ অধ্যায়:


সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 36 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:


1➤ সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল --

ⓐ আর্কিওপটেরিক্স
ⓑ প্লাটিপাস
ⓒ জাভা এপম্যান
ⓓ তিমি

2➤ কে 'Hotdilute Soup' ধারণাটি দেন ?

ⓐ ফক্স
ⓑ লিনিয়াস
ⓒ হ্যান্ডেল
ⓓ কেলভিন

3➤ পর্নকান্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় ?

ⓐ সুন্দরী গাছ
ⓑ পদ্ম
ⓒ বাবলা
ⓓ ফনিমনসা

4➤ ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ হল --

ⓐ বাষ্পমোচন হার বৃদ্ধির জন্য
ⓑ সালোকসংশ্লেষ বৃদ্ধির জন্য
ⓒ বাষ্পমোচন হার হ্রাসের জন্য
ⓓ শ্বাসকার্য বন্ধ করার জন্য

5➤ সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগকারী প্রাণী কোনটি ?

ⓐ আর্কিওপ্টেরিক্স
ⓑ প্লাটিপাস
ⓒ পেরিপেটাস
ⓓ অক্টোপাস

6➤ কার চামড়ার নিচে পুরু ' ব্লাবারের ' স্তর থাকে ?

ⓐ কচ্ছপের
ⓑ সাপের
ⓒ ব্যাঙের
ⓓ তিমির

7➤ জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায় ?

ⓐ গরান গাছে
ⓑ মটর গাছে
ⓒ সুন্দরী গাছে
ⓓ ফনিমনসা গাছে

8➤ ' দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ' কার লেখা গ্রন্থ ?

ⓐ ল্যামার্ক
ⓑ হুগো দে ভ্রিস
ⓒ চার্লস ডারউইন
ⓓ অ্যারিস্টটল

9➤ জার্মপ্লাজম তত্ত্বটি কার ?

ⓐ মলাশয়
ⓑ সিকাম
ⓒ ডিওডিনাম
ⓓ জেজুনাম

10➤ জার্মপ্লাজম তত্ত্বটি কার ?

ⓐ ভাইসম্যান
ⓑ মেন্ডেল
ⓒ ডারউইন
ⓓ ল্যামার্ক

11➤ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে ?

ⓐ মলাশয়
ⓑ সিকাম
ⓒ ডিওডিনাম
ⓓ জেজুনাম

12➤ হুগো দে ভ্রিস নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত ?

ⓐ জেনেটিক্স
ⓑ মিউটেশন
ⓒ ট্যাক্সোনমি
ⓓ ইভোলিউশন

13➤ ' অন্টজেনি রিপিটস ফাইলোজেনি ' --- কোন বিজ্ঞানী সঙ্গে সম্পর্কযুক্ত ?

ⓐ ভাইসম্যান
ⓑ হেকেল
ⓒ ল্যামার্ক
ⓓ ডারউইন

14➤ ফণীমনসার কোন অংশ কাটায় রূপান্তরিত হয় ?

ⓐ কান্ড
ⓑ পাতা
ⓒ ফুল
ⓓ শাখা প্রশাখা

15➤ ট্রাকিয়াল গিল কোন প্রাণীতে দেখা যায় ?

ⓐ লিমুলাস বা রাজকাঁকড়া
ⓑ মশার লার্ভা
ⓒ মাছ
ⓓ সালামান্ডার

16➤ জরায়ুজ অঙ্কুরোদগম নিচের কোন প্রকার উদ্ভিদের দেখা যায় ?

ⓐ হাইড্রোফাইট
ⓑ হ্যালোফাইট
ⓒ মেসোফাইট
ⓓ জেরোফাইট

17➤ মায়োটোম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায় ?

ⓐ মাছ
ⓑ উভচর প্রাণী
ⓒ পক্ষী
ⓓ মানুষ

18➤ একটি উদ্ভিদ প্রজাতি মানুষের নির্বিচারে সংগ্রহের ফলে লুপ্তপ্রায় অবস্থায় পৌঁছেছে --

ⓐ Podophyllum
ⓑ Ceritella
ⓒ Gloriosa
ⓓ সবগুলি

19➤ ' ফিলজফিক জুওলজিক ' গ্রন্থের রচয়িতা কে ?

ⓐ ল্যামার্ক
ⓑ ডারউইন
ⓒ মেন্ডেল
ⓓ দি ভ্রিস

20➤ পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?

ⓐ 13
ⓑ 9
ⓒ 7
ⓓ 11

21➤ কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?

ⓐ মানুষ
ⓑ কুকুর
ⓒ পায়রা
ⓓ ব্যাঙ

22➤ কেমোজেনি কি ?

ⓐ ভৌত উদবর্তন
ⓑ যৌগিক উদবর্তন
ⓒ রাসায়নিক উদবর্তন
ⓓ মৌলিক উদবর্তন

23➤ একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হল --

ⓐ মাছ
ⓑ ব্যাঙ
ⓒ হংসচঞ্চু
ⓓ কুমির

24➤ রুই মাছের কোন অঙ্গে রিটিয়া মিরাবিলিয়া দেখা যায় ?

ⓐ ফুলকা
ⓑ পটকা
ⓒ মস্তিষ্ক
ⓓ হৃদপিণ্ড

25➤ কোন উদ্ভিদের পত্রবৃন্ত পত্রফলক সদৃশ ?

ⓐ ক্যাকটাস
ⓑ আকাশমনি
ⓒ শিমুল
ⓓ ছাতিম

26➤ কলসপত্রীর কলস কোনটি রূপান্তর ?

ⓐ পত্রবৃন্ত
ⓑ পত্রমূল
ⓒ পত্রফলক
ⓓ সম্পূর্ণ পাতা

27➤ উদ্ভিদের ফুলে সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কি বলে ?

ⓐ নিউম্যাটোফোর
ⓑ অসমোফোর
ⓒ রাইজোফোর
ⓓ কোনোটিই নয়

28➤ কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে ' প্রকৃতির খেলা ' বলে উপেক্ষা করেন ?

ⓐ ডারউইন
ⓑ ল্যামার্ক
ⓒ মেন্ডেল
ⓓ হুগো দে ভ্রিস

29➤ ইন্দুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন ?

ⓐ ভাইসম্যান
ⓑ হুগো দে ভ্রিস
ⓒ মেন্ডেল
ⓓ ডারউইন

30➤ পায়রার চোয়ালটি রূপান্তরিত হয় --

ⓐ চঞ্চুতে
ⓑ ঠোঁটে
ⓒ দাতে
ⓓ জিভাতে

31➤ আদিম পৃথিবীর বায়ুমন্ডলে কোন উপাদানটি ছিল না ?

ⓐ NH2
ⓑ CH4
ⓒ H2
ⓓ O2

32➤ ' যোগ্যতমের উদবর্তন ' কথাটি কে প্রবর্তন করেন ?

ⓐ হুগো দে ভ্রিস
ⓑ স্পেনসার
ⓒ ল্যামার্ক
ⓓ ডারউইন

33➤ সরীসৃপের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ দেখা যায় ?

ⓐ চারটি
ⓑ তৃতীয় খন্ডটি অর্ধ বিভক্ত
ⓒ দুটি
ⓓ তিনটি এবং পাঁচটি

34➤ শীতঘুমের সময় ব্যাঙ কিসের দ্বারা শ্বাসকার্য চালায় ?

ⓐ ত্বকের সাহায্যে
ⓑ ফুসফুসের সাহায্যে
ⓒ ট্রাকিয়ার সাহায্যে
ⓓ কোনাটিই নয়

35➤ সমসংস্থ অঙ্গের উদাহরণ নয় কোনটি ?

ⓐ পাখির ডানা
ⓑ ঘোড়ার সামনের পা
ⓒ মানুষের হাত
ⓓ সবকটিই ঠিক

36➤ মাছ কিসের দ্বারা জলের তাপ ও চাপ অনুভব করতে পারে ?

ⓐ বক্ষ পাখনা
ⓑ পৃষ্ঠ পাখনা
ⓒ পার্শ্বরেখা
ⓓ কোনোটিই নয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.