বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -15
ANM & GNM SPECIAL
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 10 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হল --
ⓑ থ্যালাসেমিয়া
ⓒ অ্যানিমিয়া
ⓓ অন্ধত্ব
2➤ বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা হলেন --
ⓑ পানেট
ⓒ দ্য ভ্রিস
ⓓ মেন্ডেল
3➤ মানুষের একক মেন্ডেলিয়ান চরিত্রটি হল --
ⓑ অ্যানিমিয়া
ⓒ হিমোফিলিয়া
ⓓ কোনোটিই নয়
4➤ বংশগতি গতিবিদ্যার জনক হলেন --
ⓑ পানেট
ⓒ মর্গ্যান
ⓓ মেন্ডেল
5➤ সবুজ বর্ণান্ধতাকে বলা হয় --
ⓑ ট্রাইটানোপিয়া
ⓒ প্রোটানোপিয়া
ⓓ কোনাটিই নয়
6➤ লালবর্ণান্ধতাকে বলা হয় --
ⓑ প্রোটানোপিয়া
ⓒ ডিউটেরানোপিয়া
ⓓ সবগুলি সত্য
7➤ মানুষের চোখে বর্ণ চিনবার দায়ী কোষ হল --
ⓑ কোন কোষ
ⓒ মিউট্যান্ট কোষ
ⓓ আবরক কোষ
8➤ কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে বলা হয় --
ⓑ প্রচ্ছন্ন
ⓒ জিনোটাইপ
ⓓ ফিনোটাইপ
9➤ জীবের জিনগত গঠনের প্রকাশকে বলা হয় --
ⓑ জিনোটাইপ
ⓒ সংকরায়ন
ⓓ প্রকট
10➤ হ্যাপ্লয়েড ক্রোমোজোমে সেটে উপস্থিত জিন সমষ্টিকে বলে --
ⓑ বৈশিষ্ট্য
ⓒ জিনোম
ⓓ বহু সংকর জনন