অভিব্যাক্তি ও অভিযোজন || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -17
ANM & GNM SPECIAL
চতুর্থ অধ্যায়:সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ Theory of Evolution বা বিবর্তনবাদের ধারণাটি কে দেন ?
ⓑ মেন্ডেল
ⓒ নিউটন
ⓓ ফ্রয়েড
2➤ হ্যালোফাইট গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায় ?
ⓑ লাল মাটি
ⓒ লবণাক্ত মাটি
ⓓ কোনোটিই নয়
3➤ কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ?
ⓑ চার
ⓒ দুই
ⓓ কোনোটিই নয়
4➤ পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি ?
ⓑ গ্লুকোজ
ⓒ মিথেন
ⓓ ইথেন
5➤ মটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গের রূপান্তর ?
ⓑ ফুল
ⓒ ফল
ⓓ মূল
6➤ শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে ?
ⓑ ক্যাকটাসে
ⓒ সুন্দরী গাছে
ⓓ মটর গাছে
7➤ ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে ?
ⓑ মাছে
ⓒ পক্ষীতে
ⓓ মানুষে
8➤ এদের মধ্যে কোন প্রাণীর দেহে 'ফ্লিপlর' নেই ?
ⓑ ঝিনুক
ⓒ জলজ সাপ
ⓓ কচ্ছপ ও ঝিনুক
9➤ নিচের কোন প্রাণীর দেহে ফ্লিপার আছে ?
ⓑ ঝিনুক
ⓒ জলজ সাপ
ⓓ পেঙ্গুইন
10➤ নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায় ?
ⓑ ক্যাকটাস
ⓒ মটর গাছ
ⓓ সুন্দরী গাছ
11➤ সমুদ্রকূলবর্তি মৃত্তিকাকে কি বলে ?
ⓑ জলাভূমি
ⓒ আংশিক শুষ্ক মৃত্তিকা
ⓓ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
12➤ নিচের কোন প্রাণীতে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা সর্বাধিক ?
ⓑ আরশোলা
ⓒ চিংড়ি
ⓓ পক্ষী
13➤ শ্বাসমূল কোথায় দেখা যায় ?
ⓑ জলজ উদ্ভিদে
ⓒ লবণাম্বু উদ্ভিদে
ⓓ জলজ ভাসমান উদ্ভিদে
14➤ রুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায় ?
ⓑ পুচ্ছে
ⓒ কানকোর বহির্ভাগে
ⓓ পটকাতে
15➤ পতঙ্গের ডানা , বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ ?
ⓑ সমবৃত্তীয় অঙ্গ
ⓒ সমসংস্থ অঙ্গ
ⓓ লুপ্তপ্রায় অঙ্গ
16➤ কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব ব্যক্ত করেন ?
ⓑ 1928
ⓒ 1918
ⓓ 1948
17➤ কোনটি জীবন্ত জীবাশ্ম ?
ⓑ সাইকাস সির্সিনালিস
ⓒ গিঙ্গবাইলোবা
ⓓ নিটাম নিমন
18➤ এরেনকাইমা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য ?
ⓑ জলজ উদ্ভিদ
ⓒ লবণাম্বু উদ্ভিদ
ⓓ সাধারণ উদ্ভিদ
19➤ পর্নকান্ড কিসের রূপান্তর ?
ⓑ মূল
ⓒ পাতা
ⓓ মৃদগত কান্ড
20➤ ইকোয়াস ক্যাবেলাস হলো বিজ্ঞানসম্মত নাম ?
ⓑ ঘোড়া
ⓒ বিড়াল
ⓓ বাঘ
21➤ একটি ক্যাডগ্রlম চিত্র কোন প্রকল্পকে বর্ণনা করে ?
ⓑ ফেনেটিক সম্পর্ক
ⓒ জেনেটিক সম্পর্ক
ⓓ টেক্সনমিক সম্পর্ক
22➤ নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয় --
ⓑ নোখ
ⓒ নিকটিটেটিং মেনব্রেন
ⓓ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স
23➤ ডাইনোসরের বিলুপ্তি ঘটে ছিল প্রায় --
ⓑ 45 বিলিয়ন বছর আগে
ⓒ 65 বিলিয়ন বছর আগে
ⓓ 80 বিলিয়ন বছর আগে
24➤ কম্পিউটিটিভ এক্সক্লশান প্রিন্সিপাল কে বিখ্যাত ?
ⓑ গাউসে
ⓒ ওডাম
ⓓ ওয়ালেস
25➤ জীবনের মূল একক হল --
ⓑ প্রোটিন
ⓒ জিন
ⓓ লাইকো প্রোটিন
26➤ সবথেকে বেশি সংখ্যর জীব অবলুপ্ত হয়েছিল --
ⓑ ডেভোনিয়ন
ⓒ অলিগোসিন
ⓓ প্রিস্টোসিন
27➤ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন --
ⓑ ডি জে মেন্ডেল
ⓒ এ আই অবারীজ
ⓓ সি আর ডারউইন
28➤ সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী হল --
ⓑ প্লাটিপাস
ⓒ জাভা এপম্যান
ⓓ হোয়েল
29➤ ডারউইনের মতঅনুসারে প্রাকৃতিক নির্বাচনের একক কি ?
ⓑ গোত্র
ⓒ জিন
ⓓ প্রজাতি
30➤ জৈব বিবর্তনে লেটিমরিয়া হল --
ⓑ জীবন্ত জীবাশ্ম
ⓒ ছদ্ম জীবাশ্ম
ⓓ কোনোটিই নয়
31➤ ইন্টার মিডিয়েট ঘোড়া হল --
ⓑ ইকুয়াস
ⓒ প্লিওহিপ্পাস
ⓓ ইয়োহিপ্পাস