Add to social media group


জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -06

 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -06


ANM & GNM SPECIAL



সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - #Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ পতঙ্গের শরীরে করপোরা অ্যালটো থেকে নিঃসৃত হরমোনটি হল --

=> একডাইসন

2➤ বায়োলজিক্যাল ট্রান্সডিওসার বলা হয় --

=> গ্রাহককে

3➤ স্পাইনাল কর্ড যার মধ্য দিয়ে যায় তার নাম --

=> নিউরাল ক্যানাল

4➤ কোন অঙ্গটি সংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না ?

=> চক্ষু

5➤ নিকটবদ্ধ দৃষ্টি জনিত ত্রুটি সংশোধিত হয় কোন লেন্স দ্বারা ?

=> কনকেভ লেন্স

6➤ মানব দেহের প্রধান ভারসাম্য অঙ্গ কোথায় অবস্থিত ?

=> কানের অন্তরভাগে

7➤ ভ্রুনের কোন অংশ থেকে স্নায়ু কোষ উৎপন্ন হয় ?

=> এক্টোডার্ম

8➤ পারকিনসন্স রোগটি নির্ণীত হয় কোন স্নায়ু কোষের ক্ষয়ের থেকে ?

=> সেরিব্রাল কর্টেক্স

9➤ কানের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে ?

=> অটোলিথ

10➤ চোখের রেটিনা অংশে কোন ছবি গঠিত হয় ?

=> রিয়েল এ্যান্ড ইনর্ভাটেড

11➤ কোন পেশীকে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করা যায় ?

=> রেখাঞ্চিত ঐছিক

12➤ কোনটি দেহের সবচেয়ে কঠিন অংশ ?

=> এনামেল

13➤ কোলেস ভঙ্গুর যুক্ত থাকে --

=> রেডিয়াস

14➤ গয়টার কোন হরমোন - এর অভাবে হয় ?

=> আয়োডিন

15➤ রাসায়নিকভাবে হরমোন হল --

=> প্রোটিনস্

16➤ রক্তচাপকে নিয়ন্ত্রন করে --

=> অ্যালডোস্টেরন

17➤ একটি প্রাকৃতিক অক্সিণ হরমোন হলো --

=> IAA

18➤ আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স ক্ষরনের জন্য দায়ী --

=> ইনসুলিন

19➤ যে রোগটি ADH- এর অভাবে ঘটে --

=> ডায়াবেটিস ইনসিপিডাস

20➤ যে উদ্ভিদ হরমোনটি বার্ধক্যের জন্য দায়ী --

=> ইথিলিন

21➤ ফল মোচন রোধ করা যায় যে স্প্রে দ্বারা ---

=> IAA

22➤ নর এপিনেফ্রিনের প্রধান কাজ হল --

=> মূত্র উৎপাদন বৃদ্ধি

23➤ কোনটি অন্তখরা গ্রন্থি নয় ?

=> লালা গ্রন্থি

24➤ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগে প্রথম প্রস্তুত হরমোন --

=> ইনসুলিন

25➤ পাকা ফলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?

=> ইথিলিন

26➤ একস্থানে আবদ্ধ থেকে জীবের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের পদ্ধতি হল --

=> চলন

27➤ অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের স্থানান্তরনকে বলে --

=> গমন

28➤ গমনে সক্ষম একটি উদ্ভিদ হল --

=> ক্ল্যামাইডোমোনাস

29➤ গমনে অক্ষম একটি প্রাণী হল --

=> সাগর কুসুম

30➤ অ্যামিবয়েড গমন লক্ষ্য করা যায় যে উদ্ভিদে তা হল

=> মিক্সোমাইসিটিস





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.