জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -05
ANM & GNM SPECIAL
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 51 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - #Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
__________
1➤ মোচনস্তর গঠনে সাহায্য করে ?
2➤ ডাবের জলে পাওয়া যায় কোন হরমোন ?
3➤ বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত ?
4➤ রক্তের গ্লুকোজ কে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে ?
5➤ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
6➤ প্রাণীদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
7➤ আইরিশ কোথায় অবস্থিত ?
8➤ স্নায়ু কলার গঠন গত ও কার্যগত একক কে কি বলে ?
9➤ শর্তাধীন প্রতিবর্তক্রিয়া কে আবিষ্কার করেন ?
10➤ আইলেটস অব ল্যাঙ্গারন্যানস কোথায় অবস্থিত ?
11➤ মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি ?
12➤ কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ?
13➤ মাছের প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোন টির নাম কি ?
14➤ রেনিন, কোথা থেকে ক্ষরিত হরমোন ?
15➤ অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় ?
16➤ কোন হরমোনের প্রভাবে মহিলাদের রজঃস্রাব শুরু হয় ?
17➤ FSH এর পুরো নাম কি ?
18➤ তিমির গমনাঙ্গের নাম কি ?
19➤ ঘ্রান নিয়ন্ত্রণকারি স্নায়ুর নাম কি ?
20➤ মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ?
21➤ বহিঃকর্ণ থাকে শুধুমাত্র ?
22➤ এড্রিনাল গ্রন্থির অপর নাম কি ?
23➤ কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে ?
24➤ মানবদেহে মহিলাদের শরীরে হরমোনের মধ্যে কোনটি স্টেরয়েড নয় ?
25➤ রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কি ?
26➤ মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনের সাহায্য করে ?
27➤ লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলেই মুদে যায় ইহাকে কোন চলন বলা হয় ?
28➤ বনচাঁড়ালের পাতায় কোন চলন দেখা যায় ?
29➤ পীতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত ?
30➤ নর এপিনেফ্রাইনের প্রধান কাজ হল ?
31➤ জিন প্রযুক্তি দ্বারা সৃষ্ট প্রথম হরমোন ?
32➤ চোখের রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কী বলে ?
33➤ কোন প্রাণীর দেহে সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে ?
34➤ কোন পাখি দ্বিনেত্র সৃষ্টি দেখা যায় ?
35➤ মানুষের সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য ?
36➤ হাঁপানি শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় ?
37➤ কোন উদ্ভিদ হরমোন কে স্ট্রেস হরমোন বলে ?
38➤ Parkinson's রোগ কোন অঙ্গের স্নায়ু কোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয় ?
39➤ মস্তিষ্কের Occipital অংশকে উদ্দীপিত করলে যে সংবেদনের বধূটি জেগে ওঠে তাহলে ?
40➤ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতি কে বলা হয় ?
41➤ বিজহিন কলা কিসের উদাহরণ ?
42➤ অন্ধবিন্দু দেহের কোথায় থাকিস ?
43➤ জিভের তেতো স্বাদ গ্রহণের অঞ্চলটি জিভের -
44➤ দেহত্ত্বকের চাপগ্রাহক হল ?
45➤ জিয়াটিন কি ?
46➤ কোন হরমোন বাষ্পমোচন প্রতিরোধক হিসেবে কাজ করে ?
47➤ নার্ভকোষ বিভাজিত হয় না কারণ ?
48➤ ___________এর মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে ?
49➤ সারকোলেমা কিসের আবরণ ?
50➤ অগ্রস্থ প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতির হরমোনের সাথে সম্পর্কিত ?