Deily carrent affairs| 13,14th March 2022
1🖋️ সাম্প্রতিক হাঙ্গেরি প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন "Kotalin Novak"
2🖋️ সুষমা স্বরাজ পুরস্কারের ঘোষণা করল মহিলাদের জন্য- হরিয়ানা সরকার
3🖋️ Skock State of Goverance Ranking 2021- এ শীর্ষ স্থান অর্জন করল অন্ধপ্রদেশ, দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ এবং তৃতীয় স্থানে আছে উড়িষ্যা।
4🖋️World Golf Hall of fame - এ অন্তর্ভুক্ত হলেন প্রখ্যাত আমেরিকান গল্ফ খেলোয়াড় টাইগার উডস।
5🖋️ Liberal Memocracy index 2022- এ ভারতের স্থান 93; প্রথম স্থানে রয়েছে সুইডেন।
6🖋️Soli Sorabjee ; Life and Times" শিরোনামে জীবনে গ্রন্থটি লিখেছেন।
7🖋️ চা বাগানের শ্রমিকদের জন্য "মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প" চালু করলো ত্রিপুরা সরকার।
8🖋️ National financial Reporting Authority (NFRA)
এর Chairman হিসেবে নিযুক্ত হলেন অজয় ভুষণ পান্ডে।
9🖋️ সাম্পতি ইউক্রেনকে 1.4 বিলিয়ন ডলার জরুরী কালীন আর্থিক সহায়তা প্রদান করেছেন international monetary fund (IMF)
10🖋️ পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন- শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন
11🖋️ Role of Labour in India's Devlopment" শিরোনামে বইটি লঞ্চ করলেন ভূপেন্দ্র যাদব।
12🖋️ মহিলা ক্রিকেট বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচের অধিনায়কত্বকারি প্রথম মহিলা ক্রিকেটার হলেন মিথালি রাজ,
13🖋️ সম্প্রতি ফিলিস্তিনে ভারতের রাষ্ট্রদূত মুকুল আর্যকে হত্যা করা হয়েছে,
14🖋️ Insurance regulatory and development authority of India (IRDAI) এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন দেবাশীষ পান্ডা,
15🖋️ সাম্প্রতি international women's of coverage award পেলেন নেপালের রূপান্তরকামি মহিলা ভূমিকা শ্রেষ্ট,
16🖋️ Colgate Palmolive (india) limited- এর ম্যানেজিং ডাইরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন প্রভা নরসিংহ,
17🖋️ সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন বিপিন সংঘি,
18🖋️ 2022-23 আর্থিক বছরের জন্য 3.21 লক্ষ্য কোটি টাকা বাজেট বরাদ্দ করলো পশ্চিমবঙ্গ সরকার,
19🖋️ চারধাম প্রজেক্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন AK mistri,
20🖋️ সম্প্রতি পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন, আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।