Add to social media group


হরমোন ANM & GNM Nursing WBJEB questions and answers_54 | ANM & GNM - পর্ব -1

হরমোন ANM & GNM Nursing WBJEB questions and answers_54 |পর্ব 1

ANM & GNM SPECIAL

পর্ব_1

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 54 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - #Competitive  Exam- এর প্রস্তুতিতে  ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

:

কিছু নমুনা প্রশ্ন উত্তর:



1➤ হরমোন একপ্রকার_

=> রাসায়নিক সমন্বয়কারী।

2➤ যে হরমোন কোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে তা হল_

=> ট্রফিক হরমোন।

3➤ কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়_

=> পিটুইটারি।

4➤ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না_

=> পেপসিন।

5➤ একটি লোকাল হরমোন হল_

=> টেস্টোস্টেরন।

6➤ একটি ট্রফিক হরমোন হল_

=> TSH

7➤ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে_

=> TSH

8➤ ক্রন্থিগলির ভেতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি

=> থাইরয়েড

9➤ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন টি হল-

=> STH

10➤ পিটুইটারি অগ্রভাগ থেকে ক্ষরিত হয়

=> TSH

11➤ পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল-

=> অক্সিটোসিন

12➤ পিটুইটারি থেকে কোন হরমোনটি খরিত হয় না-

=> থাইরক্সিন।

13➤ হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোন পিটুইটারি সংরক্ষিত রাখে-

=> ADH

14➤ অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় না-

=> ADH

15➤ থাইরোট্রপিন নিঃসৃত হয় কোন অংশ থেকে-

=> অগ্র পিটুইটারি।

16➤ কোন গ্রন্থির দ্বারা মানুষের দেহতরলে জলের সমতা নীয়ন্তৃত হয়-

=> পিটুইটারি।

17➤ যে সকল হরমোন উৎসস্থলে কাজ করে তাদের বলে -

=> লোকাল হরমোন।

18➤ কোন পর্দার বেদ্যতা বাড়িয়ে কার্য সম্পাদন করে-

=> ইনসুলিন ও ADH

19➤ ADH- এর অপর নাম_

=> ভেসোপ্রেসিন।

20➤ কোনটা গ্রন্থি নয়-

=> বৃক্ক।

21➤ কোনটি মিশ্র গ্রন্থি নয়-

=> থাইরয়েড।

22➤ প্রেগনেন্সি হরমোন নামে পরিচিত-

=> প্রোজেস্টেরন।

23➤ টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়-

=> শুক্রাশয় থেকে।

24➤ ডায়াবেটিস মেলিটাস এর আক্রান্ত একজনে ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম-

=> ইনসুলিন।

25➤ ব্যাঙাচির রূপান্তরের সাহায্য করে -

=> থাইরক্সিন।

26➤ শৈশবাস্থায় STH কম ক্ষরণের ফলে ঘটে-

=> বামনক্ত।

27➤ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল-

=> ইস্ট্রোজেন।

28➤ কোন ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় না-

=> টেস্টোস্টেরন।

29➤ কোন হরমোনটি টেস্টেস্টেরন ক্ষরণের সাহায্য করে-

=> ICSH

30➤ কোনটি হরমোন কে ক্যালরিজেনিক হরমোন বলে-

=> থাইরক্সিন।



1➤ কোন হরমোনটি GTH এর অন্তর্গত নয় ?

2➤ প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটির সঠিক নয় তার চিহ্নিত করো ?

3➤ সন্তান জন্মদানের পর মাতৃ দুগ্ধ নিঃসরণ যে হরমোনটি সাহায্যে করে ?

4➤ গোনাডোট্রফিক হরমোন নিঃসরণ করে ?

5➤ FSH_ হল একপ্রকার ?

6➤ কোন হরমোনটি ভ্রূণের রোপনে সাহায্য করে ?

7➤ থাইরক্সিনের কাজ নয় ?

8➤ থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল ?

9➤ অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?

10➤ থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগ হয় তা ?

11➤ অ্যাড্রিনাল গ্রন্থি কার্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ?

12➤ ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

13➤ মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হল ?

14➤ কোন হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয় ?

15➤ রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে ও পেশি কোষের গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোন টির নাম হল ?

16➤ উত্তেজনা প্রশমনে কোন হরমোন প্রয়োজন ?

17➤ কোন হরমোন দ্বারা সারটোলি কোষ নিয়ন্ত্রিত হয় ?

18➤ কোন হরমোনটি কোষ বিভাজনে প্রোটিন সংশ্লেষণ এ ও অস্থির বৃদ্ধতে অংশ নেয় ?

19➤ থাইরক্সিন হরমোনের ক্ষরণ ওপর যে অনাল গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল ?

20➤ মধ্য পিটুইটারি ক্ষরণ করে ?

21➤ নারীদের গর্ভাবস্থায় পিত গ্রন্থিকে নষ্ট হতে দেয় না ও এর ক্ষরণ অব্যাহত রাখে ?

22➤ গুকগন হল একপ্রকার ?

23➤ ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় ?

24➤ এড্রিনাল গ্রন্থির অপর নাম ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.