Add to social media group


জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ||জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -3

   জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ||জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -3

ANM & GNM SPECIAL



EducationTube5m

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 49 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - #Competitive Exam- এর প্রস্তুতিতে  ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

:

কিছু নমুনা প্রশ্ন উত্তর:




educationTube5m

1➤ জিব্বেরেলিন হল একটি ?

=> হরমোন

2➤ প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু

=> অশ্রুক্ষরণ বাড়ায়

3➤ প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের অন্তর্গত করোটিক স্নায়ুগুলি হল

=> III,VI,IX,X

4➤ সাক্রাল অঞ্চলের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ?

=> পাঁচজোড়া

5➤ সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত ?

=> 45 সেমি

6➤ হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা ?

=> হাইপোথ্যালামাস

7➤ কোনটির সাথে জ্যাকবসন অঙ্গ জড়িত ?

=> গন্ধ

8➤ কিসের অভাবে ডায়াবেটিস হয় ?

=> ইনসুলিন

9➤ মস্তিষ্কে গ্লুকোজ কোন দ্রব্য উৎপাদন করে ?

=> ডেক্সটোজ

10➤ গাইরি (Gyre) কোথায় দেখা যায় ?

=> গুরুমস্তিষ্কে

11➤ C.S.F. কোথা থেকে উৎপন্ন হয় ?

=> করোয়েডপ্লেকসাস

12➤ কাকে বায়োলজিক্যাল ট্রান্সডিওসার বলা হয় ?

=> গ্রাহককে

13➤ GABA কোন অঞ্চলের স্নায়ুপ্রান্ত থেকে ক্ষরিত হয় ?

=> লঘু মস্তিষ্ক

14➤ মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল

=> 12 জোড়া

15➤ অর্গণ অব্ কর্টি কোথায় থাকে ?

=> ককলিয়ার মধ্যে

16➤ নিউরোন কোনটি ক্ষরণ করে না ?

=> এপিনেফ্রিন, নর-এপিনেফ্রিন

17➤ হরমোনের আধিক্য হলে উদ্ভিদের কোন প্রকার লক্ষণ দেখা যায় ?

=> হাইপারপ্লেসিয়া

18➤ পত্রমোচন ও ফলমোচনে সাহায্য করে কোন হরমোন ?

=> ABA

19➤ লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন ?

=> সিসমোন্যাস্টি

20➤ কোন হরমোনটি লোকাল হরমোন ?

=> গ্যাস্টিন

21➤ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত ?

=> অগ্নাশয়ে

22➤ প্যারামেসিয়াম এর গমন অঙ্গ কোনটি ?

=> সিলিয়া

23➤ নিউরনের নিসল দানা প্রকৃতপক্ষে কোষের অঙ্গাণু

=> রাইবোজোম

24➤ দেহত্বকের চাপ গ্রাহক হল --

=> পেসিনিয়ান কণিকা

25➤ কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সায়মন্ড বর্ণিত ব্যাধি হয় ?

=> পিটুইটারি

26➤ ফোরামেন অব মনরো কোথায় পাওয়া যায় ?

=> মস্তিষ্কে

27➤ আমাদের মাথায় খুলির ফ্রন্টাল ও প্যারাইটাল অস্থিসন্ধি অংশে অবস্থান করে --

=> কার্টিলেজ সংযোগ

28➤ ইউস্টেচিয়ান নালী কোথায় অবস্থিত ?

=> মধ্যকর্ণ

29➤ মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয় ?

=> রক্ত

30➤ উদ্ভিদের গ্যালভানোট্যাকটিক চলন কিসের প্রভাবে দেখা যায় ?

=> তড়িৎশক্তি

31➤ ত্বকের অনুভূতির সংগ্রাহক হল --

=> এপিডার্মিস

32➤ রাসায়নিকভাবে ইনসুলিন হল প্রকৃতিতে --

=> পেপটাইড

33➤ দুটি নিউরনের সংযোগস্থল হল --

=> সাইন্যাপস

34➤ কোন যোগকলা আবরণী কেন্দ্রীয়স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ?

=> মেনিনজেস

35➤ বৃদ্ধি নিয়ন্ত্রক কোন হরমোনটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়বৃদ্ধিকে হ্রাস করে ?

=> সাইটোকাইনিন

36➤ মানবদেহের মস্তিষ্কের ওজন কত ?

=> 1.36 কিগ্রা

37➤ অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ?

=> ইনসুলিন

38➤ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় ?

=> ইনসুলিন

39➤ জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে ?

=> প্রোটিন সংশ্লেষ

40➤ মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে ?

=> CSF

41➤ মানবদেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

=> হাইপোথ্যালামাস

42➤ রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?

=> গ্লুকাগন

43➤ অলফ্যাক্টরি স্নায়ু কোন কাজে সাহায্য করে ?

=> ঘ্রাণ

44➤ নরএপিনেফ্রিন বাড়িয়ে দেয় --

=> রক্তচাপ

45➤ ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় --

=> অলফ্যাক্টরি লোব দ্বারা

46➤ স্টেরয়েড হরমোন পাওয়া যায় --

=> কোলেস্টেরল থেকে

47➤ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারি গ্রন্থটি হল --

=> হাইপোথেলামাস

48➤ যে হরমোনটি রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে --

=> প্যারাথাইরয়েড

49➤ যে হরমোনটি অ্যামাইনোএসিডে পরিবর্তিত হয় সেটি হল --

=> প্রোস্টাগ্ল্যান্ডিন



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.