1➤ কোন হরমোনটি GTH এর অন্তর্গত নয় ?
👁 MSH.
2➤ প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটির সঠিক নয় তার চিহ্নিত করো ?
👁 অ্যাড্রিনালিন হাদ্দ উৎপাদ কমাই।
3➤ সন্তান জন্মদানের পর মাতৃ দুগ্ধ নিঃসরণ যে হরমোনটি সাহায্যে করে ?
👁 LTH.
4➤ গোনাডোট্রফিক হরমোন নিঃসরণ করে ?
👁 পিটুইটারি গ্রন্থি।
5➤ FSH_ হল একপ্রকার ?
👁 স্টেরয়েড।
6➤ কোন হরমোনটি ভ্রূণের রোপনে সাহায্য করে ?
👁 প্রোজেস্টেরন।
7➤ থাইরক্সিনের কাজ নয় ?
👁 সন্তান প্রসব।
8➤ থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল ?
👁 থাইরয়েড।
9➤ অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?
👁 ইনসুলিনকে।
10➤ থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগ হয় তা ?
👁 ক্রেটিনিজম।
11➤ অ্যাড্রিনাল গ্রন্থি কার্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ?
👁 ACTH
12➤ ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
👁 FSH
13➤ মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হল ?
👁 ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।
14➤ কোন হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয় ?
👁 ACTH
15➤ রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে ও পেশি কোষের গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোন টির নাম হল ?
👁 ইনসুলিন।
16➤ উত্তেজনা প্রশমনে কোন হরমোন প্রয়োজন ?
👁 নর অ্যাড্রিনালিন।
17➤ কোন হরমোন দ্বারা সারটোলি কোষ নিয়ন্ত্রিত হয় ?
👁 FSH
18➤ কোন হরমোনটি কোষ বিভাজনে প্রোটিন সংশ্লেষণ এ ও অস্থির বৃদ্ধতে অংশ নেয় ?
👁 GH
19➤ থাইরক্সিন হরমোনের ক্ষরণ ওপর যে অনাল গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল ?
👁 পিটুইটারি।
20➤ মধ্য পিটুইটারি ক্ষরণ করে ?
👁 MSH
21➤ নারীদের গর্ভাবস্থায় পিত গ্রন্থিকে নষ্ট হতে দেয় না ও এর ক্ষরণ অব্যাহত রাখে ?
👁 HCG হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন।
22➤ গুকগন হল একপ্রকার ?
👁 প্রোটিন হরমোন।
23➤ ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় ?
👁 অ্যাড্রিনালিন।
24➤ এড্রিনাল গ্রন্থির অপর নাম ?
👁 সুপ্রারেনাল গ্রন্থি।
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে,,
File Details :
PDF Name: হরমোন
Language: Bangali
Size: 0.0MB
No of Page: 00
Download link: Click Here To Download_