এক গুচ্ছ উপহার, পুলিশের জন্য
বাড়ল বয়স সময়সীমাও
পুজোর আগে রাজ্য পুলিশ কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশ কর্মীদের বেতন সহ বাড়লো বয়স সময়সীমাও ।
1 সেপ্টেম্বর পুলিশ ডে । আগের দিন বুধবার পুলিশ কর্মীদের জন্য বেশ কিছু সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান-
কনস্টেবল পদে আবেদনের বয়স সীমা 27 থেকে বেড়ে 30 বছর
কর্মরত অবস্থায় মৃত পুলিশকর্মীর পোষোর চাকরি পাওয়ার ক্ষেত্রে শারীরিক মাপজোক ও বয়সে ছাড়।
ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এমভিএফ হোম গার্ডদের প্রমোশনের আবেদনের বয়স ২৭ থেকে বেড়ে ৩৫ বছর।
কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক ড্রাইভারদের ভাতা বাড়িয়ে 13500 ও রাজ্য পুলিশের ক্ষেত্রে ১৫ হাজার করা হলো। ওয়ারলেস অপারেটর ও মাউন্ট পুলিশও এবার প্রমোশন পাবে।
কলকাতা ও রাজ্য পুলিশের আর্মড কনস্টেবল এবং এসআই (SI) পদে প্রমোশন পাবে, প্রয়োজ্য রাজ্য পুলিশ ও,
15 বছর চাকরির পর পুলিশ কর্মীরা নিজের জেলায় পোস্টিং এর আবেদন করতে পারবেন অনলাইনে, তবে চাকরির জীবন হতে হবে কলঙ্ক মুক্ত।
কলকাতা পুলিশের ডিসি (DC) এবং এসিদের (AC) 15 হাজার টাকা করে পোশাক ভাতা, পয়লা জুলাই থেকে তা কার্যকর হয়েছে।
রাজ্য পুলিশ ইন্সপেক্টর এসআই (SI) এএসআই (ASI), কনস্টেবল ইউনিফর্ম কিনে দেওয়ার মতো। 2023 থেকে 24 অর্থবর্ষ থেকে তারা পোশাক ভাতা পাবেন।
পোশাক ভাতা বাবদ ইন্সপেক্টর 10 হাজার এসআই 7500, এ এসআই 6 হাজার ও কনস্টেবল 5 হাজার পাবে।
এ বছর যেহেতু পুলিশ কর্মীরা ইউনিফর্ম কিট, পেয়ে গিয়েছে, তাই এবার তারা পোশাকের রক্ষণাবেক্ষণ বাবদ ভাতা পাবেন ইন্সপেক্টররা পাবে 4500 এসআই রা 4 হাজার এএসআই এবং কনস্টেবল ৩ হাজার টাকা।
Follow Your Facebook Page
latest Updates
#1septamber #westbangal #westbangalpolice #mamatabanarji #kolkatapolice #cmmamata #policeday #policekormi