Add to social media group


বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ ২০২২ | যোগ্যতা আবেদন পত্র, নিয়োগ পদ্ধতি-

BSF Head Constable Recruitment ২০২২ | বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2022


সুপ্রিয় বন্ধুরা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কেন্দ্র সরকারের বিএসএফ তথা ফর্সের হেড কনস্টেবল নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

ই নিয়োগে  আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, শারীরিক মাপ এবং নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি বেতন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেওয়া হল।

পদের নাম 

➥হেড কনস্টেবল (রেডিও অপারেটর)

➥কনস্টেবল (রেডিও মেকানিক

শূন্যপদ

➥হেড কনস্টেবল রেডিও অপারেটর ৯৮২ টি হেড ➥কনস্টেবল রেডিও মেকানিক ৩৩০ টি

যোগ্যতা

যেকোনোস্কৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং রেডিও ও টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন ইন কম্পিউটার সফটওয়্যার অথবা general electronic অথবা ডাটা এন্ট্রি অপারেটরের IIT থেকে করা দুই বছরের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

অথবা ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথের ৬০% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

বয়স সময়সীমা

➥ General প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মতো বয়স হতে হবে

➥ OBC প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৮ বছর

➥ SC & ST  প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর

শারীরিক পরিমাপ

➥ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সেমি এবং মহিলা ক্ষেত্রে ১৫৭ সেমি

➥ ছাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮০ সেমি 

বেতন

➥ মাসিক বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি 

➥ বোর্ডের সিকিউরিটি ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি

➤  1St Phase: Written Test

➤  2nd Phase: PST/PET & Documentation 

➤  3rd Phase: Medical Test


গুরুত্বপূর্ণ তারিখ

 ➥ আবেদন প্রক্রিয়া শুরু: ২০ শে আগস্ট ২০২২

 ➥ আবেদন প্রক্রিয়া শেষ: ১৯ শে সেপ্টেম্বর ২০২২

 ➥ পরীক্ষার তারিখ: ২০ শে নভেম্বর ২০২২

সমস্ত কিছু সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানার জন্য নিচ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল Download
নটিফিকেশন Download
আবেদন করুন Download
অফিসিয়াল ওয়েসাইট Download
টেলিগ্রাম চ্যানেল Join Now

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.