Add to social media group


জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -39

 জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -39

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়ঃ

➥ Education tube5m-

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1➤ শ্বসন খাদ্যস্থ স্থৈতিক শক্তির রূপান্তরিত হয়ে উৎপন্ন হয় --

ⓐ তাপশক্তি বা গতিশক্তি
ⓑ বৈদ্যুতিক শক্তি
ⓒ যান্ত্রিকশক্তি
ⓓ সৌরশক্তি

2➤ EMP পথ বলতে বোঝানো হয় --

ⓐ C4 চক্রকে
ⓑ C3 চক্রকে
ⓒ ক্রেবস চক্রকে
ⓓ গ্লাইকোলাইসিসকে

3➤ TCA চক্র বলতে বোঝানো হয় ---

ⓐ C3 চক্রকে
ⓑ C4 চক্রকে
ⓒ ক্রেবস চক্রকে
ⓓ গ্লাইকোলাইসিসকে

4➤ শ্বসন এক প্রকার ---

ⓐ শক্তিমোচী ও তাপমোচী প্রক্রিয়া
ⓑ তাপমোচী ও আলোকমোচী প্রক্রিয়া
ⓒ শক্তিমোচী ও আলোকমোচী প্রক্রিয়া
ⓓ উপচিতি প্রক্রিয়া

5➤ যে প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় তা হল --

ⓐ সবাত এবং অবাত শ্বসন
ⓑ সবাত শ্বসন
ⓒ অবাত শ্বসন
ⓓ সন্ধান

6➤ যে প্রকার শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তা হল ---

ⓐ অবাত শ্বসন
ⓑ সবাত শ্বসন
ⓒ সন্ধান
ⓓ কোনোটিই নয়

7➤ যে শ্বসন অক্সিজেন যুক্ত যৌগ প্রয়োজন হয় তা হল ---

ⓐ সবাত শ্বসন
ⓑ অবাত শ্বসন
ⓒ সন্ধান
ⓓ দহন

8➤ শ্বসনের সাধারণ পর্যায় হল ---

ⓐ গ্লাইকোলাইসিস
ⓑ ক্রেবস চক্র
ⓒ ফাইটোক্রম পথ
ⓓ প্রান্তীয় শ্বসন

9➤ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে উৎপন্ন হয় ---

ⓐ গ্লুকোজ
ⓑ সাইট্রিক অ্যাসিড
ⓒ পাইরুভিক অ্যাসিড
ⓓ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

10➤ সবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটে কোষের --

ⓐ সাইটোপ্লাজমে
ⓑ ক্লোরোপ্লাস্ট এ
ⓒ মাইটোকনড্রিয়াতে
ⓓ সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়াতে

11➤ অবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটে কোষের ---

ⓐ সাইটোপ্লাজমে
ⓑ মাইটোকনড্রিয়াতে
ⓒ ক্লোরোপ্লাস্ট এ
ⓓ সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়াতে

12➤ অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় --

ⓐ 150 Kcal
ⓑ 324 Kcal
ⓒ 50 Kcal
ⓓ 686 Kcal

13➤ নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় CO2 উৎপন্ন হয় না ?

ⓐ সবাত শ্বসন
ⓑ অবাত শ্বসন
ⓒ লেক্টিক অ্যাসিড সন্ধান
ⓓ কোহল সন্ধান

14➤ অতিরিক্ত পরিশ্রমের সময় ঐচ্ছিক পেশী কোষে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় ---

ⓐ ল্যাকটিক অ্যাসিড
ⓑ সাইট্রিক অ্যাসিড
ⓒ বিউটাইরিক অ্যাসিড
ⓓ ফিউমারিক ক্যাসিড

15➤ সন্ধানে উৎপন্ন পদার্থ সঞ্চিত হয় ---

ⓐ সাইটোপ্লাজমে
ⓑ মাইটোকনড্রিয়াতে
ⓒ কোষ গহরে
ⓓ কোষের বাইরে

16➤ কোহল সন্ধান সম্পন্ন হয় ---

ⓐ প্যারামিসিয়ামে
ⓑ ইস্টে
ⓒ স্পাইরোগাইরাতে
ⓓ হাইড্রাতে

17➤ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসন ঘটে ---

ⓐ সাইটোপ্লাজমে
ⓑ লাইসোজোমে
ⓒ মাইটোকনড্রিয়ার ম্যাট্রিক্সে
ⓓ মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে

18➤ অবাত শ্বসন উৎপন্ন পদার্থ গুলি হল ---

ⓐ CO2+H2O+গতিশক্তি
ⓑ C2H5OH+CO2
ⓒ ল্যাকটিক অ্যাসিড+H2O
ⓓ CO2

19➤ সবাত শ্বসনের পর্যায়ে গুলি হল ---

ⓐ গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র
ⓑ গ্লাইকোলাইসিস ও অক্সিডেটিভ ফসফোরাইলেসন
ⓒ গ্লাইকোলাইসিস , ক্রেবসচক্র ও প্রান্তীয় শ্বসন
ⓓ কোনোটিই নয়

20➤ দুগ্ধ শর্করা ও ল্যাকটোজকে বিশ্লিষ্ট করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে এবং দুধকে দই- এ রূপান্তরিত করে --

ⓐ ই. কোলাই ব্যাকটেরিয়া
ⓑ ল্যাকটোশিলাস ব্যাকটেরিয়া
ⓒ মাইকো ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া
ⓓ কোনোটিই নয়

21➤ উদ্ভিদের শ্বাস অঙ্গ হল ---

ⓐ পত্ররন্ধ্র
ⓑ মূলরোম
ⓒ কিউটিকল
ⓓ নালিকা বান্ডিল

22➤ নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় --

ⓐ ফনিমনসা গাছে
ⓑ পদ্ম গাছে
ⓒ সুন্দরী গাছে
ⓓ ভুট্টা গাছে

23➤ অবাত শ্বসন সম্পন্নকারী একটি প্রাণী হল --

ⓐ কেঁচো
ⓑ আরশোলা
ⓒ শামুক
ⓓ ফিতা কৃমি

24➤ এক অনু ATP থেকে নির্গত শক্তির পরিমাণ হল --

ⓐ 7.2 Kcal
ⓑ 7.3 Kcal
ⓒ 7.3 cal
ⓓ 7.2 cal

25➤ নিম্নলিখিত কোন অ্যাসিড পেশির ক্লান্তি ঘটায় ?

ⓐ অ্যাসেটিক অ্যাসিড
ⓑ অ্যামাইনো অ্যাসিড
ⓒ ল্যাকটিক অ্যাসিড
ⓓ ফ্যাটি অ্যাসিড

26➤ অ্যামিবা শ্বাসকার্য করে ---

ⓐ ত্বক দ্বারা
ⓑ দেহতল দ্বারা
ⓒ ফুলকা দ্বারা
ⓓ ফুসফুস দ্বারা

27➤ দেহতল প্রধান শ্বাসঅঙ্গ রূপে দায়িত্ব পালন করে ---

ⓐ কেঁচোর
ⓑ হাইড্রার
ⓒ ফড়িংয়ের
ⓓ টিকটিকির

28➤ মাকড়সার শ্বাসঅঙ্গের নাম হল ---

ⓐ বই ফুলকা
ⓑ বহি: ফুলকা
ⓒ বই ফুসফুস
ⓓ কোনোটিই নয়

29➤ ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য করে ---

ⓐ কেঁচো
ⓑ আরশোলা
ⓒ শামুক
ⓓ কুমির

30➤ পতঙ্গের দেহে শ্বাস ছিদ্র থাকে --

ⓐ 10 জোড়া
ⓑ 12 জোড়া
ⓒ 14 জোড়া
ⓓ 8 জোড়া

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.