জৈবনিক প্রক্রিয়া|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -38
ANM & GNM SPECIAL
তৃতীয় অধ্যায়ঃ
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 31 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ পদার্থের অনু নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে ব্যায়ের মাধ্যমে পরিবহন ঘটলে তাকে বলে --
ⓑ সংবহন
ⓒ নিষ্ক্রিয় পরিবহন
ⓓ সক্রিয় পরিবহন
2➤ নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় মাটির কৈশিক জল মূলরোধ দ্বারা শোষিত হয়ে জাইলেম বাহিকায় পৌঁছায় ?
ⓑ অভিস্রবণ
ⓒ বাষ্পমোচন
ⓓ বাষ্পীভবন
3➤ কোশান্তর অভিস্রবণ এর সঠিক পর্যায়ক্রমটি হল --
ⓑ বহিত্বক---> কর্টেক্স---> অন্তত্বক---> পরিচক্র--->কলাকোষ
ⓒ কলাকোষ---> কর্টেক্স---> পরিচক্র---> বহিত্বক
ⓓ কোনোটিই নয়
4➤ দেহের প্রতিটি কোষে প্রোটিন ও গ্লুকোজ প্রভৃতি যে প্রক্রিয়ায় প্রবেশ করে তা হল --
ⓑ সক্রিয় পরিবহন
ⓒ নিষ্ক্রিয় পরিবহন
ⓓ বাষ্পমোচন টান
5➤ জাইলেম বাহিকায় প্রাচীরে জলের অনুগুলি যে বল দ্বারা যুক্ত থাকে তা হল --
ⓑ কোহেশান বল
ⓒ টান বল
ⓓ বাষ্পমোচন বল
6➤ বাষ্পমোচন টান এবং সমসংযোগ আসক্তি বল--- মতবাদটির প্রবক্তা হলেন --
ⓑ স্ট্রাসবার্জার
ⓒ ডিক্সন ও জলি
ⓓ জগদীশচন্দ্র বসু
7➤ পত্রপ্রান্তে সুক্রোজের সিভনলে প্রবেশ করাকে বলে ---
ⓑ ফ্লোয়েম আনলোডিং
ⓒ ফ্লোয়েম লোডিং
ⓓ রসের উৎস্রত
8➤ জলের সংবহনে যে উদ্ভিদ কলা বিশেষ ভূমিকা পালন করে তা হল -
ⓑ মূলরোম
ⓒ মূলত্র
ⓓ জাইলেম কলা
9➤ ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনের সঠিক পথটি হল --
ⓑ মেসোফিলকোষ---> বান্ডিল আবরণী---> ফ্লোয়েম প্যারেনকাইমা---> সঙ্গীকোষ---> সিভনল---> সমগ্র উদ্ভিদদেহ
ⓒ A ও B উভয়েই
ⓓ কোনোটিই নয়
10➤ শ্বসন এক প্রকারের ---
ⓑ অপচিতি বিপাক ক্রিয়া
ⓒ ভৌত প্রক্রিয়া
ⓓ যান্ত্রিক প্রক্রিয়া
11➤ উচ্চশক্তি সম্পন্ন ATP উৎপাদনের প্রক্রিয়াটি হল ---
ⓑ পুষ্টি
ⓒ শ্বসন
ⓓ রেচন
12➤ শ্বসন প্রক্রিয়ায় জীব দেহের শুষ্ক ওজন --
ⓑ বৃদ্ধি পায়
ⓒ একই থাকে
ⓓ কোনোটিই নয়
13➤ শ্বসনে উৎপন্ন শক্তির মূল উৎস হল ---/ প্রধান শ্বসন বস্তুটি হল --
ⓑ প্রোটিন
ⓒ গ্লুকোজ
ⓓ গ্লিসারল
14➤ শ্বসন প্রক্রিয়াটি ঘটে ---
ⓑ ইউক্যারিওটিক কোষে
ⓒ প্রাণী কোষে
ⓓ সকল সজীব কোষে
15➤ শ্বসন প্রক্রিয়াতে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গানুটি হল ---
ⓑ রাইবোজোম
ⓒ সেন্ট্রোজোম
ⓓ মাইটোকনড্রিয়া
16➤ এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার বলে ---
ⓑ AMP কে
ⓒ ATP কে
ⓓ GTP কে
17➤ কোষের শক্তিঘর বলে ---
ⓑ মাইটোকন্ড্রিয়াকে
ⓒ লাইসোজোমকে
ⓓ প্লাস্টিডকে
18➤ প্রোক্যারিওটিক কোষে শ্বসন সম্পন্ন হয় ---
ⓑ সেন্ট্রোজোমে
ⓒ লাইসোজোমে
ⓓ মেসোজোমে
19➤ সবাত শ্বসন গৃহীত গ্যাসটি হল ---
ⓑ NO2
ⓒ CO2
ⓓ SO2
20➤ শ্বসনে জীব কর্তৃক বর্জিত গ্যাসটি হল ---
ⓑ NO2
ⓒ CO2
ⓓ SO2
21➤ শ্বাসকার্য এক প্রকারের ---
ⓑ অন্ত: কোশীয় জৈব রসায়নিক প্রক্রিয়া
ⓒ বহি: কোশীয় রসায়নিক প্রক্রিয়া
ⓓ কোনোটিই নয়
22➤ খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ---
ⓑ শ্বসনের মাধ্যমে
ⓒ শ্বাসকার্যের মাধ্যমে
ⓓ রেচন এর মাধ্যমে
23➤ প্রতিটি সজীব কোষে শ্বসন প্রক্রিয়া ঘটে ---
ⓑ কেবলমাত্র রাত্রিবেলা
ⓒ ভোরবেলা ও গোধূলি বেলা
ⓓ দিবারাত্র সব সময়
24➤ শক্তির দ্রুত মুক্তি ঘটে এবং তাপ শক্তি ও আলোক শক্তি উভয়েই উৎপন্ন হয় --
ⓑ অবাত শ্বসনে
ⓒ সন্ধানে
ⓓ দহনে
25➤ শ্বসনের প্রথম পর্যায়ে অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোষের ---
ⓑ মাইটোকনড্রিয়াতে
ⓒ ক্লোরোপ্লাসটিডে
ⓓ নিউক্লিয়lসে
26➤ শ্বসনের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ক্রেবস্ চক্র ঘটে কোষের ---
ⓑ মাইটোকনড্রিয়াতে
ⓒ ক্লোরোপ্লাস্টিডে
ⓓ নিউক্লিয়াসে
27➤ কোষের শক্তিঘর বলা হয় ---
ⓑ মাইটোকনড্রিয়াকে
ⓒ সেন্ট্রোজোমকে
ⓓ গলগি বস্তুকে
28➤ সবাত শ্বসনে অর্থাৎ এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে তাপ শক্তি উৎপন্ন হয় প্রায় ---
ⓑ 36 অনু
ⓒ 38 অনু
ⓓ 40 অনু
29➤ সবাত শ্বসন অর্থাৎ এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে তাপ শক্তি উৎপন্ন হয় প্রায় ---
ⓑ 666 Kcal
ⓒ 686 Kcal
ⓓ 698 Kcal
30➤ সবাত শ্বসন এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে ATP উৎপন্ন হয় --
ⓑ 36 অনু
ⓒ 38 অনু
ⓓ 40 অনু
31➤ যে জৈব রসায়নিক প্রক্রিয়ায় জীব O2 গ্রহণ করে এবং CO2 বর্জন করে তা হল --
ⓑ শ্বসন
ⓒ রেচন
ⓓ পুষ্টি