জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -30
ANM & GNM SPECIAL
দ্বিতীয় অধ্যায়ঃ
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ নতুন কোষ গঠনে প্রাথমিক কলার নাম হল --
ⓑ প্যারেনকাইমা
ⓒ স্ক্লেরেনকাইমা
ⓓ মেরিস্টেম
2➤ মানবদেহের সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে ?
ⓑ ফ্যাট
ⓒ জল
ⓓ প্লাজমা
3➤ কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয় ?
ⓑ নিউক্লিয়াস
ⓒ লাইসোজোম
ⓓ রাইবোজোম
4➤ দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায় তাকে বলে --
ⓑ পার্শ্বস্থ ভাজক কলা
ⓒ অগ্র- পার্শ্বস্থ ভাজক কলা
ⓓ নিবেশিত ভাজক কলা
5➤ কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন ?
ⓑ গ্লুকোজ
ⓒ শ্বেতসার জাতীয়
ⓓ ফ্যাট জাতীয়
6➤ উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে --
ⓑ সেলুলোজ রূপে
ⓒ শ্বেতসার রূপে
ⓓ গ্লাইকোজেন রূপে
7➤ নিম্নোক্ত উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত ?
ⓑ ফ্লোয়েম
ⓒ প্যারেনকাইমা
ⓓ হাইপোডার্মিস
8➤ যে পাঁচ কার্বন শর্করা টি RNA তে পাওয়া যায় --
ⓑ ডিঅক্সিরাইবোজ শর্করা
ⓒ দাক্ষা শর্করা
ⓓ গ্লুকোজ
9➤ মায়াটোম পেশি পরিলক্ষিত হয় --
ⓑ মাছে
ⓒ মানুষে
ⓓ শামুকে
10➤ নিউক্লিয়াস আবিষ্কার করেন --
ⓑ ওয়াটসন
ⓒ ব্রাউন
ⓓ মেন্ডেল
11➤ পারন কোষ দেখা যায় --
ⓑ বহি:ত্বকের কোষে
ⓒ কর্টেক্সের কোষে
ⓓ মজ্জার কোষে
12➤ ডিম্বনালীতে কোন প্রকার আবরণী কলা দেখা যায় ?
ⓑ রোমশ
ⓒ স্তম্ভাকার
ⓓ কোনাটিই নয়
13➤ বর্জ্য পদার্থ পূর্ণ প্যারেনকাইমা কোষকে কি বলে ?
ⓑ এরেনকাইমা
ⓒ প্রসেনকাইমা
ⓓ ক্লোরেনকাইমা
14➤ প্লাজমোডেসমাটা কোথায় পরিলক্ষিত হয় ?
ⓑ সাইটোপ্লাজমে
ⓒ কোষ পর্দায়
ⓓ কোষ প্রাচীরে
15➤ একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন ?
ⓑ রবার্টসন
ⓒ নিকলসন
ⓓ রবার্ট হুক
16➤ S অক্ষরটি কোন কোষ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা যায় ?
ⓑ রাইবোজোম
ⓒ লাইসোজোম
ⓓ গলগি বস্তু
17➤ DNA তে যে নাইট্রোজেন ব্যাস অনুপস্থিত তা হল --
ⓑ অ্যাডিনাইন
ⓒ থাইমিন
ⓓ সাইটোসিন
18➤ GERL তন্ত্রে কোন কোষ অঙ্গাণুটি থাকে না ?
ⓑ লাইসোজোম
ⓒ রাইবোজোম
ⓓ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
19➤ মাস মেরিস্টেম ভাজক কলা কি ধরনের বিভাজন ?
ⓑ অবস্থান অনুসারে বিভাজন
ⓒ কার্য অনুসারে বিভাজন
ⓓ কোনোটিই নয়
20➤ দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশী কোনটি ?
ⓑ গ্লুটিয়াস ম্যাক্সিমাস
ⓒ সারটেরিয়াল
ⓓ বাইসেপস
21➤ নিচের কোনটি দ্বি শর্করা নয় ?
ⓑ সুক্রোজ
ⓒ মলটোজ
ⓓ ল্যাকটোজ
22➤ DNA তে উপস্থিত A+G=T+C এটি কার সূত্র ?
ⓑ হরগোবিন্দ খোরানা
ⓒ চারগ্রাফ
ⓓ রবার্টসন
23➤ কোষ পর্দায় প্রোটিন এবং লিপিড এর অনুপাত কত ?
ⓑ 3:1
ⓒ 2:1
ⓓ 1:1
24➤ নিচের কোন কোষ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয় ?
ⓑ নিউক্লিয়াস
ⓒ মাইটোকনড্রিয়া
ⓓ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
25➤ মেসোজোম নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্টি হয়ে থাকে ?
ⓑ মাইট্রোকনড্রিয়া
ⓒ লাইসোজোম
ⓓ কোষ পর্দা
26➤ যোগ কলার প্রধান প্রোটিন হল --
ⓑ কোলাজেন
ⓒ মেলানিন
ⓓ মায়োসিন
27➤ এক্সট্রনিউক্লিয়ার DNA দেখা যায় ---
ⓑ রাইবোজোমে
ⓒ এন্ডোপ্লাজমীয় জালকে
ⓓ গলগি বস্তুতে
28➤ মাইটোকনড্রিয়ার কোন অংশে ATP উৎপন্ন হয়?
ⓑ ক্রিস্টাতে
ⓒ বহিঃ পর্দায়
ⓓ F1-বস্তুতে
29➤ প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তু গুলিকে একত্রে বলা হয় --
ⓑ প্লাজমা জেল
ⓒ মেসোপ্লাজম
ⓓ সাইটোপ্লাজম
30➤ সেন্ট্রিওলকে ঘিরে কটি পর্দা পরিবেষ্টিত থাকে ?
ⓑ 0 টি
ⓒ 1 টি
ⓓ 2 টি