Add to social media group


জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -29

 জীবন সংগঠনের স্তর|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -29

ANM & GNM SPECIAL


দ্বিতীয় অধ্যায়ঃ 

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 60 টি লাইফ সাইন্স mcq  দ্বিতীয় অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:


1➤ অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত ?

ⓐ স্তম্ভাকার আবরণী কলা
ⓑ রোমশ আবরণী কলা
ⓒ গ্রন্থিময় আবরণী কলা
ⓓ স্তরীভূত আবরণী কলা

2➤ মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে ?

ⓐ 25
ⓑ 35
ⓒ 45
ⓓ 65

3➤ নিচের কোনটি একটি কলা ?

ⓐ যকৃত
ⓑ হৃদপিণ্ড
ⓒ ত্বক
ⓓ রক্ত

4➤ কোন ধরনের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে ?

ⓐ সমাঙ্গ পৃষ্ঠ পাতা
ⓑ বিসমাঙ্গ পৃষ্ঠ পাতা
ⓒ a ও b উভয়েই
ⓓ কোনোটিই নয়

5➤ ভুট্টার কাণ্ডে কোন প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায় ?

ⓐ মুক্ত সমপার্শ্বীয়
ⓑ বদ্ধ সমপার্শ্বীয়
ⓒ মুক্ত সমদ্বিপার্শ্বীয়
ⓓ কোনোটিই নয়

6➤ নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গানুটি C2 চক্রের সাথে সম্পর্কিত ?

ⓐ পেরোক্সিজোম
ⓑ রাইবোজোম
ⓒ গলগী বডি
ⓓ লাইসোজোম

7➤ কান্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির ?

ⓐ এন্ডার্ক
ⓑ এক্সার্ক
ⓒ মেসার্ক
ⓓ কেন্দ্রিয়

8➤ NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয় ?

ⓐ নিউক্লিওপর্দা
ⓑ নিউক্লিওজালক
ⓒ নিউক্লিওলাস
ⓓ নিউক্লিওপ্লাজম

9➤ F1 বস্তু কোন কোষীয় অঙ্গাণু মধ্যে পাওয়া যায় ?

ⓐ রাইবোজোম
ⓑ মাইটোকনড্রিয়া
ⓒ লাইসোজোম
ⓓ প্লাস্টিড

10➤ একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত ?

ⓐ 206
ⓑ 208
ⓒ 209
ⓓ 211

11➤ মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হল --

ⓐ করোটি
ⓑ ফিমার বোন
ⓒ দাঁতের এনামেল
ⓓ মেরুদন্ড

12➤ একটি বরফাবৃত লেকের মধ্যে মাছ অনেকক্ষণ বাঁচতে পারে l কারণ --

ⓐ মাছ উষ্ণ রক্তের প্রাণী
ⓑ বরফে মাছ ঠিক থাকে
ⓒ তলার জল জমে না
ⓓ বরফ তাপের সুপরিবাহী

13➤ নিচের কোনটি দ্বি শর্করার উদাহরণ ?

ⓐ গ্লুকোজ
ⓑ ল্যাকটোজ
ⓒ ফ্রুক্টোজ
ⓓ গ্যালাকটোজ

14➤ নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না ?

ⓐ রেডিয়ান
ⓑ আলনা
ⓒ হিউমেরাস
ⓓ ফিমার

15➤ পেশিতে অবস্থিত প্রোটিন হল ?

ⓐ অ্যামাইনো অ্যাসিড
ⓑ রোডোপসিন
ⓒ অ্যাকটিন
ⓓ অ্যালবুমিন

16➤ মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা কয়টি ?

ⓐ 5 টি
ⓑ 7 টি
ⓒ 4 টি
ⓓ 12 টি

17➤ ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া?

ⓐ সিভনলের প্রস্থপ্রাচীরে
ⓑ ট্রাকিড এর প্রাচীরে
ⓒ ট্রাকিয়ার প্রাচীরে
ⓓ সঙ্গীকোষ এর প্রাচীরে

18➤ ট্রানস্ফিউশন কলা নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায় ?

ⓐ গুপ্তবীজী
ⓑ ব্যক্তবীজী
ⓒ ফার্ন
ⓓ মস

19➤ উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস নিচের ইংরেজি কোন বর্ণের ন্যlয়?

ⓐ Z
ⓑ A
ⓒ I
ⓓ B

20➤ পারনকোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায় ?

ⓐ একবীজপত্রী
ⓑ দ্বিবীজপত্রী
ⓒ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী
ⓓ কোনোটিই নয়

21➤ উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত ?

ⓐ জাইলেম
ⓑ ফ্লোয়েম
ⓒ ক্লোরেনকাইমা
ⓓ ভাজক কলা

22➤ জলপত্ররন্ধ্র কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাথে সম্পর্কিত ?

ⓐ বাষ্পমোচন
ⓑ সালোকসংশ্লেষ
ⓒ শ্বসন
ⓓ নি:শ্রাবণ

23➤ কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ?

ⓐ রাইবোজোম
ⓑ মাইটোকনড্রিয়া
ⓒ নিউক্লিয়াস
ⓓ গলগী বডি

24➤ মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?

ⓐ স্টেপিস
ⓑ ইনকাস্
ⓒ মেলিয়াস
ⓓ অক্সিপিটাল

25➤ শ্বেতসার বা Starch- এর রাসায়নিক সংকেত হল --

ⓐ (C6H5O6)n
ⓑ (C6H12O5)n
ⓒ (C12H22O11)n
ⓓ (C12H24O11)n

26➤ নিচের কোনটিতে সবথেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে ?

ⓐ তুলা
ⓑ নারকেলের ছোবড়া
ⓒ শনের আঁশ
ⓓ তিসি গাছ

27➤ কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে ?

ⓐ ক্যালসিয়াম
ⓑ পটাশিয়াম
ⓒ ম্যাগনেসিয়াম
ⓓ সোডিয়াম

28➤ খাদ্যে শ্বেতসারকে শনাক্ত করা যায় --

ⓐ দানার আকৃতি থেকে
ⓑ সাদা রঙ দেখে
ⓒ শক্তি সঞ্চয় থেকে
ⓓ আয়োডিনের সংযোগে নীল বর্ণ ধারণ থেকে

29➤ মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনসিটিয়াম ?

ⓐ অরেখ পেশী
ⓑ হৃদপেশী
ⓒ স্নায়ুকোষ
ⓓ সরেখ পেশী

30➤ মাইটোকনড্রিয়ার অন্ত:পর্দার অন্ত:গাত্রে অবস্থিত টেনিস রেকেটের ন্যlয় বৃন্তযুক্ত গঠনকে কি বলে ?

ⓐ ডিপ্লোজোম
ⓑ কোয়ান্টোজোম
ⓒ অক্সিজোম
ⓓ মাইক্রোজোম

31➤ নিচের কোনটি মাইক্রোএলিমেন্ট বা ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান ?

ⓐ B
ⓑ C
ⓒ S
ⓓ Mg

32➤ কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কlয়টিন ?

ⓐ শৈবাল
ⓑ ছত্রাক
ⓒ ব্রায়োফাইটা
ⓓ টেরিডোফাইটা

33➤ লিউকোপ্লাস্টিড এর অবস্থান হল --

ⓐ ফুল
ⓑ মূল
ⓒ ফল
ⓓ কান্ড

34➤ মানব দেহের কোন অঙ্গ বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত ?

ⓐ বৃক্ষ
ⓑ সেরিব্রাম
ⓒ পিটুইটারি
ⓓ ফুসফুস

35➤ সবচেয়ে বড় কুড়ি হল --

ⓐ ফুলকপি
ⓑ বাঁধাকপি
ⓒ বিট
ⓓ সূর্যমুখী

36➤ অ্যাডামস অ্যাপল কাকে বলে ?

ⓐ লেরিংক্রকে
ⓑ ট্রাকিয়াকে
ⓒ ব্রাঙ্কিওলকে
ⓓ ফেরিংক্রকে

37➤ কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে ?

ⓐ লাইসোজোম
ⓑ রাইবোজোম
ⓒ মাইটোকনড্রিয়া
ⓓ সেন্ট্রোজোম

38➤ ফুসফুসের আবরণীকে কি বলে ?

ⓐ প্লুরl
ⓑ পেরিকার্ডিয়াম
ⓒ একক আবরণী
ⓓ কোনোটিই নয়

39➤ ক্রিস্টি কোথায় পাওয়া যায় ?

ⓐ ক্ষুদ্রান্তে
ⓑ মাইটোকনড্রিয়াতে
ⓒ হৃদপিন্ডে
ⓓ নিউক্লিয়াসে

40➤ পিত্ত কোথা থেকে ক্ষরিত হয় ?

ⓐ পিত্তাশয়
ⓑ যকৃত
ⓒ অগ্নাশয়
ⓓ ক্ষুদ্রান্ত

41➤ পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হল--

ⓐ লাইসোজোম
ⓑ রাইবোজোম
ⓒ মাইটোকনড্রিয়া
ⓓ ER

42➤ উদ্ভিদের কোষপ্রাচীর যে ধরনের পর্দা থাকে --

ⓐ অভেদ্য
ⓑ ভেদ্য
ⓒ অর্ধভেদ্য
ⓓ প্রভেদক ভেদ্য

43➤ মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোথায় আছে ?

ⓐ হাত
ⓑ উরু
ⓒ ঘাড়
ⓓ চোয়াল

44➤ মানবদেহের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় ?

ⓐ মাইটোকনড্রিয়া
ⓑ সাইটোপ্লাজম
ⓒ প্রটোপ্লাজম
ⓓ কোনোটিই নয়

45➤ উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম হল --

ⓐ কোলেনকাইমা
ⓑ প্যারেনকাইমা
ⓒ স্ক্লেরেনকাইমা
ⓓ ফ্লোয়েম

46➤ নালিকা বান্ডিলে কোন কলা থাকে ?

ⓐ জাইলেম
ⓑ ফ্লোয়েম
ⓒ A ও B উভয়েই
ⓓ কোনোটিই নয়

47➤ কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না ?

ⓐ পাখি
ⓑ মানুষ
ⓒ সরীসৃপ
ⓓ উভচর

48➤ উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হল --

ⓐ পেকটিন
ⓑ লিগনিন
ⓒ সেলুলোজ
ⓓ কাইটিন

49➤ মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হল --

ⓐ লালাগ্রন্থি
ⓑ পাকস্থলী
ⓒ যকৃত
ⓓ ক্ষুদ্রান্ত

50➤ একটি গ্লুকোজ অনুতে কার্বন পরমাণুর সংখ্যা কত ?

ⓐ 4 টি
ⓑ 2 টি
ⓒ 6 টি
ⓓ 3 টি

51➤ DNA এর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন --

ⓐ হরগোবিন্দ খোরানা
ⓑ ওয়াটসন এবং ক্রিক
ⓒ বিজ্ঞানী চারগ্রাফ
ⓓ কোনাটিই নয়

52➤ মানুষের নিম্নলিখিত কোন কোষটি বিভাজিত হয় ?

ⓐ লোহিত রক্তকণিকা
ⓑ অনুচক্রিকা
ⓒ স্নায়ু কোষ
ⓓ শ্বেত রক্তকণিকা

53➤ যে প্যারেনকাইমা কলায় পূর্ণ থাকে তাকে কি বলে ?

ⓐ ক্লোরেনকাইমা
ⓑ এরেনকাইমা
ⓒ প্লেকটেনকাইমা
ⓓ প্রসেনকাইমা

54➤ কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত ?

ⓐ রাইবোজোম
ⓑ মাইটোকনড্রিয়া
ⓒ গলগী বডি
ⓓ লাইসোজোমলাইসোজোম

55➤ উদ্ভিদের কোন অংশে ক্রোমোপ্লাস্টিড পাওয়া যায়। ?

ⓐ ফুল
ⓑ মূল
ⓒ ফল
ⓓ A ও C উভয়ই

56➤ বৃহত্তম প্রাণী কোষ কোনটি ?

ⓐ উট পাখির ডিম
ⓑ পাখির X কোষ
ⓒ স্নায়ু কোষ
ⓓ সরেখ পেশি কোষ

57➤ নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় ?

ⓐ গলগী বডি
ⓑ লাইসোজোম
ⓒ রাইবোজোম
ⓓ মাইটোকনড্রিয়া

58➤ পেপটাইডোগ্লাইকেন দেখা যায় --

ⓐ ভাইরাসের কোষ প্রাচীরে
ⓑ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে
ⓒ শৈবালের কোষ প্রাচীরে
ⓓ ছত্রাকের কোষ প্রাচীরে

59➤ পলিজোম আসলে --

ⓐ একত্রিত রাইবোজোম
ⓑ একত্রিত মাইটোকনড্রিয়া
ⓒ একক রাইবোজোম
ⓓ একক মাইটোকনড্রিয়া

60➤ এরেনকাইমা কলা দেখা যায় --

ⓐ সুন্দরী
ⓑ মটর
ⓒ ক্যাকটাস
ⓓ পদ্ম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.