Add to social media group


পশ্চিমবঙ্গের নদনদী পিডিএফ || rivers of West Bengal PDF

 পশ্চিমবঙ্গের নদনদী পিডিএফ || rivers of West Bengal PDF

পশ্চিমবঙ্গের নদনদী পিডিএফ || rivers of West Bengal PDF

EducationTube5m

সুপ্রিয় বন্ধুরা,,

এডুকেশন টিউব ফাইভ এম ডট ইন -ওয়েব সাইটে তোমাদের সকলকে স্বাগত । আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গের নদ-নদী pdf  টি শেয়ার করলাম।

যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ-নদী, তাদের দৈর্ঘ্য, উৎসস্থল, মোহনা বা পতন স্থল, ও উপনদী সমূহ প্রভৃতি খুব সুন্দর ভাবে আলোচনা করা আছে।

সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নাও, এবং অফলাইনে পড়ার জন্য নিচের থেকে পোস্টটির PDF ফাইলটি ডাউলোড  করে নাও।


                          পশ্চিমবঙ্গের নদ-নদী                    


পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য উৎপত্তি ও গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদনদী কে চারটি ভাগে ভাগ করা যায় 

যথা--

01. উত্তরবঙ্গের নদ-নদী

02. গঙ্গা ও তার উপ-নদী

03. পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদী

04. সুন্দরবন অঞ্চলের নদ-নদী


01. উত্তরবঙ্গের নদ নদী : 

তিস্তা নদী

* দৈর্ঘ্য: 413 কিমি, ভারতের 291 কিমি এবং পশ্চিমবঙ্গের 122 কিমি

* উৎসস্থল : সিকিমের জেমু হিমবাহ।

* পতনস্থল :  বাংলাদেশের যমুনা নদীতে।

* শাখানদী ও উপনদী : রঞ্জিত, জলঢাকা, কালিঝোড়া, লিস।

* বৈশিষ্ট্য : এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এই নদী ত্রাসের নদী নামে পরিচিত


মহানন্দা নদী

* দৈর্ঘ্য 290 কিমি।

* উৎসস্থল : মহালধিরাম পার্বত্য অঞ্চল।

* পতনস্থল :  বাংলাদেশের পদ্মা নদীতে।

* শাখানদী ও উপনদী : গুলুমা খোলা, ডোক, মেচি, বালাসন ।

* বৈশিষ্ট্য : এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মহানন্দা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত।


জলঢাকা নদী

* দৈর্ঘ্য :  236 কিমি

 * উৎসস্থল :  সিকিম ভুটানের বিদ্যাং হ্রদ।

* পতনস্থল : বাংলাদেশের যমুনা নদীতে।

* উপনদী : ধরলা, গিধারী, ডলং,  ডায়না ।

* বৈশিষ্ট্য : গরুমারা উভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত।


তোর্সা নদী

* দৈর্ঘ্য : 358 কিমি।

* উৎসস্থল : ট্যং গীরিপথের চুম্বি উপত্যকা।

* পতনস্থল : বাংলাদেশের যমুনা নদীতে।

* উপনদী : মিলেঙ্গি,বেলা, সুনজাই।

* বৈশিষ্ট্য : শাখানদী - চিলি, তোর্সা ও চর তোর্সা।


কালজানি নদী

* উৎসস্থল : ভুটান পাহাড়।

* পতনস্থল : তোর্সা সাথে মিশিয়ে ব্রহ্মপুত্রে।

* উপনদী : গদাধর, চেকো, নেনাই।

* বৈশিষ্ট্য : আলাইকুড়ি,ও ডিমা নদীর মিলিত ধরার নাম কালজানি।


রায়ডাক নদী

* উৎসস্থল : ভুটানের আংকাচু শৃঙ্গ।

* পতনস্থল : বাংলাদেশের যমুনা।

* উপনদী : দীপা।


বালাসন নদী

* উৎসস্থল : লেপচা জগৎ ।

* পতনস্থল : মহানন্দা।

* উপনদী : রঙ, বিং।


02. গঙ্গা ও তার উপনদী : 


গঙ্গা নদী

* দৈর্ঘ্য : মোট 2525 কিমি, পশ্চিমবঙ্গের 520 কিমি।

* উৎসস্থল : গায়ত্রী হিমাবাহ।

* পতনস্থল : বঙ্গোপসাগর।

* উপনদী : দামোদর, রূপনারায়ন, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়।

* বৈশিষ্ট্য : পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গা ভাগীরথী এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত।


03. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ-নদী : 


দামোদর নদ

* দৈর্ঘ্য  : 592 কিমি।

* উৎসস্থল : ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়।

* পতনস্থল : উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদী।

* উপনদী : বরাকর, কোনার, বোকারো, আয়ার।

* বৈশিষ্ট্য : বাংলার দুঃখ নামে পরিচিত ।


সুবর্ণরেখা নদী

* দৈর্ঘ্য : 474 কিমি।

* উৎসস্থল : ঝাড়খণ্ডের পালামো জেলার টোরির নিকট।

* পতনস্থল : বঙ্গোপসাগর।

* উপনদী : শাংখো, সাপুলিনালা, রূপাই, ডুলুং।


কংসাবতী নদী

* দৈর্ঘ্য  : 336 কিমি।

* উৎসস্থল : অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড়।

* পতনস্থল : হুগলি নদী।

* উপনদী : কুমারী পাটলো।


অজয় নদ

* দৈর্ঘ্য  : 276 কিমি।

* উৎসস্থল : ঝাড়খন্ড দুমকা।

* পতনস্থল : ভাগীরথী নদী।

* উপনদী : কোনুর, হিংলা, তুমুনি ।


ময়ূরাক্ষী নদী

* দৈর্ঘ্য  : 250 কিমি।

* উৎসস্থল : বৈদ্যনাথধামের ত্রিকুট পাহাড়।

* পতনস্থল : ভাগীরথী নদী।

* উপনদী : পুস্কানি।


রূপনারায়ন নদী

* দৈর্ঘ্য  : 80 কিমি।

* উৎসস্থল : পশ্চিমবঙ্গের মালভূমি।

* পতনস্থল : হুগলি নদী।

* উপনদী : মুন্ডশ্বরী ।


হলদি নদী

* দৈর্ঘ্য : 24 কিমি

* উৎসস্থল : কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ।

* পতনস্থল : ভাগীরথী নদী।


 04. সুন্দরবন অঞ্চলের নদ-নদী : 

এই অঞ্চলের নদ-নদী গুলির প্রধানত জোয়ারের জলে পুষ্ট এবং এগুলোর সবই হুগলি শাখা নদী। সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদী গুলি হল_মাতলা, ইচ্ছামতী, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালী, ঠাকুরান, কালিন্দী ইত্যাদি।


Fill Details

PDF Name : 

Language : 

Size : 

No.Of Page : 

Download Link : Click Here to Download


ভারতের নদ নদী পিডিএফ =>

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.