Add to social media group


বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ || জীবন বিজ্ঞান_ GNM পর্ব -13

  বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -13

ANM & GNM SPECIAL

তৃতীয় অধ্যায়

সুপ্রিয় বন্ধুরা,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 30 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -

 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _


কিছু নমুনা প্রশ্ন উত্তর:


1➤ যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয় তাহলে F1 প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে ?

ⓐ 1
ⓑ 2
ⓒ 4
ⓓ 8

2➤ একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি ?

ⓐ Tt
ⓑ tt
ⓒ TT
ⓓ Tt এবং tt

3➤ হিমোফিলিয়া রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে ?

ⓐ ফ্যাক্টর - I
ⓑ ফ্যাক্টর - II
ⓒ ফ্যাক্টর - VIII
ⓓ ফ্যাক্টর - IX

4➤ নিম্নলিখিত কোনটি সংকরজাতের গরু ?

ⓐ জার্সি
ⓑ ভাগল্পুরি
ⓒ শাহী
ⓓ জার্সি শাহীওয়াল

5➤ ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা হল --

ⓐ ৪৬
ⓑ ৪৭
ⓒ ৪৮
ⓓ ৪৫

6➤ নিম্নলিখিত কোনটির শিশু প্রাণীর নাম নিম্ফ ?

ⓐ প্রজাপ্রতি
ⓑ গুবরোপোকা
ⓒ আরশোলা
ⓓ মাছি

7➤ ব্যাকটেরিয়া ই . কোলাই- এ বর্তমান বংশগত বস্তু হল --

ⓐ একতন্ত্রী DNA
ⓑ RNA
ⓒ দ্বিতন্ত্রী DNA
ⓓ প্রোটিন

8➤ ' Jumping genes ' তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত ?

ⓐ ম্যাকক্লিনটক
ⓑ মেন্ডেল
ⓒ মর্গ্যান
ⓓ হুগো দি ভ্রিস

9➤ মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?

ⓐ ল্যামার্ক
ⓑ হেকেল
ⓒ ডারউইন
ⓓ ডিভ্রিস

10➤ বংশগতিবিদ্যার জনক কে ?

ⓐ ডারউইন
ⓑ মেন্ডেল
ⓒ ল্যামার্ক
ⓓ ওপারিন

11➤ মটর গাছে মেন্ডেলের পরীক্ষার কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন ?

ⓐ কাক্ষিক পুষ্প
ⓑ সবুজ রঙ্গের বীজ
ⓒ সবুজ রঙের শুটি
ⓓ গোলাকার বীজ

12➤ কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠা করেন ?

ⓐ মর্গ্যান
ⓑ বেটেসন
ⓒ স্টাসবার্গার
ⓓ চারগ্রাফ

13➤ একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটারোজাইগাস গাছের ক্রস করালে F1 প্রজন্মে উৎপন্ন হবে --

ⓐ 100% লম্বা
ⓑ 100% বেঁটে
ⓒ 50% লম্বা ও 50% বেঁটে
ⓓ কোনোটিই নয়

14➤ YYRRtt উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট তৈরি হবে ?

ⓐ 2 প্রকার
ⓑ 4 প্রকার
ⓒ 8 প্রকার
ⓓ কোনোটিই নয়

15➤ হলুদ গোলাকার শংকর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রস করালে মোট 800 টি উদ্ভিদের মধ্যে কয়টি হলুদ কুঞ্চিত উদ্ভিদ হবে ?

ⓐ 200 টি
ⓑ 400 টি
ⓒ 500 টি
ⓓ 300 টি

16➤ কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিরকে জিন তত্ত্বের ব্যবহার করেন ?

ⓐ মেন্ডেল
ⓑ ওয়াটসন এবং ক্রিক
ⓒ মর্গান
ⓓ দি ভিস

17➤ মেন্ডেলের একসংকর জননের জিনোটাইপ অনুপাত কত ?

ⓐ 1 : 3
ⓑ 1 : 2 : 1
ⓒ 1 : 1 : 2
ⓓ 3 : 1

18➤ দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত কত ?

ⓐ 3 : 1
ⓑ 9 : 3 : 3 : 1
ⓒ 3 : 2
ⓓ 4 : 1

19➤ পরিব্যক্তির জনক কে ?

ⓐ মেন্ডেল
ⓑ ল্যামার্ক
ⓒ হুগো দে ভ্রিস
ⓓ ডারউইন

20➤ মেন্ডেলের প্রথম সূত্রটি হল --

ⓐ স্বাধীন বন্টনের সূত্র
ⓑ দ্বি সংকর জনন
ⓒ পৃথক ভবনের সূত্র
ⓓ বহু সংকর জনন

21➤ হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন ?

ⓐ X ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
ⓑ X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
ⓒ y ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
ⓓ y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

22➤ জিনতত্ত্বের জনক কাকে বলা হয় ?

ⓐ ল্যামার্ক
ⓑ ডারউইন
ⓒ লিনিয়াস
ⓓ মেন্ডেল

23➤ একটি সংকর লম্বা মটর গাছের জিনোটাইপ কি হবে ?

ⓐ tt
ⓑ Tt
ⓒ Mt
ⓓ TT

24➤ tt × Tt এইরূপ সংকরায়ন কে কি বলে ?

ⓐ ব্যাক ক্রস
ⓑ টেস্ট ক্রস
ⓒ উভয়
ⓓ কোনোটিই নয়

25➤ থ্যালাসেমিয়া রোগের বাহক কে ?

ⓐ পুরুষ
ⓑ পুরুষ - মহিলা উভয়
ⓒ মহিলা
ⓓ সঠিক জানা যায়নি

26➤ tt এবং Tt মটরগাছের সংকরায়নের ফলে কত শতাংশ সংকর লম্বা (Tt) মটরগাছ জন্মাবে ?

ⓐ 25 %
ⓑ 50 %
ⓒ 75 %
ⓓ 100 %

27➤ YyRr জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে ?

ⓐ 1 প্রকার
ⓑ 2 প্রকার
ⓒ 3 প্রকার
ⓓ 4 প্রকার

28➤ বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা ?

ⓐ মহিলা এবং মহিলাদের দ্বারা প্রকাশিত
ⓑ মহিলা এবং পুরুষদের দ্বারা প্রকাশিত
ⓒ পুরুষ এবং মহিলাদের দ্বারা প্রকাশিত
ⓓ পুরুষ এবং পুরুষদের দ্বারাই প্রকাশিত

29➤ মানবদেহে কোন রোগ বংশপরম্পরায় নিয়ন্ত্রিত হয় ?

ⓐ অ্যালক্যাপটোনিউরিয়া
ⓑ লিউকেমিয়া
ⓒ অ্যানিমিয়া
ⓓ এর সব কটি

30➤ 44A + XXX জেনোটাইপ যুক্ত মহিলার কটি বারবডি আছে ?

ⓐ একটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ চারটি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.