Daily carrent affairs 15th March 2022 | ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 202
"Mathematics United"
2. মাছের উৎপাদন বৃদ্ধি করতে NABARD- এর সাথে পার্টনারশিপ গড়লো উড়িষ্যা সরকার।
3. উত্তর ভারতের প্রথম স্পেস সেন্টারের উদ্বোধন করা হলো জম্মুতে।
4. ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাস 28 টি বলে দ্রুততম 50 রান করলেন ঋষভ পান্থ।
5. বিদ্যালয় শিক্ষার্থীর জন্য যুব বিজ্ঞানী কার্যক্রম নামের বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছে- ISRO
6. INTERNATIONAL BOOKER PRIZE - এর জন্য নমিনেটেড হল হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদিত উপন্যাস "Tomb of Sand"
7. সম্প্রতি দিল্লিতে "সাহিত্যউৎসব এর প্রয়োজন করল সাহিত্য একাডেমি
8. সম্প্রতি ড্রোন স্কুলের উদ্বোধন করা হলো মধ্যপ্রদেশের গোয়ালিয়রে
9. পরম গঙ্গা নামে সুপার কম্পিউটার স্থাপন করা হলো IIT-Roorkee তে
10. International Tennis hall of Fame Open এর অফিসিয়াল স্পেন্সর হলো *Infosys Company.
11. বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয় 15 ই মার্চ এবছরের থিম হলো Fair Digital Finance.
12. ভারতের প্রথম মেডিক্যাল শহর Indrayani Medicity স্থাপন করা হবে মহারাষ্ট্রের পুনেতে
13. সাম্প্রতিক চিলির কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Gabriel Boric Font .
14. My 11 Circle - কোম্পানীর ব্র্যাঞ্চ অ্যাম্বসেডর হিসাবে নিযুক্ত হলেন ক্রিকেটার শুবমান গিল ও রুতুরাজ গায়কয়ার।
15. German Open 2022 এ ভারতীয় টেনিস খেলোয়াড় লক্ষ্যসেন রুপোর পদক জিতলেন।
16. 2022 কলকাতা বই মেলাই পশ্চিমবঙ্গের মুখযমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা 12 টি বই প্রকাশিত হলো ; যার মধ্য উল্লেখ হলো -1 খেলা হবে , কভিডের দিনলিপি, দুয়ারের সরকার, বিধানসভার মুখ্যমন্ত্রী ইত্যাদি।
17. গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি বিল্ডিংয়ের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।
18. Bajaj Allianz General insurance company র ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে তপন সিংঘেলের কার্যকালের মেয়াদ 5 বছর বাড়ানো হলো ।
19. IPL 2022- এর জন্য ROYAL Challanger's Bangalore (RCB) দলের নতুন ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকান
ক্রিকেটার ফাফ দু প্লেসিস,
20. BIG BAZAAR- কোম্পানীর নাম পরিবরতন করে নতুন নাম রাখা হলো SMART BAZZAAR.