জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -08
ANM & GNM SPECIAL
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 54 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - #Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
pradip1➤ কেঁচোর গমন পদ্ধতির নাম হল --
2➤ তারামাছের গমন অঙ্গ হল --
3➤ কেঁচোর গমন অঙ্গের নাম হল --
4➤ কর্ষিকার সাহায্যে গমনকারী প্রাণীটি হল --
5➤ আরশোলার গমনঅঙ্গগুলি যুক্ত থাকে --
6➤ আরশোলার গমন পদ্ধতির নাম হল --
7➤ আরশোলার গমন অঙ্গ হল --
8➤ অ্যামিবয়েড গমন দেখা যায় --
9➤ আরশোলার ডানা সংখ্যা হল --
10➤ আরশোলার বাদামী বর্ণের শক্ত ডানার নাম হল --
11➤ মাছের গমন অঙ্গ হল --
12➤ মাছের গমনে সাহায্যকারী পেশী হল --
13➤ শামুকের গমন অঙ্গের নাম হল --
14➤ অ্যামিবা যে পদ্ধতিতে স্থানান্তরে গমন করে তাকে বলে --
15➤ গমনকালে মাছের দিক পরিবর্তনের সহায়তা করে --
16➤ মায়াটোম পেশী দেখা যায় --
17➤ মাছকে জলে ভাসতে সাহায্য করে --
18➤ রুই মাছের জোড় - পাখনাগুলি হল --
19➤ প্যারামেসিয়াম - এর গমন অঙ্গ হল --
20➤ রুই মাছের পটকাতে গ্যাস উৎপাদন করে যে অঙ্গ তা হল --
21➤ তারামাছের গমন পদ্ধতি হল --
22➤ জেলিফিশের গমন অঙ্গ হল --
23➤ মাছকে জলের মধ্যে ডুবতে ও ভাসতে সাহায্য করে --
24➤ কেঁচোর গমনে সহায়ক পেশী হল --
25➤ মাছের গমন পদ্ধতির নাম হল --
26➤ মানুষের অঙ্গপ্রতঙ্গের সংকোচন নিয়ন্ত্রিত হয় --
27➤ মানুষের গমন পদ্ধতিকে বলে --
28➤ সন্ধিস্থলের দুটি অস্থি ভাঁজ হয়ে পরস্পর নিকটে আসে যে পেশীর সংকোচনের ফলে তা হল --
29➤ গমনকালে দেহের ভারসাম্য রক্ষা করে --
30➤ দুটি অস্থির সংযোগস্থলে যে বিশেষ ধরনের তন্তু যুক্ত থাকে তাকে বলে --
31➤ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল অস্থির সংখ্যা হল --
32➤ মানুষের মেরুদন্ডে কশেরুকার সংখ্যা হল --
33➤ সচল অস্থিসন্ধিগুলি আবৃত থাকে --
34➤ বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলে --
35➤ বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে --
36➤ বহিঃস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে --
37➤ সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের বিপরীতে মাটির উপরের দিকে বৃদ্ধি পাওয়াকে বলে --
38➤ কোন রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে --
39➤ উদ্ভিদের বিটপের আলোর দিকে চলনকে বলে --
40➤ ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলন কাকে বলে --
41➤ আলোকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলন বা গমন কাকে বলে --
42➤ আলোকের তীব্রতার প্রভাবে নিয়ন্ত্রিত উদ্ভিদের ব্যপ্তি চলনকে বলে --
43➤ উদ্ভিদের মূলের অভিকর্ষ অভিমুখে চলনকে বলে --
44➤ স্পর্শ করলে লজ্জাবতী লতার পাতা মুদে যাওয়াকে বলে --
45➤ উদ্ভিদ মূলের জলের দিকে চলনকে বলে --
46➤ উদ্ভিদ অঙ্গের নিকটিন্যাস্টি চলন লক্ষ্য করা যায় --
47➤ উষ্ণতার প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে --
48➤ ফার্নের স্ত্রী ধনী নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা ফার্নের শুক্রাণু আকৃষ্ট হয় তা হল --
49➤ মসের স্ত্রী ধনী নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা মসের শুক্রাণু আকৃষ্ট হয় তা হল --
50➤ জলের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে --
51➤ জলস্রোতের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে --
52➤ বৈদ্যুতিক শক্তির প্রভাবে বা তড়িৎ বিভবের প্রভাবে যে ট্যাকটিক চলন দেখা যায় তা হল --
53➤ আলো ও উষ্ণতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে --
54➤ সূর্যশিশির উদ্ভিদের পাতার কিনারার আকর্ষগুলির চলনকে বলে --