Pradip
➤  বায়ুর চেয়ে হালকা গ্যাসটির নাম কি
,=> হাইড্রোজেন
➤  ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়
,=> পারঅক্সাইড
➤  জল মিথাইল অ্যালকোহল'-এই মিশ্রণের দুটি পদার্থ কে পৃথক করার উপায় হল
,=> আংশিক পাতন পদ্ধতিতে
➤  গ্রীষ্মপ্রধান দেশে গ্যালিয়াম ধাতুটির ভৌত অবস্থান হল
,=> তরল
➤  একটি প্রাকৃতিক ভৌত পরিবর্তনের উদাহরণ হল
,=> হিমবাহের গলন
➤  যে রাসায়নিক ধর্মের সাহায্য KCI ও CAO কে পৃথকভাবে শনাক্ত করা যায় সেটি হল
,=> জলের সঙ্গে বিক্রিয়া
➤  হাইড্রোজেন সালফাইডের যে ক্ষমতা আছে তা হল-
,=> বিজারণ
➤  কোন পদার্থ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলে-
,=> জারিত
➤  জলের তড়িদবিশ্লেষনে ক্যাথডে 2c.c. হাইড্রোজেন উৎপন্ন হলে, অ্যানোড উৎপন্ন অক্সিজেনের আয়তন-
,=> 1c.c.
➤  নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে তড়িদ অবিশ্লেষ্য হচ্ছে
,=> চিনির জলীয় দ্রবণ
➤  আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে একটি তীব্র তড়িদ--বিশ্লেষ্য পদার্থের নাম 
,=> খাদ্য লবন
➤  তড়িদ বিশ্লেষণ কি ধরনের পরিবর্তন-
,=> রাসায়নিক
➤  জলের তড়িদবিশ্লেষনে  হাইড্রোক্সিল আয়ন কোন তড়িৎদ্বারে কি প্রক্রিয়ায় মুক্ত হয়
,=> অ্যানোডে , জারন প্রক্রিয়ায়
➤  ডিটারজেন্টের একটি প্রধান উপাদান হল-
,=> অ্যালকোহল বেঞ্জিন সালফোনেট (ABS)
➤  তড়িদ্বার রূপে ব্যবহৃত হয় -
,=> গ্রাফাইট
➤  চিনি শোধনে ব্যবহৃত হয় -
,=> সক্রিয় চারকোল
➤  উন্নতমানের কয়লার নাম
,=> অ্যানথ্রাসাইট
➤  নব আবিস্কৃত কার্বনের অনিয়তাকার রুপভেদটি হল
,=> ফুলারিন
➤  একটি তরল ও একটি গ্যাসের মিশ্রণের উদাহরণ হল
,=> সোডা ওয়াটার
➤  কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের একটি শোষক হল -
,=> NaOH দ্রবন  (গাঢ়)
➤  1 মাইক্রন কত মিটারের সমান -
,=> 10-⁶m
➤  একটি উদ্ত্যাগী পদার্থের উদাহরণ হল
,=> কাপড় কাচার সোডা
➤  জলে উপস্থিত কোন দূষণকারী পদার্থের উপস্থিতির জন্য ব্ল্যাক ফুট ডিজিস হয়
,=> ফ্লুরিন
➤  জলের খরতা দূরীকরণের একটি পদ্ধতির নাম হল
,=> ক্যালগন পদ্ধতি
➤   ফসফেটঘটিত স্যার উৎপাদনের সময কারখানা ও চাষের জমি থেকে কোনো জাতীয়  দূষিত অ্যাসিড জলের সঙ্গে মিশে যায় -
=> ফ্লুরাইড জাতীয় অ্যাসিড 

