Add to social media group


Online GK in Bengali || Gk পর্ব-8

 Online GK mock test in Bangla part :- 01

প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি 
 Online GK mock test in Bangla part :- 8

যদি তোমাদের বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে নিচে দেওয়া  Start the Quiz লেখাটিতে ক্লিক করে কুইজটিতে অংশগ্রহণ করুন।



বায়ুর চেয়ে হালকা গ্যাসটির নাম কি
=> হাইড্রোজেন
,
ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়
=> পারঅক্সাইড
,
জল মিথাইল অ্যালকোহল'-এই মিশ্রণের দুটি পদার্থ কে পৃথক করার উপায় হল
=> আংশিক পাতন পদ্ধতিতে
,
গ্রীষ্মপ্রধান দেশে গ্যালিয়াম ধাতুটির ভৌত অবস্থান হল
=> তরল
,
একটি প্রাকৃতিক ভৌত পরিবর্তনের উদাহরণ হল
=> হিমবাহের গলন
,
যে রাসায়নিক ধর্মের সাহায্য KCI ও CAO কে পৃথকভাবে শনাক্ত করা যায় সেটি হল
=> জলের সঙ্গে বিক্রিয়া
,
হাইড্রোজেন সালফাইডের যে ক্ষমতা আছে তা হল-
=> বিজারণ
,
কোন পদার্থ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলে-
=> জারিত
,
জলের তড়িদবিশ্লেষনে ক্যাথডে 2c.c. হাইড্রোজেন উৎপন্ন হলে, অ্যানোড উৎপন্ন অক্সিজেনের আয়তন-
=> 1c.c.
,
নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে তড়িদ অবিশ্লেষ্য হচ্ছে
=> চিনির জলীয় দ্রবণ
,
আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে একটি তীব্র তড়িদ--বিশ্লেষ্য পদার্থের নাম
=> খাদ্য লবন
,
তড়িদ বিশ্লেষণ কি ধরনের পরিবর্তন-
=> রাসায়নিক
,
জলের তড়িদবিশ্লেষনে হাইড্রোক্সিল আয়ন কোন তড়িৎদ্বারে কি প্রক্রিয়ায় মুক্ত হয়
=> অ্যানোডে , জারন প্রক্রিয়ায়
,
ডিটারজেন্টের একটি প্রধান উপাদান হল-
=> অ্যালকোহল বেঞ্জিন সালফোনেট (ABS)
,
তড়িদ্বার রূপে ব্যবহৃত হয় -
=> গ্রাফাইট
,
চিনি শোধনে ব্যবহৃত হয় -
=> সক্রিয় চারকোল
,
উন্নতমানের কয়লার নাম
=> অ্যানথ্রাসাইট
,
নব আবিস্কৃত কার্বনের অনিয়তাকার রুপভেদটি হল
=> ফুলারিন
,
একটি তরল ও একটি গ্যাসের মিশ্রণের উদাহরণ হল
=> সোডা ওয়াটার
,
কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের একটি শোষক হল -
=> NaOH দ্রবন (গাঢ়)
,
1 মাইক্রন কত মিটারের সমান -
=> 10-⁶m
,
একটি উদ্ত্যাগী পদার্থের উদাহরণ হল
=> কাপড় কাচার সোডা
,
জলে উপস্থিত কোন দূষণকারী পদার্থের উপস্থিতির জন্য ব্ল্যাক ফুট ডিজিস হয়
=> ফ্লুরিন
,
জলের খরতা দূরীকরণের একটি পদ্ধতির নাম হল
=> ক্যালগন পদ্ধতি
,
ফসফেটঘটিত স্যার উৎপাদনের সময কারখানা ও চাষের জমি থেকে কোনো জাতীয় দূষিত অ্যাসিড জলের সঙ্গে মিশে যায় -
=> ফ্লুরাইড জাতীয় অ্যাসিড

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.